Gautam Gambhir: ইংল্যান্ডে একটা দুর্দান্ত টেস্ট সিরিজের পর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীর ভারতে ফিরলেন। মঙ্গলবার (৬ অগাস্ট) দিল্লি বিমানবন্দরে পা রাখতে না রাখতেই তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) প্রশংসায় ভরিয়ে দিলেন। পাশাপাশি সদ্য সমাপ্ত এই টেস্ট সিরিজে (India vs England) কোন ক্রিকেটার সবথেকে ভাল পারফরম্য়ান্স করেছেন, সেকথাও নির্দ্বিধায় জানিয়ে দিলেন তিনি।
গম্ভীরের কথায়, এই সিরিজে কোনও একজন ক্রিকেটারের নাম আলাদা করে উল্লেখ করা সম্ভব নয়। গোটা দল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। শুভমানের নেতৃত্বে ওভাল টেস্টে ৬ রানে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। আর সেইসঙ্গে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে। এই টুর্নামেন্টে শুভমান গিল মোট ৭৫৪ রান করেছে।
IND vs ENG: শিশুর মতো নেচে-কুঁদে অস্থির গম্ভীর, কোচকে কোলে তুলে নাচ মর্কেলের, ড্রেসিংরুমের Video Viral
কী বললেন গম্ভীর?
মঙ্গলবার (৫ অগাস্ট) ইংল্যান্ড থেকে দিল্লিতে ফিরেছেন গৌতম গম্ভীর। বিমানবন্দরেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। একের পর এক আসতে শুরু করে একাধিক প্রশ্ন। গম্ভীর বললেন, 'আমার মনে হয়, এই টুর্নামেন্টে শুভমান অত্যন্ত ভাল পারফরম্য়ান্স করেছে। আপাতত আমি শুধুমাত্র এটুকুই বলতে পারি, এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল একেবারে আগুন ফর্মে ছিল।'
IND vs ENG: শুভমান বা সিরাজ নয়, এই তারকা-ই টিম ইন্ডিয়ার লাকি চার্ম, হারেননি একটিও টেস্ট ম্যাচ
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই সিরিজটা ড্র করার পর আমি সত্যিই খুব খুশি। আমার মতে, ভারতীয় ক্রিকেটাররা এই সাফল্যের যোগ্যতম দাবিদার। কারণ গত ২ মাসের মধ্য়ে টিম ইন্ডিয়াকে ৫ টেস্ট ম্য়াচ খেলতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই পারফরম্য়ান্স সত্যিই প্রশংসনীয়।'
IND vs ENG 5th Test: 'হাসি ফোটাতে পেরেছি...', দেশকে গর্বিত করে কী বললেন সিরাজ?
সদ্য সমাপ্ত এই সিরিজে মহম্মদ সিরাজ মোট ২৩ উইকেট শিকার করেছেন। পাঁচটা টেস্ট ম্য়াচেই অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। পঞ্চম ম্যাচে তাঁর ডেলিভারিতেই জয়ের মুহূর্তটা আসে। গাস অ্যাটকিনসনকে ক্লিন বোল্ড করে দিয়েছিলেন তিনি। এই সিরিজে তিনটে ম্য়াচ খেলেছেন জসপ্রীত বুমরাহ। তিনি ১৪ উইকেট শিকার করেছেন। তবে যে ম্য়াচগুলোয় তিনি খেলেছেন, তার একটাও ভারত জিততে পারেনি। কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা দুজনেই ৫০০-র বেশি রান করেছেন।
IND vs ENG 5th Test: 'মুখটা একবার দেখ...', ওভাল টেস্ট জিততেই ইংরেজদের কটাক্ষ জাদেজার! ভাইরাল ভিডিও
এই সিরিজে সেরা পারফরম্য়ান্স করেছেন ভারতের কোন ক্রিকেটার? সাংবাদিকদের এই প্রশ্নে গম্ভীর বললেন, 'আমার মনে হয় ও (সিরাজ) যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। তবে শুধুমাত্র ও একা নয়, গোটা ভারতীয় ক্রিকেট দলই এই সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। আমার পক্ষে কোনও একজনের নাম নেওয়া সম্ভব নয়। সেটা হতে পারে শুভমান গিল, হতে পারে মহম্মদ সিরাজও। গত ২ মাস ধরে প্রত্যেকেই যথেষ্ট ভাল ক্রিকেট উপহার দিয়েছে।'