India vs Korea Hockey Highlights: দুরমুশ হল কোরিয়া, ২০২৬ হকি বিশ্বকাপের টিকিট কনফার্ম ভারতের

India vs Korea Hockey: ২০২৫ হকি এশিয়া কাপের ফাইনালে ভারত এবং কোরিয়া একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৪-১ গোলে জয়লাভ করেছে। সেইসঙ্গে আগামী বিশ্বকাপের টিকিটও কনফার্ম করেছে ভারতীয় হকি দল।

India vs Korea Hockey: ২০২৫ হকি এশিয়া কাপের ফাইনালে ভারত এবং কোরিয়া একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৪-১ গোলে জয়লাভ করেছে। সেইসঙ্গে আগামী বিশ্বকাপের টিকিটও কনফার্ম করেছে ভারতীয় হকি দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs KOR (2)

Hockey Asia Cup 2025: ২০২৫ হকি এশিয়া কাপের খেতাব জয় করল টিম ইন্ডিয়া (Indian Hockey Team)। ফাইনাল ম্য়াচে তারা কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে টিম ইন্ডিয়া ৪-১ গোলে জয়লাভ করেছে। এই ম্য়াচে ভারতের হয়ে জোড়া গোল করলেন দিলপ্রীত সিং। বাকি একটি করে গোল করেন সুখজিৎ সিং এবং অমিত রোহিদাস। এই জয়ের পাশাপাশি ভারতীয় হকি দল আগামী বছর আয়োজিত বিশ্বকাপ টুর্নামেন্টে সরাসরি যোগ্যতা অর্জন করল। গোটা দেশজুড়ে আপাতত প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।

Advertisment

India vs Korea Hockey Final: তৈরি এশিয়া কাপ ফাইনালের মঞ্চ, বিশ্বকাপ এবং ভারতের মধ্যে 'প্রাচীর' কোরিয়া

প্রথম গোল

এবার ম্য়াচের কথায় আসা যাক। খেলা শুরু হওয়ার সময় থেকেই বিপক্ষ কোরিয়ার উপর চাপ বাড়াতে শুরু করে টিম ইন্ডিয়া। আর সেকারণেই ম্য়াচের একেবারে প্রথম মিনিটে গোল করেন সুখজিৎ সিং। ফাইনাল ম্য়াচে এর থেকে ভালো শুরুয়াত টিম ইন্ডিয়ার পক্ষে আর কিছু হতে পারত না। মাত্র ৩১ সেকেন্ডের মধ্যে লিড নেয় তারা। কোরিয়াকে তাদেরই বৃত্তে আক্রমণ শানায় ভারত। বৃত্তের মধ্যে বলটা পেয়েছিলেন সুখজিৎ সিং। তিনি রিভার্স শট খেলেন। স্টিক এবং বলের মধ্যে দুর্দান্ত কানেকশন হয়। আর সেইসঙ্গে জয় হুঙ্কার শোনা যায় ভারতীয় খেলোয়াড়দের গলায়।

Advertisment

India vs Korea Hockey Highlights: কোরিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই টিম ইন্ডিয়ার, কী হল খেলার ফলাফল?

দ্বিতীয় গোল

দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষবেলায় ২৭ মিনিটে টিম ইন্ডিয়াকে ২-০ ব্যবধানে লিড এনে দেন দিলপ্রীত সিং। অভিজ্ঞতার দাঁড়িপাল্লায় সঞ্জয় একটা দুরপাল্লার বলকে নিচে নামালেন। এরপর বলটাকে তিনি মাঝখানে ঠেলে দেন। লক্ষ্য ছিল দিলপ্রীত। কিছুটা চাপের মধ্যে দিলপ্রীত থাকলেও, তিনি সজোরে বলটাকে আঘাত করেন। সঙ্গে সঙ্গে সেটা কামানের গোলার মতো কোরিয়ার জালে জড়িয়ে যায়।

India vs China Hockey Highlights: দুরমুশ হয়ে গেল চিনের শক্তি, মুখে চুনকালি মাখিয়ে ফেরত পাঠাল ভারত

তৃতীয় গোল

ম্যাচের ৪৫ মিনিটে ফের কোরিয়ার দুর্গে হানা দিলেন দিলপ্রীত সিং। এবার হরমনপ্রীত বলটাকে বৃত্তের মধ্যে পাঠিয়েছিলেন। রাজিন্দর স্টিকের হালকা ছোঁয়ায় বলটাকে দিলপ্রীতের দিকে পাঠিয়ে দেন। আর দিলপ্রীত প্রথম টাচে বলটা রিসিভ করেই কোরিয়ার গোলের দিকে বলের অভিমুখ ঘুরিয়ে দেন। এরপর আর কী! ৩-০ গোলে এগিয়ে যায় ভারত।

India vs China: এশিয়া কাপে যুদ্ধের মেজাজ, চিনকে হারিয়ে উল্লাস ভারতের

চতুর্থ গোল

চতুর্থ কোয়ার্টার শুরু হতে না হতেই ফের ব্যবধান বাড়াল টিম ইন্ডিয়া। ৫০ মিনিটে ম্য়াচের প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল পেল টিম ইন্ডিয়া। আর গোলটি করলেন অমিত রোহিদাস। একেবারে বটম লেফট কর্নার দিয়ে তিনি বলটাকে কোরিয়ার জালে জড়িয়ে দেন।

সম্বিত ফিরল কোরিয়ার

ম্য়াচের একেবারে শেষবেলায় সম্বিত ফিরল কোরিয়ার। এক গোলের ব্যবধান অন্তত তারা কমাতে পারল। ৫১ মিনিটে কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করলেন সন ডায়েন। পেনাল্টি কর্নার থেকে তারাও গোল হাসিল করল। ভারতীয় ডিফেন্সে কিছুটা ভুল বোঝাবুঝির কারণেই এই গোলটা আসে। বলটা সঠিক সময়ে তারা ক্লিয়ার করতে পারেনি। যাইহোক, তাতে অবশ্য অসুবিধে কিছু হয়নি। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৪-১ গোলে এই ম্য়াচে জয়লাভ করে।

Hockey Asia Cup 2025 Indian Hockey Team