Hockey Asia Cup 2025 Prize Money: হকি এশিয়া কাপ জিততেই 'মালামাল' টিম ইন্ডিয়া, কত টাকা পেলেন হরমনপ্রীতরা?

India vs Korea Asia Cup final 2025: টানা ৮ বছর পর শাপমোচন। ২০২৫ হকি এশিয়া কাপের খেতাব জিতল টিম ইন্ডিয়া। গত রবিবার (৭ সেপ্টেম্বর) ফাইনাল ম্য়াচে তারা কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল।

India vs Korea Asia Cup final 2025: টানা ৮ বছর পর শাপমোচন। ২০২৫ হকি এশিয়া কাপের খেতাব জিতল টিম ইন্ডিয়া। গত রবিবার (৭ সেপ্টেম্বর) ফাইনাল ম্য়াচে তারা কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
India Hockey Team (1)

Indian Hockey Team: টানা ৮ বছর পর শাপমোচন। ২০২৫ হকি এশিয়া কাপের (Hockey Asia Cup 2025) খেতাব জিতল টিম ইন্ডিয়া। গত রবিবার (৭ সেপ্টেম্বর) ফাইনাল ম্য়াচে তারা কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। খেলার শুরু থেকেই কোরিয়ার টুঁটি চেপে ধরে ভারত। শেষপর্যন্ত হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি ৪-১ গোলে জয়লাভ করেছে। আর এই অভাবনীয় সাফল্যের পরই হকি ইন্ডিয়ার পক্ষ থেকে বড়সড় আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। আসুন, এই ব্যাপারে আলোচনা করা যাক।

Advertisment

India vs Korea Hockey Highlights: দুরমুশ হল কোরিয়া, ২০২৬ হকি বিশ্বকাপের টিকিট কনফার্ম ভারতের

প্রসঙ্গত, ভারতীয় হকি দল এই নিয়ে চতুর্থবার এশিয়া কাপের খেতাব জয় করেছে। আর এই ট্রফি জয়ের পরই গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। ইতিমধ্যে হকি ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল টুইটারে তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ভারতীয় হকি দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি, সাপোর্ট স্টাফদের জন্যও দেড় লাখ টাকা করে ঘোষণা করা হয়েছে।

Advertisment

India vs China Hockey Highlights: দুরমুশ হয়ে গেল চিনের শক্তি, মুখে চুনকালি মাখিয়ে ফেরত পাঠাল ভারত

দেখে নিন, হকি ইন্ডিয়ার সেই টুইট:

এবার খেলার কথায় আসা যাক। স্কোরলাইন দেখে আপনারা খুব সহজেই আঁচ করতে পারছেন যে টিম ইন্ডিয়া একেবারে হেসেখেলে এই ফাইনাল ম্য়াচে জয়লাভ করেছে। শেষের দিকে কোরিয়া কিছুটা হলেও এই লড়াইয়ে ফেরত আসার চেষ্টা করেছিল। কিন্তু, ভারতের ট্যাকটিক্যাল কন্ট্রোলের বিরুদ্ধে শেষপর্যন্ত তারা জয়লাভ করতে পারেনি।

India vs Kazakhstan Highlights: গোলের বন্যা ভারতের, জিতে নিল একতরফা ম্য়াচ

২০২৫ হকি এশিয়া কাপের প্রথম কয়েকটা ম্য়াচে টিম ইন্ডিয়ার ছন্দ সেভাবে দেখতে পাওয়া যায়নি। কিন্তু, সুপার ফোর পর্ব থেকে ভারত একেবারে ঘুরে দাঁড়ায়। বিশেষ করে শেষ দুটো ম্য়াচে তো ভারতের হকি খেলোয়াড়রা যথেষ্টই নজর কাড়লেন। দুই প্রান্ত সঠিকভাবে ব্যবহার করার পাশাপাশি মাঝমাঠেও তারা যথেষ্ট স্পেস তৈরি করতে পেরেছে।

India vs Japan Hockey Highlights: ভারতীয় বোমায় ধ্বংস জাপান, এশিয়া কাপে জয় অব্যাহত টিম ইন্ডিয়ার

ফাইনালের ঠিক আগের রাতে চিনের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। সঙ্গে সমানুপাতিক হারে বাড়তে শুরু করেছিল সমর্থকদের প্রত্যাশাও। এই পরিস্থিতিতে ভারতীয় হকি দলের কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর দল যেন ফাইনালের কথা মাথায় না রেখে শেষ ম্য়াচটা খেলতে নামে। বরং নিজেদের স্বাভাবিক পারফরম্য়ান্সের উপরেই যেন জোর দেয়। আর এই গুরুমন্ত্রেই আসে সাফল্য। এবার ভারতীয় হকি দলের সামনে বিশ্বকাপের হাতছানি। সেখানেও এই সাফল্য টিম ইন্ডিয়া অব্যাহত রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Hockey Asia Cup 2025 Indian Hockey Team