Mohammed Siraj: সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড (India vs England) পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ সিরাজ দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। গোটা সিরিজ জুড়ে তিনি ১৮৫.৩ ওভার বল করে মোট ২৩ উইকেট শিকার করেছেন। আর সেইসঙ্গে ওভাল টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার জয়ের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
IND vs ENG 5th Test: 'সিরাজ কোনওদিন ভারতকে ডোবায়নি', ওভালের কীর্তিমানকে প্রশংসায় ভরালেন সৌরভ
প্রসঙ্গত, ওভাল টেস্ট ম্য়াচের ২ ইনিংস মিলিয়ে মহম্মদ সিরাজ মোট ৯ উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসে তিনি ৮৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১০৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এই দুর্দান্ত পারফরম্য়ান্সের কারণে মহম্মদ সিরাজকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণা ৮ উইকেট শিকার করেছেন।
IND vs ENG: ওভালে ঐতিহাসিক জয়ের কৃত্বিত্ব শুধু ২ জনের, গিল-গম্ভীরের নামই নিলেন না কোহলি
ম্যাচের পর সিরাজ বললেন, 'আমি অত্যন্ত সৎ মনে পরিশ্রম করেছিলাম। কারোর খারাপ আমি চাই না। মনের মধ্যে একটাই কথা ঘুরপাক খায়। যখন ১৪০ কোটি জনগণের মধ্যে আপনাকে বেছে নেওয়া হয়, এটা অনেক বড় একটা ব্যাপার। আপনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। দেশের জন্য কী করতে পারি, সেটাই মাথার মধ্যে ঘুরপাক খায়।'
IND vs ENG: শিশুর মতো নেচে-কুঁদে অস্থির গম্ভীর, কোচকে কোলে তুলে নাচ মর্কেলের, ড্রেসিংরুমের Video Viral
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আজ যখন ভারতীয় ক্রিকেট দল এই ম্য়াচে জয়লাভ করেছে, তখন দেশের ১৪০ কোটি মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। আমি শুধুমাত্র একটাই কথা বলতে চাই। ক্রিকেট খেলার প্রতি সবসময় সৎ থাকুন। শুধুমাত্র ক্রিকেট খেলাই নয়, যে কাজটাই আপনি করছেন, সেটার উপর বিশ্বাস রাখুন। একজন পেশাদার ক্রিকেটারের কাছে বিশ্বাস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া কোনওকিছু সম্ভব নয়।'
IND vs ENG: শুভমান বা সিরাজ নয়, এই তারকা-ই টিম ইন্ডিয়ার লাকি চার্ম, হারেননি একটিও টেস্ট ম্যাচ
মিরাকল ঘটালেন মহম্মদ সিরাজ
ওভাল টেস্ট ম্য়াচে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান। অন্যদিকে, ভারতের দরকার ছিল ৪ উইকেট। কেউ ভাবতেও পারেননি যে এই জায়গা থেকে টিম ইন্ডিয়া ম্যাচটা জিততে পারে। কিন্তু, মহম্মদ সিরাজের চিন্তাভাবনাই একেবারে আলাদা ছিল। তিনি এমন একটি 'কাণ্ড' করে বসলেন, যা ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাকি চারটের মধ্যে তিনটে উইকেটই তিনি শিকার করলেন এবং ভারত শেষপর্যন্ত ৬ রানে এই ঐতিহাসিক ম্য়াচে জয়লাভ করে। পাশাপাশি এই সিরিজও শেষপর্যন্ত ড্র হয়ে যায়।