/indian-express-bangla/media/media_files/2025/07/28/gautam-gambhir-1-2025-07-28-11-14-05.jpg)
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর
Indian Cricket Team: দিল্লি টেস্ট ম্য়াচে জয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের ( India vs West Indies) বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছে। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া প্রায় ১ বছর পর কোনও টেস্ট সিরিজ জিততে পারল। এই দুর্দান্ত জয়ের পরও ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) নিজের মাথা ঠাণ্ডা রাখতে পারলেন না। ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসে তিনি রীতিমতো ভড়কে উঠলেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচনের পরও দেশের সংবাদমাধ্যম এবং সমর্থকরা হর্ষিত রানাকে (Harshit Rana) নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন।
IND vs WI Live Updates: আম্পায়ারের সিদ্ধান্তে চরম ক্ষোভ, স্টাম্প মাইকে এ কী বললেন বুমরাহ?
কেন রেগে গেলেন গৌতম গম্ভীর?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য যখন টিম ইন্ডিয়ার ঘোষণা করা হয়, সেইসময় টি-২০ এবং ওয়ানডে দুটো স্কোয়াডেই ২৩ বছর বয়সি ভারতীয় পেস তারকা হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে গৌতম গম্ভীর এবং হর্ষিত রানা দুজনের উপরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই বিষয়েই এবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন গম্ভীর।
IND vs WI 2nd Test Follow On: লজ্জার ব্যাটিং ক্যারিবিয়ানদের, ফলো অন করাল টিম ইন্ডিয়া
বেশ খানিকটা রাগের সুরে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ বললেন, 'একজন ২৩ বছর বয়সি ক্রিকেটারকে আপনারা সমালোচনা করছেন। এটা যথেষ্ট লজ্জার একটা বিষয়। হর্ষিতের বাবা প্রাক্তন প্রধান নির্বাচক নন। কোনও ক্রিকেটারকে এইভাবে টার্গেট করা একেবারেই উচিত নয়।'
IND vs WI Test 2025: ব্যাটিংয়ে সাফল্যের পর, দুর্দান্ত ক্যাচ নিয়ে দ্বিতীয় দিনের হিরো সুদর্শন!
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'সোশ্যাল মিডিয়ায় হর্ষিতকে নিয়ে যেভাবে ট্রোলিং হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করা দরকার। একবার ভাবুন তো, এমন সমালোচনার কারণে ওর মানসিক অবস্থা কেমন হবে? কারোর সন্তান যদি ক্রিকেট খেলে, তাহলে তার কাছে এমন ঘটনা একবারেই কাম্য নয়। ভারতীয় ক্রিকেট দল যাতে ভাল পারফরম্য়ান্স করতে পারে, সেটা দেখা আমাদের নৈতিক দায়িত্ব। নিজেদের ইউটিউব চ্যানেল চালানোর জন্য আলতু-ফালতু মন্তব্য করবেন না।'
IND vs WI 2nd Test Match: দ্বিতীয় টেস্টের আগে বড় খবর, শুনলে মন ভাল হবে আপনারও!
টানা সুযোগ পাচ্ছেন হর্ষিত রানা
২৩ বছর বয়সি হর্ষিত রানা নিয়মিতভাবে টিম ইন্ডিয়ায় তিনটে ফরম্য়াটেই সুযোগ পাচ্ছেন। টিম ইন্ডিয়ার হয়ে তিনি ইতিমধ্যে তিনটে ফরম্য়াটেই ডেবিউ করে ফেলেছেন। টেস্ট ক্রিকেটে ২ ম্য়াচ এবং ওয়ানডে ক্রিকেটে ৫ ম্যাচ খেলেছেন তিনি। তবে এখনও পর্যন্ত তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারেননি। টি-২০ এবং ওয়ানডে ক্রিকেটে তিনি যথেষ্ট রান খরচ করেছেন। সেকারণেই রানার পারফরম্য়ান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।