/indian-express-bangla/media/media_files/2025/03/30/subHZ5yCgZqiaD4ss4zO.jpg)
মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া
মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের অধিনায়ক হার্দির পান্ডিয়া (Hardik Pandya) ফের শাস্তির কোপে পড়লেন। শনিবার (২৯ মার্চ) অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে খেলতে নেমেছিল তাঁর দল। এই ম্য়াচে স্লো ওভার রেটের কারণে হার্দিক পান্ডিয়াকে আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত আইপিএল (IPL) মরশুমেও এই একই দোষ তিনবার আওড়ানোর কারণে তাঁকে এক ম্য়াচের জন্য নির্বাসিত করা হয়েছিল। সেকারণে এই বছর তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি। আবারও তিনি সেই একই ভুল করলেন। প্রসঙ্গত, এই ম্য়াচে গুজরাট টাইটান্স ৩৬ রানে জয়লাভ করেছে।
ফের জরিমানার কবলে হার্দিক পান্ডিয়া!
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে হার্দিক পান্ডিয়াকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্রিকবাজের একটি রিপোর্ট থেকে জানতে পারা গিয়েছে, নতুন মরশুমে প্রথমবার এই ভুল করার কারণে শুধুমাত্র আর্থিক জরিমানা করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ২০২৪ আইপিএল মরশুমে হার্দিক দু'বার এই একই ভুল করেছিলেন। আর লিগ পর্যায়ের শেষ ম্য়াচে তৃতীয়বার একই ভুল করেন। এরপর যেহেতু মুম্বই ইন্ডিয়ান্সের কোনও ম্য়াচ খেলার আর সুযোগ ছিল না, সেকারণে এই মরশুমের প্রথম ম্য়াচে তাঁকে নির্বাসিত করা হয়।
Vignesh Puthur Mumbai Indians: বাবা অটোচালক, সংসারে সঙ্গী দারিদ্রতা! মুম্বই হারলেও দিল জিতলেন ভিগনেশ
তবে আইপিএলের নয়া মরশুমে স্লো ওভার রেটের নিয়ম একেবারে বদলে গিয়েছে।
স্লো ওভার রেটের জন্য কোনও ক্রিকেটারকে আর নির্বাসিত করা হবে না
- কোনও দলের অধিনায়ক স্লো ওভার রেটের কারণে আর নির্বাসিত হবেন না।
- বদলে তারা ডিমেরিট পয়েন্ট পাবেন এবং ম্য়াচ ফি'র ২৫ থেকে ৭৫ শতাংশ কেটে নেওয়া হবে।
- প্রথমবার ভুলের জন্য একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে। আর দ্বিতীয়বার ভুলের জন্য ৪ ডিমেরিট পয়েন্ট ওই অধিনায়কের ঝুলিতে জমা পড়বে।
কী হল গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে?
১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা দুঃস্বপ্নের চেয়ে কোনও অংশে কম ছিল না। রোহিত এবং রিকলটনকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মহম্মদ সিরাজ। কেউই ২ অঙ্কের রান করতে পারেননি।
এরপর ভয়ঙ্কর হয়ে ওঠেন প্রসিদ্ধ কৃষ্ণা। তিনি তিলক বর্মা (৩৯) এবং সূর্যকুমার যাদবের (৪৮) উইকেট শিকার করেন। ফের ব্যাট হাতে মুখ থুবড়ে পড়লেন রবিন মিনজ। মাত্র ৩ রান করে তিনি সাই কিশোরের বলে আউট হয়ে যান।
তবে মুম্বইয়ের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন কাগিসো রাবাডা। এই ম্য়াচে ব্যাট হাতে শুরু থেকেই স্ট্রাগল করছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর উইকেট শেষপর্যন্ত রাবাডার ঝুলিতে জমা পড়ে। হার্দিক এই ম্য়াচে ১৭ বলে ১১ রান করেছিলেন। ম্যাচটা হাতের বাইরে চলে গেলেও শেষবেলায় নমন ধীর এবং মিচেল স্যান্টনারের মধ্যে ১৮ রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে।