IND vs AUS: দ্বিতীয় ওয়ানডে খেলবেন না রোহিত? অ্যাডিলেডে এই ১১ ক্রিকেটারকে সুযোগ দেবে টিম ইন্ডিয়া

IND vs AUS 2nd ODI: শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি অ্যাডিলেড ওভালে আয়োজন করা হবে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে গিয়েছিল।

IND vs AUS 2nd ODI: শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি অ্যাডিলেড ওভালে আয়োজন করা হবে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে গিয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma (6)

ভাারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা

Indian Cricket Team: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি অ্যাডিলেড ওভালে আয়োজন করা হবে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে গিয়েছিল। তবে এই সিরিজে সমতা ফেরানোর একটা সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের কাছে। গত ম্য়াচে টিম ইন্ডিয়ার টপ অর্ডার একেবারে নজর কাড়তে পারেনি। এটাই ম্যানেজমেন্টের সবথেকে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে, দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে নাকি রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রথম একাদশের বাইরে রাখা হতে পারে। আসুন জেনে নেওয়া যাক, অ্যাডিলেড ওয়ানডে ম্য়াচে কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ?

Advertisment

India vs Australia 1st ODI: বাতিল হতে পারে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে? সামনে এল মারাত্মক কারণ

প্রথম একাদশের বাইরে রাখা হবে রোহিত শর্মাকে?

দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগে রোহিত শর্মা ঘণ্টার পর ঘণ্টা নেটে অনুশীলন করেছেন। কিন্তু, একটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে যে অনুশীলনের মাঝপথেই রোহিত হোটেলে ফিরে গিয়েছেন। রোহিতের চোখ-মুখ দেখে অনেকেই আঁচ করেছেন, তিনি রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। সঙ্গে আরও জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগরকর নাকি যশস্বী জয়সওয়ালের সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা করেছেন। এই সিরিজে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ওপেনিং স্লটে রোহিত শর্মার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছেন যশস্বী। পাশাপাশি এটাও দেখতে হবে, অনুশীলন করার সময় রোহিত শর্মা আদৌ কোনও চোট পেয়েছেন কি না। সেকারণেও তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা হতে পারে। 

Advertisment

India vs Australia Playing XI Update: শতরানেও মিলবে না প্রথম একাদশে জায়গা! ব্রাত্য রইবেন তারকা ক্রিকেটার?

প্রথম ম্য়াচে রোহিত শর্মা (৮), বিরাট কোহলি (০) এবং শুভমান গিল (১০) কেউই ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। তবে বিরাটের উপর আঙুল তোলার ক্ষমতা নেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। আর শুভমান তো দলের অধিনায়ক! পাশাপাশি, এই স্কোয়াডে শ্রেয়স আইয়ারের জায়গাও পাকা বলে মনে করা হচ্ছে। এই সিরিজে তিনি সহ অধিনায়কের ভূমিকা পালন করছেন। পারথে একাধিক প্রতিকূলতার মধ্যেও কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল যথাক্রমে ৩৮ এবং ৩১ রানের ইনিংস খেলেছিলেন।

India vs Australia 1st ODI News: কপালে শনির ফাঁড়া, চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! জেনে নিন এখনই

এন্ট্রি নিতে পারেন কুলদীপ যাদব

গত ম্য়াচে ৩ অলরাউন্ডার খেলানো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। কুলদীপ যাদবকে স্কোয়াডে রাখা হলেও, প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া হয়নি। আশা করা হচ্ছে, দ্বিতীয় ম্য়াচে কুলদীপকে সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু, কার জায়গায় কুলদীপ ঢুকবেন, সেটাই হল প্রশ্ন। কুলদীপ দলে এলে নীতীশ কুমার রেড্ডি কিংবা হর্ষিত রানাকে প্রথম একাদশের বাইরে যেতে হবে। কারণ বাকি ক্রিকেটারদের টিকিট প্রায় কনফার্ম ধরা যেতেই পারে।

India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা, চোটে কাহিল ভারতের তারকা ক্রিকেটার

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, নীতিশ রেড্ডি / হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

Rohit Sharma India vs Australia Indian Cricket Team