Kolkata Derby 2025: কলকাতা ডার্বির মহাযুদ্ধ, এই ৫ ফুটবলারই কাঁপাবেন গোটা মাঠ! দেখে নিন

Kolkata Derby 2025: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই বাঙালির ফুটবলে আবেগের বিস্ফোরণ ঘটতে চলেছে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই মহাযুদ্ধের আসর বসতে চলেছে।

Kolkata Derby 2025: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই বাঙালির ফুটবলে আবেগের বিস্ফোরণ ঘটতে চলেছে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই মহাযুদ্ধের আসর বসতে চলেছে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Kolkta Derby in Durand Cup 2025

Kolkata Derby: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই বাঙালির ফুটবলে আবেগের বিস্ফোরণ ঘটতে চলেছে। ২০২৫ ডুরান্ড কাপের (Durand Cup 2025) চতুর্থ তথা অন্তিম কোয়ার্টার ফাইনালে কলকাতার দুই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাব অংশগ্রহণ করতে চলেছে। একদিকে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এবং অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই মহাযুদ্ধের আসর বসতে চলেছে।

Advertisment

সম্প্রতি কয়েকটা ডার্বির বিচারে মেরিনার্সরা হয়ত খানিকটা এগিয়ে রয়েছে। কিন্তু, কাপ প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল এফসি কিন্তু অনেকটাই শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে। শেষ তিনটে লড়াইয়ে তারা দুটোতেই জয়লাভ করেছে। গ্রুপ পর্বে দুটো দলেরই একেবারে নিখুঁত রেকর্ড ছিল। আর এই অপরাজেয় রেকর্ডই ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে।

আসুন তাহলে দেখে নেওয়া যাক, কোন ৫ ফুটবলার রবিবাসরীয় ডার্বি ম্য়াচে রাজত্ব করবেন?

লিস্টন কোলাসো

Advertisment

Liston

এই তালিকায় সবার আগে লিস্টন কোলাসোর নাম উল্লেখ করতেই হবে। চলতি টুর্নামেন্টে তিনি আগুন ফর্মে রয়েছেন। পাঁচটা গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন তিনি। আর সেই সুবাদেই গোল্ডেন বুট জয়ের দৌড়েও রয়েছেন আপাতত শীর্ষস্থানে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত প্রত্যেকটা ম্য়াচেই তিনি গোল করেছেন। বাগানের এই উইঙ্গার খুব সহজেই গোলের দরজা খুঁজে বের করতে পারেন। রবিবারও লিস্টন যে ইস্টবেঙ্গল ডিফেন্সকে চাপে রাখবেন, তা বলা যেতেই পারে।

হামিদ আহদাদ

Hamid (1)

গত কয়েকদিনের মধ্যেই মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদ ইস্টবেঙ্গল এফসি দলের নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন। নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে প্রথম গোল করেছিলেন হামিদ। এরপর ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধেও একটি গোল করেন তিনি। সবথেকে বড় কথা, হামিদের ফিনিশিং টাচ ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। বহুদিন ধরে লাল-হলুদ ব্রিগেড এমন একজন ফুটবলার খুঁজছিল যিনি বড় ম্য়াচে গোল করতে পারবেন। ডার্বির লোকগাথায় হামিদের কিন্তু নিজের নাম লেখানোর সুযোগ অবশ্যই রয়েছে। আজ ইস্টবেঙ্গলকে জেতাতে পারলেই তিনি সমর্থকদের কাছে নায়ক হয়ে উঠবেন।

Mohun Bagan Super Giant: আদৌ ন্যায্য পেনাল্টি দেওয়া হয়েছে মোহনবাগানকে? কাঠগড়ায় ডুরান্ডের রেফারি

জেমি ম্য়াকলারেন

Jamie

অজি মার্কম্যান জেমি ম্যাকলারেন যে বড় ম্যাচের ফুটবলার, তা আগেই প্রমাণ করে দিয়েছেন। গত ইন্ডিয়ান সুপার লিগ মরশুমের জোড়া লেগেই তিনি গোল করেছিলেন। ম্যাকলারেন আসলে একজন চোরাশিকারি যিনি চোখের নিমেষে ম্য়াচের রং বদলে দিতে পারেন। গত ম্য়াচে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে অসাধারণ একটি গোল করেছিলেন তিনি এবং মোহনবাগান ৫-১ গোলে জয়লাভ করেছিল।

East Bengal vs Mohun Bagan: 'যে দলই সামনে আসুক না কেন...', ডার্বির আগে হুঙ্কার শৌভিকের

এই প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটাই গোল হজম করেছে। কিন্তু, ম্য়াকলারেনকে দমিয়ে রাখা তাদের পক্ষে খুব একটা সহজ কাজ হবে না। লাল-হলুদের সেন্টার-ব্যাক কেভিন সিবিল এবং আনোয়ার আলিকে সবসময় সতর্ক থাকতে হবে। কারণ কলকাতা ডার্বির ইতিহাস পুনরায় লেখার জন্য ম্য়াকলারেনের একটাই সুযোগ যথেষ্ট।

East Bengal FC: 'রশিদ যে খেলবে না, কাউকে জানাতামও না...', কেন এমন কথা বললেন অস্কার?

মিগুয়েল ফিগুয়েরা

Miguel

এই তালিকায় ইস্টবেঙ্গল আরও একজন নতুন বিদেশি ফুটবলার রয়েছেন। নাম মিগুয়েল ফিগুয়েরা। অস্কারের পুরনো ছাত্র তিনি। গত ২ ম্য়াচে তিনি যে পারফরম্য়ান্স করেছেন, তা নিয়ে সকলেই বেশ খুশি। ইস্টবেঙ্গল এতদিন ধরে যে প্লে-মেকারের খোঁজ করছিল, ফিগুয়েরা সেখানে একেবারে ফিট হয়ে গিয়েছেন। দুর্দান্ত ভিশন রয়েছে। বলের উপর নিয়ন্ত্রণ অসাধারণ। ম্য়াচের গতিও নিয়ন্ত্রণ করতে পারেন তিনি। এখনও পর্যন্ত গত ২ ম্য়াচে একটি অ্যাসিস্ট করেছেন মিগুয়েল। মোহনবাগানের রক্ষণভাগ তিনি ভাঙতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

Mohun Bagan Super Giant: 'আমরাও তো মানুষ...', ডার্বির আগে হঠাৎ কেন উল্টো সুর মলিনার গলায়?

সাহাল আবদুল সামাদ

Sahal Abdul Samad

চলতি মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট দলের জার্সিতে সাহাল আবদুল সামাদ দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবারের ডুরান্ড কাপে তিনি জোড়া গোলের পাশাপাশি চারটে অ্যাসিস্টও করেছেন। সামাদের সৃষ্টিশীলতা, চঞ্চল পা এবং ফাইনাল পাসের জন্য চোখ মেরিনার্সদের কাছে অন্যতম বড় সম্পদ। আক্রমণভাগের একাধিক ভূমিকায় সামাদ বেশ স্বচ্ছ্বন্দ। সাহালের জন্য ম্য়াচ চলাকালীন হোসে মলিনা নিজের রণকৌশল কাটাছেঁড়া করতে পারেন। ডার্বি ম্য়াচে তিনি অবশ্যই একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবেন। রবিবার যদি সাহাল নিজের ছন্দটা পেয়ে যান, তাহলে লাল-হলুদ ডিফেন্সের কপালে যে দুঃখ নাচছে, তা বলা যেতেই পারে।

East Bengal FC Kolkata Derby Mohun Bagan Super Giant Durand Cup 2025