IPL 2025: বৃহস্পতিবার (৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দুটো দলের কাছে এই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে, পরপর ২ ম্যাচ হেরে কেকেআর (KKR) ব্রিগেড এখন বেশ অস্বস্তিতে পড়েছে। তাই আগামী ম্যাচটা জিতে তারা জয়ের সরণীতে ফিরতে চাইবে।
অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের কাছে টার্গেট একেবারে আলাদা। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হারের ক্ষত এখন দগদগে হয়ে রয়েছে। পাশাপাশি গত আইপিএল মরশুমে এই হায়দরাবাদকে হারিয়েই তো কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বার আইপিএল খেতাব জয় করেছিল। কাব্যা মারানের চোখের জলের বদলা তারাও নিতে চাইবে। এই পরিস্থিতিতে আগামী ম্যাচকে কেন্দ্র করে দুই শিবিরে যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না।
Fan touched Virat Kohli's feet:ইডেনে কোহলিকে সাষ্টাঙ্গে প্রণাম, এখনও ঘোর কাটেনি ঋতুপর্ণর! বাবা-মা অন্য দুশ্চিন্তায়
বাড়ানো হচ্ছে নিরাপত্তা
সবথেকে বড় কথা, এই হাইভোল্টেজ ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। আর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই ম্যাচটা সুষ্ঠভাবে আয়োজন করতে, ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে। শোনা যাচ্ছে, কেকেআর ব্রিগেডের আগামী ম্যাচে স্টেডিয়ামের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
Virat Kohli Fan Breaches Eden Gardens Security: ভাঙল ইডেনের নিরাপত্তা বলয়, বিরাটের পা ছুঁয়ে প্রণাম সমর্থকের! দেখুন ভিডিও
ইতিপূর্বে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলা চলাকালীন ইডেনের নিরাপত্তা বলয় ভেঙে এক যুবক বিরাট কোহলির কাছে পৌঁছে গিয়েছিল। ব্যাপারটি নিয়ে যথেষ্ট জলঘোলা হয়। এমনকী, ইডেন গার্ডেন্সের নিরাপত্তা নিয়েও উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। তবে এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডেনের ফেন্সিংয়ের উচ্চতা আরও বাড়ানো হচ্ছে।
Fan Touches Virat’s Feet:ইডেনে বিরাটের পা ছুঁয়ে প্রণাম, বাড়িতে কী বলে কলকাতায় রওনা দিয়েছিলেন যুবক?
লালবাজারের পক্ষ থেকে CAB-কে নির্দেশ দেওয়া হয়েছে, ইডেন গার্ডেন্সে ফেন্সিংয়ের উচ্চতা যেন আরও বাড়ানো হয়। সিএবি'র যুগ্মসচিব নরেশ ওঝা জানিয়ে দিয়েছেন, পুলিশের নির্দেশ মেনেই ইডেনে ফেন্সিংয়ের উচ্চতা বাড়ানো হচ্ছে।
Virat Kohli Half Century: রাজার মেজাজে ব্যাটিং কোহলির, বিধ্বংসী হাফসেঞ্চুরি ইডেন গার্ডেন্সে
সূত্রের খবর, এই ফেন্সিংয়ের উচ্চতা এক ফুটেরও বেশি বাড়িয়ে দেওয়া হবে। যাতে ঋতুপর্ণ পাখিরার মতো আর কেউ নিরাপত্তা বলয় টপকে মাঠের ভিতর প্রবেশ না করতে পারেন। এই পরিস্থিতিতে আগামী ম্যাচ যাতে বিনা বাধায় আয়োজন করা যায়, সেদিকেই নজর রাখা হচ্ছে।