/indian-express-bangla/media/media_files/2025/10/09/footballer-accident-2025-10-09-12-54-19.jpg)
দুর্ঘটনার মুহূর্তে স্যামুয়েল আসামোয়া
Footballer Injury: আরও একবার চরম শোকে ডুবল গোটা ফুটবল বিশ্ব। টোগো জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার স্যামুয়েল আসামোয়া একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। চিনে একটি ঘরোয়া লিগের ফুটবল ম্য়াচ খেলতে গিয়েছিলেন তিনি। সেইসময়ই এই দুর্ঘটনার শিকার হন তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠের পাশে থাকা বিজ্ঞাপনী বোর্ডে মারাত্মক ধাক্কা লাগে তাঁর। এই ঘটনায় তাঁর ঘাড় ভেঙে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তিনি পক্ষাঘাতের শিকার হয়েছেন।
Footballer Death News: মাত্র ২১-য়েই সব শেষ! সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন তারকা ফুটবলার
এই দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে, গত রবিবার একটি ম্য়াচ খেলতে নেমেছিলেন স্যামুয়েল। সেখানে ৩১ বছর বয়সি ওই খেলোয়াড় প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে বল দখলের লড়াই করছিলেন। এমন একজন ফুটবলার তাঁকে ধাক্কা দেন। সঙ্গে সঙ্গে তিনি মাঠের বাইরে ছিটকে বেরিয়ে যান। মাঠের পাশেই রাখা ছিল এলইডি অ্যাডভার্টাইজিং প্যানেল। সেখানেই প্রথমে তাঁর মাথা ধাক্কা খায়। এরপরই মটকে যায় ঘাড়।
Indian Footballer Death News: আচমকা হার্ট অ্যাটাকেই সব শেষ, চিরনিদ্রার দেশে ভারতীয় ফুটবলার
দেখে নিন ভিডিও:
🚨 During the 25th round of the 2025 China League One on Oct 5, Guangxi Pingguo player Asamoah suffered a severe spinal injury after being violently pushed off the field and hitting an LED screen.
— Shanghai Daily (@shanghaidaily) October 6, 2025
He was diagnosed with C2–C6 fractures and faces a risk of high paraplegia. Surgery… pic.twitter.com/mduD0xPgI7
সোমবার গুয়াংজ়ি পিনগুয়ো ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, আসামোয়ার ঘাড়ে মারাত্মক চোট লেগেছে। স্নায়ুগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে একবার অপারেশনও করা হয়েছে।
সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'এমন দুর্ঘটনায় প্রচন্ডভাবে প্যারাপ্লেজিয়ার (শরীরের নিম্নাঙ্গ অসাড় হয়ে যাওয়া) ঝুঁকি থেকেই যায়। সেক্ষেত্রে ও চলতি মরশুমের বাকি ম্য়াচগুলো আর খেলতে পারবে না। এমনকী, ওর ফুটবল কেরিয়ারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।'
Footballer Death: খাবারের লাইনে দাঁড়ানোই কাল, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার
এরপর গত বুধবার (৮ অক্টোবর) ক্লাবের পক্ষ থেকে আরও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অপারেশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এখন ওঁর শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল রয়েছে।
Footballer Death: আচমকা হার্ট অ্যাটাকেই শেষ সবকিছু, না ফেরার দেশে কিংবদন্তী ফুটবলার
দলের পক্ষ থেকে বলা হয়েছে, 'প্রত্যেক সমর্থক এবং সকল শুভাকাঙ্খীদের গুয়াংজ়ি পিনগুয়ো ক্লাবের পক্ষ ধন্যবাদ জানানো হচ্ছে। এই কঠিন সময়ে আপনারা প্রত্যেকে স্যামুয়েলের পাশে থাকুন। নির্দিষ্ট সময় অন্তর ওর হেলথ আপডেট দেওয়া হবে।'
প্রসঙ্গত, আসামোয়া তাঁর কেরিয়ারের অধিকাংশ সময়ই বেলজিয়ামে খেলেছেন। গত বছর চিনে খেলতে এসেছিলেন। টোগোর হয়ে তিনি ৬ ফুটবল ম্য়াচ খেলেছেন।