সম্প্রতি রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টিম ইন্ডিয়া ২ বার আইসিসি খেতাব জয় করেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়া (Indian Cricket Team) থেকে হয়ত তিনি অবসর গ্রহণ করতে পারেন। সূত্রের খবর, আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজে (IND vs ENG) খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। রোহিত নিজেই এই সিরিজ থেকে নাম প্রত্য়াহার করেছেন।
ইন্ডিয়া টুডে'তে প্রকাশিত একটি খবর অনুসারে, রোহিত নিজেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের পরই ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানে তারা পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফিতে খারাপ পারফরম্য়ান্সের কারণেই নাকি রোহিত এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
Rohit-Kohli: আইই ১০০-তে ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায় ৪৮ নম্বরে রোহিত শর্মা, ঢুকলেন কোহলি এবং বুমরাহও
রোহিতের না খেলার ব্যাপারে এখনও পাওয়া যায়নি কোনও আনুষ্ঠানিক বিবৃতি
রিপোর্টে এমন খবরের দাবি করা হলেও এখনও পর্যন্ত রোহিত ইংল্যান্ড সফরে যাবেন কি না, সেই ব্যাপারে অবশ্য কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইতিপূর্বে, রোহিতের খেলা নিয়ে একাধিক জল্পনা করা হয়েছিল। অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো জল্পনা স্তরে থেকে গিয়েছে।
Rohit Sharma Duck: শূন্য রানে মুখ পোড়ালেন রোহিত, আইপিএলে গড়লেন লজ্জার রেকর্ড
সম্প্রতি তো একথাও দাবি করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন। কিন্তু, তেমনটা একেবারে হয়নি। যদিও বলা হচ্ছে, টেস্ট সিরিজে সাম্প্রতিক খারাপ পারফরম্য়ান্সের কারণেই রোহিত ইংল্যান্ডে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
রোহিত না গেলেও বিরাট কোহলি কি যাবেন ইংল্যান্ড সফরে?
গত সিডনি টেস্টের প্রথম একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট দলকে সেইসময় নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। অন্যদিকে, বিরাট কোহলি (Virat Kohli) যে আগামী ইংল্যান্ড সফরে যাবেন, তা কার্যত নিশ্চিত হয়েই গিয়েছে।
Rohit Sharma: ধোনিদের বিরুদ্ধে 'বড় ধামাকা', মহা রেকর্ডের অপেক্ষায় রোহিত শর্মা
শুধুমাত্র রোহিত শর্মাই নন, টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটিং পারফরম্যান্স নিয়েও ইতিপূর্বে একাধিক প্রশ্ন উঠেছিল। গত ১৯ ইনিংসে বিরাট কোহলি মাত্র ৩৮২ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ২২.৪৭। এরমধ্যে একটি শতরান এবং একটি হাফসেঞ্চুরি রয়েছে। অন্যদিকে, রোহিত শর্মা ১৫ ইনিংসে ১৬৪ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ১০.৯৩। মাত্র একটাই অর্ধশতরান তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে।
Rohit Sharma on Team India's Champions Trophy win: টানা ৫ টস হেরেও চ্যাম্পিয়ন ভারত! চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই মুখ খুললেন রোহিত
নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাগাতার টেস্ট সিরিজ হারের পর ভারতের এই দুই তারকা ব্যাটারের পারফরম্য়ান্স নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। ইংল্যান্ডের উইকেটের ব্যাপারে বিরাটের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট টেস্ট ক্রিকেটে কিং কোহলিকে আরও একটা সুযোগ দিতে চায়। প্রসঙ্গত, আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারতের ইংল্যান্ড সফর। প্রথম টেস্ট ম্য়াচটি লিডসের হেডিংলে ময়দানে আয়োজন করা হবে।