/indian-express-bangla/media/media_files/2025/10/27/indian-cricket-team-28-2025-10-27-11-49-02.jpg)
অজ়ি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল
India vs Australia: ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত অস্ট্রেলিয়া সফর করছে। ওয়ানডে সিরিজের পর আপাতত এই দুই দলের মধ্যে আন্তর্জাতিক টি-২০ সিরিজ আয়োজন করা হবে। পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে প্রথম ম্য়াচটা আজ অর্থাৎ ২৯ অক্টোবর ক্যানবেরায় আয়োজন করা হচ্ছে। সেকারণে টিম ইন্ডিয়ার প্রস্তুতি আপাতত অন্তিম পর্যায়ে চলছে। ইতিমধ্যে প্রথম টি-২০ ম্য়াচে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কোন প্রথম একাদশ নিয়ে মাঠে নামবেন, তা এখনও স্পষ্ট নয়। আসুন, বুঝে নেওয়া যাক যে প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন (Team India Playing XI) কেমন হতে পারে। কে পাবেন সুযোগ? কারই বা নাম বাদ পড়বে?
India vs Australia 1st ODI: বাতিল হতে পারে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে? সামনে এল মারাত্মক কারণ
টি-২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ সিরিজ
সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২৫ এশিয়া কাপ জয় করেছিল। এবার তাঁরই অধিনায়কত্বে আরও একবার টিম ইন্ডিয়া আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলতে নামছে। আগামী টি-২০ বিশ্বকাপ আর খুব বেশিদিন বাকি নেই। সেকারণে সঠিক সময়ে ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণ করা উচিত। অস্ট্রেলিয়া ক্রিকেট দলও যথেষ্টই শক্তিশালী। তারাও বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে লড়াই যে একেবারে ধামাকাদার হবে, তা আশা করা যেতেই পারে। অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়া যখনই ক্রিকেট খেলতে যায়, তখনই তাদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আশঙ্কা করা হচ্ছে, এবারও হয়ত তেমনই দৃশ্য দেখতে পাওয়া যেতে পারে।
অভিষেক শর্মা এবং শুভমান গিল ওপেন করবেন ইনিংস
ইতিমধ্যে যদি প্রথম ম্য়াচের প্লেয়িং ইলেভেন নিয়ে আলোচনা করা যায়, তাহলে সূর্যকুমার যাদবের পক্ষে কাজটা একেবারেই সহজ হবে না। ওপেনিং জুটির কথা যদি ওঠে, তাহলে এই জায়গাটা মোটামুটি ঠিক হয়ে রয়েছে, বলা যেতে পারে। অভিষেক শর্মার সঙ্গে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমান গিল ইনিংস শুরু করবেন। এরপর খুব বেশি চিন্তাভাবনার দরকার নেই। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব আসবেন। ম্যাচের পরিস্থিতি অনুসারে, এই দুই ব্যাটারের ক্রমতালিকা অদল-বদল হতে পারে।
India vs Australia 1st ODI News: কপালে শনির ফাঁড়া, চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! জেনে নিন এখনই
শিবম দুবের নির্বাচন কার্যত নিশ্চিত, সঞ্জু এবং জীতেশের মধ্যে একজনই পাবেন সুযোগ
হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার কারণে এই সিরিজটা খেলতে পারবেন না। সেক্ষেত্রে পরিস্থিতি কিছুটা হলেও জটিল হবে। দলে নেওয়া হয়েছে শিবম দুবেকে। তিনি অবশ্য হার্দিক পান্ডিয়ার অভাব অনেকটাই পূরণ করতে পারবেন। হার্দিকের অনুপস্থিতিতে শিবমের নির্বাচন কার্যত নিশ্চিত বলে ধরে নেওয়া যায়। পাশাপাশি বল হাতেও তিনি ২-৩ ওভার করতে পারবেন। প্রশ্নটা হল উইকেটকিপার নিয়ে। এই একটা আসনের জন্য রয়েছেন জীতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন। এমনিতে, সঞ্জুর পাল্লা কিছুটা হলেও ভারী রয়েছে। কিন্তু, সূর্য কী চিন্তাভাবনা করছেন, সেটাই আপাতত দেখার। এটুকু বলা যেতেই পারে যে সঞ্জু এবং জীতেশের মধ্যে যে কোনও একজনই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাবেন। আপাতত ধরে নেওয়া যাক, সঞ্জুকেই কিপার হিসেবে দেখা যেতে পারে।
India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা, চোটে কাহিল ভারতের তারকা ক্রিকেটার
কুলদীপকে নিয়ে কাটছে না ধোঁয়াশা
সঞ্জু স্যামসন ছাড়া আরও একজন ক্রিকেটার রয়েছেন, যাঁকে নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তিনি হলেন স্পিনার কুলদীপ যাদব। এমনিতে তো প্লেয়িং ইলেভেনে কুলদীপের সুযোগ পাওয়া উচিত। তাঁর পারফরম্য়ান্সের উইকেট শিকারের যথেষ্ট ধারাবাহিকতাও রয়েছে। কিন্তু, ব্যাটিংয়ে যেহেতু সেভাবে নজর কাড়তে পারেন না, সেকারণে পিছিয়ে পড়েন। অধিনায়কের কাছে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের বিকল্প রয়েছে। এই দুই ক্রিকেটার স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ কিছু রানও করেন। প্লেয়িং ইলেভেনে ২ স্পিনার হিসেবে কারা থাকবে, সেটা নিয়ে অধিনায়কের অবশ্যই চাপ বাড়বে।
জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিংয়ের হাতে থাকবে পেস বোলিংয়ের ব্যাটন
যদি পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করা হয়, তাহলে জসপ্রীত বুমরাহের খেলা কার্যত নিশ্চিত। এছাড়া আর্শদীপ সিংকেও দেখা যেতে পারে। বরুণ চক্রবর্তী হিসেবে আরও একটি বিকল্প টিম ইন্ডিয়ার কাছে রয়েছে। এই পরিস্থিতিতে প্রথম টি-২০ ম্য়াচে রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানা সুযোগ পাবেন কি না, তা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে। কিন্তু, পিচ এবং কন্ডিশনের কথা মাথায় রেখে কেমন প্রথম একাদশ নির্বাচন করা হয়, সেটাই আপাতত দেখার।
প্রথম টি-২০ ম্য়াচের জন্য ভারতের সম্ভাব্য় প্লেয়িং ইলেভেন:
অভিষেক শর্মা, শুভমান গিল. সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (কিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us