/indian-express-bangla/media/media_files/2025/10/27/indian-cricket-team-28-2025-10-27-11-49-02.jpg)
অজ়ি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল
India vs Australia: ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ আপাতত অব্যাহত। ইতিমধ্যে শেষ হয়েছে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ। এবার দুটো দলের মধ্যে টি-২০ সিরিজ শুরু হবে। এই সিরিজে মোট ৫ ম্য়াচের আয়োজন করা হবে। ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) পরাস্ত হলেও, টি-২০ সিরিজে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এই পরিস্থিতিতে কখন থেকে শুরু হবে ম্য়াচ, সেই বিষয়ে আগেভাগে জেনে রাখা ভাল। নাহলে মিস হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ লড়াই।
India vs Australia 1st ODI: বাতিল হতে পারে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে? সামনে এল মারাত্মক কারণ
২৯ অক্টোবর থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ
ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে। যেহেতু এই সিরিজটা পাঁচ ম্য়াচের, সেকারণে অক্টোবর মাস থেকে শুরু হয়ে তা একেবারে নভেম্বর মাস পর্যন্ত চলবে। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলেও দেখা যাবে একাধিক পরিবর্তন। ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন শুভমান গিল। তবে এবার টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার ব্যাটন থাকবে সূর্যকুমার যাদবের হাতে। সঙ্গে একাধিক তরুণ ক্রিকেটারকে এই সিরিজে দেখতে পাওয়া যাবে। আপনাদের আগেই জানিয়ে দিয়েছিল যে আগামী ২৯ অক্টোবর থেকে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরু হচ্ছে। এরপর কবে-কোথায়-কখন ম্য়াচ আয়োজন করা হবে, সেটা এখনই নোট করে রাখুন।
দেখে নিন, ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি
আসন্ন টি-২০ সিরিজের প্রথম ম্য়াচটি ক্যানবেরায় আয়োজন করা হবে। এরপর দ্বিতীয় ম্য়াচটি আগামী ৩১ অক্টোবর মেলবোর্নে খেলা হবে। ২ নভেম্বর আয়োজন করা হবে সিরিজের তৃতীয় ম্য়াচ। এটা হোবার্টে খেলা হবে। আগামী ৬ নভেম্বর গোল্ড কোস্টে চতুর্থ ম্য়াচ আয়োজন করা হবে। এরপর শনিবার অর্থাৎ ৮ নভেম্বর ব্রিসবেনে সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্য়াচ খেলা হবে। অবশেষে এই সিরিজের পরিসমাপ্তি ঘোষণা করা হবে।
India vs Australia 1st ODI News: কপালে শনির ফাঁড়া, চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! জেনে নিন এখনই
সকাল ৯টা থেকে শুরু হচ্ছিল ওয়ানডে সিরিজ
এবার আলোচনা করা যাক, কখন থেকে শুরু হবে টি-২০ ম্য়াচ? প্রসঙ্গত, ওয়ানডে সিরিজের প্রত্যেকটা ম্য়াচ ভারতীয় সময় অনুসারে সকাল ৯টা থেকে শুরু হচ্ছিল। ম্যাচ শুরু হওয়ার আধঘণ্টা আগে অর্থাৎ সকাল সাড়ে ৮টায় টস আয়োজন করা হয়। বিকেল পাঁচটা নাগাদ এই ম্য়াচ শেষ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, এই ম্য়াচগুলো যেন অস্ট্রেলিয়ায় নয়, ভারতেই আয়োজন করা হচ্ছিল। তবে এবার যাবতীয় সময় বদলে যাচ্ছে।
India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা, চোটে কাহিল ভারতের তারকা ক্রিকেটার
কখন থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের ম্য়াচ?
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত আন্তর্জাতিক টি-২০ সিরিজের প্রত্যেকটা ম্য়াচ ভারতীয় সময় অনুসারে দুপুর একটা বেজে ৪৫ মিনিটে শুরু হবে। অর্থাৎ, দুপুর পৌনে ২টোয় প্রথম বল খেলা হবে। এর আধঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টা বেজে ১৫ মিনিটে টস হবে। এই সিরিজের ম্য়াচগুলোও বিকেল সাড়ে ৫টা নাগাদ শেষ হয়ে যাবে। টি-২০ সিরিজের ম্যাচ টাইম অবশ্য়ই নোট করে নিন। নাহলে মিস হয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us