/indian-express-bangla/media/media_files/2025/07/15/jay-gupta-east-bengal-2025-07-15-15-31-43.jpg)
জয় গুপ্তা আসার খবর শুনেই উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল সমর্থকরা
East Bengal FC: টালবাহানা চলছিল অনেকদিন ধরেই। যাবতীয় আশা-আশঙ্কার দোলাচল কাটিয়ে শেষপর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবে সই করলেন ভারতের তারকা ফুল-ব্যাক জয় গুপ্তা (Jay Gupta)। জানা গিয়েছে, এফসি গোয়া থেকে জয়ের যাবতীয় ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, অভিষেক টেকচাম সিংয়ের (Abhishek Tekcham Singh) পাাশাাপাশি ইস্টবেঙ্গল এফসি এই ২৩ বছর বয়সি ফুটবলারকেও টার্গেট করেছিল। কিন্তু, ট্রান্সফার ফি নিয়ে দড়ি টানাটানির পর শেষপর্যন্ত জয় গুপ্তাকেই কনফার্ম করেছে লাল-হলুদ ব্রিগেড। সূত্র মারফৎ জানা গিয়েছে, এক কোটি টাকার বেশি ট্রান্সফার ফি দিয়ে নাকি জয়কে সই করিয়েছে ইস্টবেঙ্গল।
এফ সি গোয়ার পক্ষ থেকে ইতিমধ্যে একটা সাংবাদিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, 'ডিফেন্ডার জয় গুপ্তার ট্রান্সফার নিয়ে এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল এফসি'র মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। এই ভারতীয় ফুটবলারের জন্য রেকর্ড ট্রান্সফার ফি দেওয়া হয়েছে।'
FC Goa have reached an agreement with East Bengal FC for the transfer of defender Jay Gupta, a club record fee for an Indian player.
— FC Goa (@FCGoaOfficial) July 15, 2025
We’d like to thank Jay for an incredible two years in the orange and blue, a journey that saw us reach back-to-back semi-finals and lift the… pic.twitter.com/azXJ4mBRoT
ওই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'নীল-কমলা ব্রিগেডের হয়ে গত ২ বছর জয় যে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে, সেকারণে আমরা ধন্যবাদ জানাতে চাই। এই যাত্রাপথে আমরা পরপর সেমিফাইনাল ম্য়াচ খেলতে পেরেছি এবং জিততে পেরেছি কলিঙ্গ সুপার কাপ। জয়, তোমার আগামী ভবিষ্যতের জন্য অসংখ্য শুভ কামনা রইল।'
জেনে নিন জয়ের ব্যাকগ্রাউন্ড
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান সুপার লিগে গৌড়বাহিনীর হয়ে জয় মোট ৪১ ম্য়াচ খেলেছেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ মানোলো মার্কোয়েজের অধীনে তিনি এই বছরই সুপার কাপের খেতাব জয় করেছেন। ইস্টবেঙ্গলের শেষ ফুটবলার হিসেবে জয় সই করলেন। বাকি বিদেশি ফুটবলারের কোটা ইতিমধ্যে পূরণ হয়ে গিয়েছে।
আসন্ন মরশুম শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল এফসি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারমধ্যে মেসি বাউলি, হিজাজি মাহের, মাদিহ তালাল এবং হেক্টর ইউস্তেকে ছেড়ে দিয়েছে। গত মরশুমে এই ৪ ফুটবলারের পারফরম্য়ান্স একেবারে নজরকাড়া ছিল না। সুপার কাপে তারা হেরে গিয়েছিল। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলে বিদেশি ফুটবলারের কোটা কমপ্লিট
এই বিদেশি ফুটবলারদের পরিবর্তে ইস্টবেঙ্গল ইতিমধ্যে ব্রাজিল থেকে মিগুয়েল ফিগুয়েরা, প্যালেস্তাইন থেকে মহম্মদ রশিদ, মরক্কো থেকে হামিদ আহদাদ এবং আর্জেন্টিনার কেভিন সিবিলকে সই করিয়েছে। আসা করা যায়, চলতি মাসের মধ্যেই এই ৪ বিদেশি ফুটবলার কলকাতায় চলে আসবেন।
East Bengal FC Transfer Update: ঘরের ছেলে ফিরল ঘরে, আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা
উল্লেখ্য, অস্কার ব্রুজোঁর কোচিংয়ে আগেও খেলেছেন ফিগুয়েরা। বসুন্ধরা কিংসের হয়ে টানা তিনবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছেন তিনি। আশা করা হচ্ছে, হিজাজি মাহেরের অভাব পূরণ করতে পারবেন কেভিন সিবিল।
আর্জেন্টিনার রিভার প্লেট অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন কেভিন। ইতিপূর্বে তিনি স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাব পোনফেরাদিনার হয়ে ফুটবল খেলতেন।
East Bengal FC: জন্মদিনে শৌভিকের ছোট্ট আবদার! সরাসরি ফেরালেন ইস্টবেঙ্গলের 'নীতুদা', ব্যাপারটা কী?
অন্যদিকে রশিদ সম্প্রতি এএফসি এশিয়ান কাপে প্রথমবার প্যালেস্তাইনকে শেষ ১৬-য় তুলেছেন। মাঝমাঠে তিনি যে ভরসার স্তম্ভ হয়ে উঠবেন, তেমনটা আশা করা যেতেই পারে। সবথেকে বড় কথা, মেসির অভাবটা পূরণ করতে পারবেন। আহদাদ ধার শানাবেন আক্রমণভাগে। সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন ২০২৩-২৪ মরশুমে সোনার বুটজয়ী ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে।
আসন্ন ডুরান্ড কাপের (Durand Cup 2025) জন্য ইস্টবেঙ্গল এফসি এখনও পর্যন্ত দল ঘোষণা করেনি। তবে আশা করা হচ্ছে, এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল পূর্ণ শক্তির দল নিয়েই ঝাঁপাবে।