২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এখনও পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি। প্রথম ম্য়াচে তারা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্য়াচে অবশ্য মুম্বইয়ের কাছে জয়ের সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু, গুজরাট টাইটান্সের কাছে শেষপর্যন্ত তারা ৩৬ রানে হেরে যায়। এই হারের পর মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্সকে আপাতত জয়ের জন্য তৃতীয় ম্য়াচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই ম্য়াচে তাদের খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে। চলতি আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স এই প্রথমবার নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে। আগামী ৩১ মার্চ এই ম্যাচের আয়োজন করা হবে।
KKR vs LSG Rescheduled: রামনবমীর জন্য বদলে গেল তারিখ, কবে হচ্ছে কেকেআর-লখনউ ম্য়াচ?
MI vs KKR: হেড টু হেড রেকর্ড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) মধ্যে সবসময় হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। এখনও পর্যন্ত এই দুটো দলের রেকর্ড যদি তুলনা করা যায়, তাহলে দেখা যাবে যে মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে রয়েছে।
IPL KKR: এক সপ্তাহ পরে ইডেনে কেকেআরের ম্যাচ, অধিনায়কের আবেদন মেনে বদলাচ্ছে পিচ? কী বললেন কিউরেটর?
এখনও পর্যন্ত মুম্বই এবং কলকাতার মধ্যে মোট ৩৪ ম্য়াচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে মুম্বই ২৩ ম্য়াচে জয়লাভ করেছে। আর কলকাতা জিতেছে মাত্র ১১ ম্য়াচে। ফলে একটা বিষয় বেশ স্পষ্ট যে কলকাতার তুলনায় মুম্বইয়ের রেকর্ড অনেকটাই ভাল। যদিও শেষ ৫ ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স অবশ্য যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। এরমধ্যে মুম্বই মাত্র একটা ম্য়াচেই জয়লাভ করেছে। আর বাকি ৪ ম্য়াচে জিতেছে কলকাতা।
KKR vs RR Highlights, IPL 2025: অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া ডি ককের, ৮ উইকেটে জয় কলকাতার
ব্যাটাররা পাবেন অ্যাডভান্টেজ
ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এই স্টেডিয়ামের ছোট বাউন্ডারি এবং দ্রুত আউটফিল্ড বড় রান তুলতে সাহায্য করে। যদিও এই ম্য়াচ শুরুর দিকে পেস বোলাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারেন। এই পরিস্থিতিতে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ১২ নম্বর ম্য়াচটা বেশ রোমাঞ্চকর হবে বলেই আশা করা হচ্ছে। এই ম্য়াচে মুম্বই যেমন জয়ের খাতা খুলতে চাইবে, ঠিক তেমনই কলকাতা নাইট রাইডার্স চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে।
Moeen Ali KKR: কেন ওপেন করলেন মঈন, রাহানে নয়? দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন
দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:
মুম্বই ইন্ডিয়ান্স - হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, রবিন মিনজ, রায়ান রিকলটন, শ্রীজিত কৃষ্ণন, বেভন জেকবস, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্য়াকস, মিচেল স্যান্টনার, রাজ অঙ্গদ বাওয়া, ভিগনেশ পুথুর, কার্বিন ওয়াশ, ট্রেন্ট বোল্ট, কর্ণ শর্মা, দীপক চাহার, অশ্বিনী কুমার, রিস টপলি, বিএস পেনমেৎসা, অর্জুন তেন্ডুলকর, মুজিব উর রহমান এবং জসপ্রীত বুমরাহ।
কলকাতা নাইট রাইডার্স - রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং, অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), অঙ্গকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, মঈন আলি, রোভম্য়ান পাওয়েল, ভেঙ্কটেশ আইয়ার, লভনিথ শিশোদিয়া, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, অনরিক নোর্খিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া এবং বৈভব অরোরা।