IND vs ENG 5th Test: 'মুখটা একবার দেখ...', ওভাল টেস্ট জিততেই ইংরেজদের কটাক্ষ জাদেজার! ভাইরাল ভিডিও

IND vs ENG 5th Test 2025: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্য়াচ ওভালে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়।

IND vs ENG 5th Test 2025: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্য়াচ ওভালে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়।

author-image
Koushik Biswas
New Update
Ravindra Jadeja ICC Rankings: আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে জাডেজা এখন শীর্ষস্থানে রয়েছেন

Ravindra Jadeja ICC Rankings: আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে জাডেজা এখন শীর্ষস্থানে রয়েছেন

Ravindra Jadeja: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্য়াচ ওভালে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত সিরাজ একের পর এক উইকেট শিকার করেন এবং টিম ইন্ডিয়া ৬ রানে এই টেস্টে জয়লাভ করে। গিল অ্যান্ড কোম্পানির কাছে এই জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেকারণেই ওভাল টেস্টে জয়ের পর টিম ইন্ডিয়া গোটা মাঠ জুড়ে ভিকট্রি প্যারেড করে। ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে রবীন্দ্র জাদেজার একটি মজাদার কমেন্ট শুনতে পাওয়া যায়।

Advertisment

IND vs ENG: শিশুর মতো নেচে-কুঁদে অস্থির গম্ভীর, কোচকে কোলে তুলে নাচ মর্কেলের, ড্রেসিংরুমের Video Viral

ইংরেজ সমর্থকদের হতাশা নিয়ে কী বললেন রবীন্দ্র জাদেজা?

Advertisment

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছে স্কাই স্পোর্টস। সেখানে শুভমান গিল, মহম্মদ সিরাজ সহ গোটা ভারতীয় ক্রিকেট দলকে জয়োল্লাস করতে দেখা যায়। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও করতালি দিয়ে তাঁদের অভিবাদন জানান। ভিডিওয় রবীন্দ্র জাদেজার একটি কণ্ঠস্বর শুনতে পাওয়া গিয়েছে। তিনি ইংরেজ সমর্থকদের হতাশা নিয়ে কটাক্ষ করছিলেন। রবীন্দ্র বলেন, 'গোরো কা মুখ দেখ...।' জাদেজা তাঁর সতীর্থ ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করছিলেন, এই পরাজয়ের পর ইংরেজ ক্রিকেট সমর্থকরা একেবারে হতাশ হয়ে পড়েছেন।

IND vs ENG: শুভমান বা সিরাজ নয়, এই তারকা-ই টিম ইন্ডিয়ার লাকি চার্ম, হারেননি একটিও টেস্ট ম্যাচ

দেখে নিন ভিডিও:

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন রবীন্দ্র জাদেজা

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে রবীন্দ্র জাদেজা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। বিশেষ করে ব্যাট হাতে তিনি সকলের নজর কেড়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৩৬ বছর এই ক্রিকেটার সিরিজের পাঁচটা টেস্ট ম্য়াচেই টানা খেলেছেন। করেছেন মোট ৫১৬ রান। একটি শতরানের পাশাপাশি তিনি পাঁচটি হাফসেঞ্চুরিও করেছেন। এই সিরিজে জাদেজা ৮৬-র ব্যাটিং গড়ে রান করেছেন। ৪ বার অপরাজিত ছিলেন তিনি। এই সিরিজে তিনি মোট ৫৩ চার এবং ৬ ছক্কা হাঁকিয়েছেন। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে তিনি মোট ৭ উইকেট শিকার করেন। এই সিরিজটা 'ব্যাটার' জাদেজা দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন।

IND vs ENG 5th Test: 'হাসি ফোটাতে পেরেছি...', দেশকে গর্বিত করে কী বললেন সিরাজ?

সিরিজ ড্র করে দেশে ফিরছে টিম ইন্ডিয়া

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আয়োজিত পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ শেষপর্যন্ত ২-২ ব্যবধানে ড্র হয়েছে। প্রথম এবং তৃতীয় টেস্ট ম্য়াচটা ইংল্যান্ড জিতেছিল। অন্যদিকে, দ্বিতীয় এবং পঞ্চম ম্য়াচটা টিম ইন্ডিয়া জয়লাভ করে। ম্যানচেস্টারে আয়োজিত টেস্ট ম্য়াচটি ড্র হয়েছে। এই সিরিজে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে। এই লড়াইয়ের কথা ক্রিকেট সমর্থকরা বহুকাল মনে রাখবেন।

Ravindra Jadeja