East Bengal FC Transfer Update: আদৌ ইস্টবেঙ্গলে যোগ দিলেন তারকা ফুটবলার? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Valpuia East Bengal FC Transfer: সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রেস বিবৃতি ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে, ২ বছরের চুক্তিতে ভালপুইয়াকে নাকি সই করিয়েছে ইস্টবেঙ্গল।

Valpuia East Bengal FC Transfer: সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রেস বিবৃতি ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে, ২ বছরের চুক্তিতে ভালপুইয়াকে নাকি সই করিয়েছে ইস্টবেঙ্গল।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal FC (1)

ইস্টবেঙ্গল পরিবারে আপাতত বইছে খুশির হাওয়া

East Bengal FC: নতুন মরশুমের শুরুটা বেশ ভালই করেছে ইস্টবেঙ্গল এফসি। চলতি ডুরান্ড কাপের প্রথম ম্য়াচেই সাউথ ইউনাইটেড এফসি-কে তারা ৫-০ গোলে পরাস্ত করেছে। এখানেই শেষ নয়। মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-২ গোলে পরাস্ত করেছে। ফলে লাল-হলুদ ব্রিগেডে যে আপাতত স্বস্তির হাওয়া বইছে, তা বলা যেতেই পারে। তবে সোমবার (২৮ জুলাই) সকাল থেকেই ইস্টবেঙ্গল তাঁবুতে একটা খবর শোনা যাচ্ছে। মণিপুরের তরুণ ফুটবলার ভালপুইয়া নাকি এই ক্লাবে সই করেছেন। কিন্তু, আদৌ কি খবরটা সত্যি? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

East Bengal Fan Viral: পিতৃবিয়োগের যন্ত্রণা ভোলাবে ইস্টবেঙ্গলের জয়, ধরাকাছা পরেই মাঠে হাজির লাল-হলুদ সমর্থক

সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রেস বিবৃতি ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে, ২ বছরের চুক্তিতে ভালপুইয়াকে নাকি সই করিয়েছে ইস্টবেঙ্গল। তবে মুম্বই সিটি এফসি'কে কত টাকা ট্রান্সফার ফি দেওয়া হয়েছে, এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। এই বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনি। আর লাল-হলুদ সমর্থকরা এটা দেখেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন। তবে গোটা বিবৃতিটাই যে একেবারে ভুয়ো, সেটা একটু খুঁটিয়ে দেখলেই স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে।

Advertisment

East Bengal Goal: পোলা নয়, একেবারে আগুনের গোলা! জোড়া গোলে বাগান তছনছ করল ইস্টবেঙ্গল

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ফুটবল দলের এই তারকা ডিফেন্ডার গত ৪ বছর ধরে মুম্বই সিটি এফসি ক্লাবের হয়ে খেলছেন। একবার করে তিনি আইএসএল শিল্ড এবং কাপ জয় করেছেন। বিপক্ষ স্ট্রাইকারের পা থেকে তিনি অসাধারণ দক্ষতায় বল ছিনিয়ে নিতে পারেন। মুম্বই সিটি এফসির হয়ে এখনও পর্যন্ত তিনি ৫৫ ম্য়াচ খেলেছেন। তবে এই জল্পনা যদি শেষপর্যন্ত সত্যি হয়, তাহলে এর থেকে ভাল খবর আর কিছু হতে পারে না।

East Bengal wins Kolkata Derby 2025: ঘুচল যাবতীয় অপমানের জ্বালা, মরশুমের প্রথম ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের

দেখে নিন সেই প্রেস রিলিজ

Press Release East Bengal

East Bengal vs Mohun Bagan: ডার্বি শেষ হতেই 'অসভ্যতা' ইস্ট-মোহন সমর্থকদের, কল্যাণী স্টেশনে বইল রক্তগঙ্গা!

গত কয়েকবছর ধরেই ইস্টবেঙ্গল এফসি একেবারে ভাল পারফরম্যান্স করতে পারছে না। ২০২৪ সালের জানুয়ারি মাসে কলিঙ্গ সুপার কাপ জয় করার পর থেকে তাদের ঝুলিতে সাফল্য বলতে আর কিছু নেই। এমনকী, গত আইএসএল মরশুমে তারা ৯ নম্বরে দাঁড়িয়ে অভিযান শেষ করেছে। লাল-হলুদ ব্রিগেডের এই পারফরম্য়ান্স নিয়ে দলের ম্যানেজমেন্ট যেমন হতাশ, ঠিক তেমনই আশাহত লাল-হলুদ সমর্থকরাও। এই পরিস্থিতিতে আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল একেবারে গুছিয়ে দলগঠন করেছে। রশিদ, মিগুয়েরা, সিবিয়ে এবং আহদাদের মতো বিদেশি ফুটবলারদের সই করিয়েছে, তেমনই ভারতীয় ফুটবলারদের মধ্যে যোগ দিয়েছেন রামসাঙ্গা, বিপিন সিংরা। এই মরশুমে সাফল্য প্রত্যাশী মশালবাহিনী। শেষপর্যন্ত ইস্টবেঙ্গলের কপাল খোলে কি না, সেটাই আপাতত দেখার।

East Bengal FC