/indian-express-bangla/media/media_files/2025/08/16/jose-molina-2025-08-16-19-12-43.jpg)
মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা
Kolkata Derby: রাত পোহালেই মহারণ। মরশুমের দ্বিতীয় কলকাতা ডার্বির অপেক্ষায় প্রহর গুণছে গোটা শহর। এই হাইভোল্টেজ ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করলেন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) দলের হেড কোচ হোসে মলিনা (Jose Molina)। এই বৈঠকে তিনি একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন। তবে কথায় কথায় একবার বলে ফেললেন, 'আমরাও তো মানুষ, যন্ত্র তো নই!' ডার্বির মতো একটি গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে কেন মলিনার গলায় এমন উল্টো সুর শোনা গেল? আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।
East Bengal FC: 'রশিদ যে খেলবে না, কাউকে জানাতামও না...', কেন এমন কথা বললেন অস্কার?
এই প্রশ্নের জবাব পেতে হলে একটু অস্কার ব্রুজোঁর কথা আপনাদের শুনে নিতে হবে। শনিবার (১৬ অগাস্ট) দুপুরবেলা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। সেখানে তিনি বলেছেন, 'হতে পারে মোহনবাগান যথেষ্ট ভাল দল। তবে ওদেরও কিছু দুর্বলতা রয়েছে। আর সেখানেই আমরা আঘাত করে জয়লাভ করতে চাই।'
East Bengal vs Mohun Bagan: 'যে দলই সামনে আসুক না কেন...', ডার্বির আগে হুঙ্কার শৌভিকের
দুর্বলতার তুলনায় শক্তি অনেকটা বেশি: মলিনা
এবার বিকেলবেলা অস্কারের এই মন্তব্য আলতো করে হোসে মলিনার দিকে বাড়িয়ে দেন সাংবাদিকরা। সবটা শুনে তিনি বেশ ঠাণ্ডা মাথায় বললেন, 'অস্কার যথেষ্ট বিচক্ষণ একজন কোচ। আশা করব, নিজের প্রতিপক্ষকে উনি সঠিকভাবে মাপতে পারবেন। আমার দল নিখুঁত নয়। আমরাও তো মানুষ। ভুল আমরাও করি। তবে একটা কথা বলতে পারি, দুর্বলতার তুলনায় আমাদের শক্তি অনেকটাই বেশি। তার থেকেও বড় কথা, ইস্টবেঙ্গলের কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, সেটাও আমি খুব ভাল করে জানি।' অর্থাৎ ডার্বি ম্য়াচের আগে অস্কার যে মৌখিক চাপ তৈরির চেষ্টা করেছিলেন, সেটা মলিনা যে সহজভাবে বাইপাস করলেন, তা কারোর বুঝতে বাকি রইল না।
রবিবাসরীয় ডার্বিতে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নামবেন না প্যালেস্তাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদ। বাবা মারা যাওয়ার কারণে শুক্রবারই (১৫ অগাস্ট) তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে মলিনা জানান, রশিদের থাকা কিংবা না থাকাটা তাঁদের কাছে খুব একটা বড় ফ্যাক্টর হবে না। বাগানের এই স্প্যানিশ কোচ বললেন, 'ওদের পাঁচজন বিদেশি রয়েছে। আমাদেরও তাই। তাহলে সমস্যাটা কোথায়?'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল ডার্বি ম্য়াচে মনবীর সিং এবং কিয়ান নাসিরি চোটের কারণে খেলবেন না। আর শুভাশিস তো ডুরান্ডেই নেই। ম্যাচ ফিট হতে এখনও অনেকটা সময় লাগবে। তবে মলিনা জানালেন টম অলড্রেড এবং সুহেল আহমেদ ভাটকে এই ম্য়াচে দেখতে পাওয়া যাবে। সবমিলিয়ে লড়াই যে একেবারে জমাটি হবে, তা আর আলাদা করে বলার দরকার নেই।