Hokaito Zhimomi: নাগাল্যান্ডের 'চ্যাম্পিয়ন', ছিলেন কলকাতা নাইট রাইডার্সেও! আজ কোথায় সেই তারকা ক্রিকেটার?

Hokaito Zhimomi: সালটা ২০০৮। ভারতীয় ক্রিকেটে এল নবজাগরণের ঢেউ। শুরু হল আইপিএল নামে একটি নতুন টুর্নামেন্ট। ২০ ওভারের ক্রিকেট যে কতটা জনপ্রিয় হতে পারে, সেই ব্যাপারে কারোর তেমন কোনও ধারণাই ছিল না।

Hokaito Zhimomi: সালটা ২০০৮। ভারতীয় ক্রিকেটে এল নবজাগরণের ঢেউ। শুরু হল আইপিএল নামে একটি নতুন টুর্নামেন্ট। ২০ ওভারের ক্রিকেট যে কতটা জনপ্রিয় হতে পারে, সেই ব্যাপারে কারোর তেমন কোনও ধারণাই ছিল না।

author-image
Koushik Biswas
New Update
Hokaito Zhimomi

কলকাতা নাইট রাইডার্সের নেট বোলার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন হোকাইতো ঝিমোমি

Hokaito Zhimomi: হোকাইতো ঝিমোমি। এই নামটা আপনাদের অনেকের কাছেই অপরিচিত হতে পারে। বিশেষ করে আজ যাঁরা আইপিএল দেখছেন, তাঁদের কাছে তো বটেই। কারণ একটাই। হোকাইতো কোনওদিন কোনও আইপিএল (IPL) ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে অস্ট্রেলিয়ার দু'বারের বিশ্বকাপজয়ী কোচ জন বুকাননের কাছে তিনি ছিলেন একজন 'চ্যাম্পিয়ন'। এমনকী নিজের বই 'ফিউচার অফ ক্রিকেট'-য়ে বুকানন এই হোকাইতোকে নিয়ে একটি সম্পূর্ণ অধ্যায় লিখেছেন। নাম রেখেছেন 'দ্য বয় ফ্রম নাগাল্যান্ড'।

Advertisment

নাগাল্যান্ড। ভারতের এমন একটি রাজ্য, যেখানে ক্রিকেট একেবারেই জনপ্রিয় নয়। সেই নাগাল্যান্ড থেকেই উঠে এসেছিলেন এই হোকাইতো। ক্রিকেট খেলতে শিখেছিলেন ফুটবল মাঠে! খুব স্বাভাবিকভাবেই কখনও কোনও কোচ, অ্যাকাডেমি কিংবা পেশাদার অনুশীলনের সুযোগ পাননি। কিন্তু, মনের মধ্যে ছিল ক্রিকেট খেলার এক অপরিসীম খিদে।

Abhishek Nayar KKR Return: টিম ইন্ডিয়ার ছাঁটাইয়ের পর 'নতুন চাকরি', এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন অভিষেক

আর সেই খিদে মেটাতেই তিনি বিভিন্ন টুর্নামেন্টে অংশ করতে শুরু করেন। শানিত করতে শুরু করেন নিজের স্কিল। বাঁ-হাতি মিডিয়াম পেসে আত্মবিশ্বাস পেয়ে প্রথমে যান গুয়াহাটিতে, সেখান থেকে কলকাতা। এরপর বয়সভিত্তিক দলে মনোজ তিওয়ারি ও ঋদ্ধিমান সাহার সঙ্গে খেলতে শুরু করেন।

Advertisment

Ajinkya Rahane on KKR Loss: রেগে আগুন রাহানে, কার ঘাড়ে চাপালেন গুজরাটের বিরুদ্ধে হারের বোঝা?

কলকাতা নাইট রাইডার্সের নেট বোলার

সালটা ২০০৮। ভারতীয় ক্রিকেটে এল নবজাগরণের ঢেউ। শুরু হল আইপিএল নামে একটি নতুন টুর্নামেন্ট। ২০ ওভারের ক্রিকেট যে কতটা জনপ্রিয় হতে পারে, সেই ব্যাপারে কারোর তেমন কোনও ধারণাই ছিল না। কিন্তু, দেখতে না দেখতেই রকেট গতিতে বাড়তে শুরু করল এই টুর্নামেন্টের জনপ্রিয়তা। টুর্নামেন্টের প্রথম মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নেট বোলার হিসেবে যোগ দিয়েছিলেন। আর এই এক সুযোগেই করেছিলেন বাজিমাত। জায়গা করে নিয়েছিলেন বুকাননের হৃদয়ে। বুকানন তাঁর বইতে লিখেছেন, 'একদিন হোকাইতো আমার কাছে এসে অনুরোধ করেছিল যে নেট বোলার হিসেবে থাকতে চায়। গোটা টুর্নামেন্টে ও দলের সঙ্গে ছিল। প্রত্যেক দিন নেটে নিজেকে নিংড়ে অনুশীলন করত।' শোনা যায়, হোকাইতো নেট বোলার হলেও টিম বাসেই যাতায়াত করতেন। এমনকী, দলের মালিক শাহরুখ খান পর্যন্ত তাঁকে চিনতেন। 

IPL 2025: পিচকে নিশানা করে বিপাকে হর্ষ-সাইমন! KKR vs GT ম্যাচ থেকেই ইডেনে নিষিদ্ধ দুই জনপ্রিয় কমেন্টেটর

অসমের হয়ে খেলেন রঞ্জি ট্রফি

যাইহোক, ২০০৮ এবং ২০০৯ সালে কলকাতার নেট বোলার হিসেবে নিজের পারফরম্যান্স শানিত করেছিলেন হোকাইতো। এরপর ২০১২ সালে অসমের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেন তিনি। যদিও ২০১৮-১৯ রঞ্জি মরশুমে তিনি নাগাল্যান্ড দলের হয়েই খেলেন। ২০২২ সালে দলীপ ট্রফিতে উত্তর-পূর্বাঞ্চল দলের হয়ে অধিনায়কত্বও করেন তিনি। এই প্রথমবার দলীপ ট্রফিতে উত্তর-পূর্বাঞ্চল অংশগ্রহণ করেছিল। 

Ajinkya Rahane on Nayar: নায়ারের 'ঘরওয়াপসি'তে খুশি থামছে না রাহানের, কী বললেন KKR ক্যাপ্টেন?

আজ হয়ত কেরিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন হোকাইতো ঝিমোমি। কিন্তু, তিনি প্রমাণ করে দিয়েছেন যে যদি সঠিক এবং কঠোর অনুশীলন করা যায়, তাহলে কোনও স্বপ্নই অধরা থাকে না। ভারতের প্রান্তিক অঞ্চল থেকেও কেউ দেশের ক্রিকেট মানচিত্রে জায়গা করে নিতে পারে। বুকানন প্রতিভা চিনতে কোনও ভুল করেননি। হোকাইতো সত্যিই একজন চ্যাম্পিয়ন।

Hokaito Zhimomi IPL Kolkata Knight Riders