IND vs AUS 4th T20I, Match Preview: চতুর্থ টি-২০ খেলতে নামছে ভারত, এই চিন্তাই ঘুম কেড়েছে সূর্যকুমারের!

IND vs AUS 4th T20I: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গোল্ড কোস্টে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে।

IND vs AUS 4th T20I: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গোল্ড কোস্টে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team (31)

চতুর্থ টি-২০ ম্য়াচ খেলার জন্য প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল

India vs Australia: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গোল্ড কোস্টে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। পাঁচ ম্য়াচের এই সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আজকের ম্য়াচে যে দলই জয়লাভ করুক না কেন, তারা যে অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল যে ম্য়াচটা জেতার আপ্রাণ চেষ্টা করবে, তা বলাই বাহুল্য। 

Advertisment

হেডের অভাব অনুভব করবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ টি-২০ ম্য়াচে খেলবেন না ট্রাভিস হেড। কারণ অ্যাসেজ সিরিজের প্রস্তুতির জন্য তাঁকে শেফিল্ড শিল্ড খেলতে হবে। অন্যদিকে, চোটের কারণে খেলতে পারবেন না জস হ্যাজেলউডও। ফলে এই ২ ক্রিকেটারের অনুপস্থিতিতে গাব্বায় আয়োজিত সিরিজের অন্তিম ম্য়াচের আগে টিম ইন্ডিয়ার সামনে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। 

যদিও শুভমান গিলের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম কিছুটা হলেও চাপে রাখবে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে। কারণ চলতি অস্ট্রেলিয়াা সফরে তাঁর ব্যাট থেকে একটাও হাফসেঞ্চুরি দেখতে পাওয়া যায়নি। একদিনের সিরিজ থেকে শুরু করে এখনও পর্যন্ত তিনি ১০, ৯, ৪, অপরাজিত ৩৭, ৫ এবং ১৫ রান করেছেন। এখনও পর্যন্ত একটাই ম্য়াচে তাঁকে ভাল ফর্মে দেখতে পাওয়া গিয়েছে। ম্য়াচটা ক্যানবেরায় আয়োজন করা হয়েছিল। আর অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। যদিও বৃষ্টির কারণে ম্য়াচটা শেষপর্যন্ত ভেস্তে গিয়েছিল। ফুল লেংথ বোলিংয়ের সামনে যথেষ্ট সমস্যার মুখে পড়ছেন শুভমান। বিশেষ করে যে সকল ডেলিভারিতে মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে।

Advertisment

IND vs AUS 4th T20I, Playing XI: বাদের খাতায় এই তারকা ক্রিকেটার! ধ্বংসের পথে রঙিন কেরিয়ার

ছন্দ ফিরে পাচ্ছেন না গিল

সবথেকে বড় চিন্তার বিষয় হল, তিনি নিজের চেনা পরিচিত ছন্দে একেবারেই নেই। তবে ভারতীয় ক্রিকেট দলের জন্য সুখবর হল, অভিষেক শর্মা ব্যাট হাতে আপাতত আগুন ফর্মে রয়েছেন। কেন তাঁকে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার বলা হয়, সেটা প্রতিটা ম্য়াচেই কার্যত বুঝিয়ে দিচ্ছেন। আশা করা যায়, গোল্ড কোস্টেও তিনি দুর্দান্ত ফর্মে থাকবেন। এক সপ্তাহের মধ্যেই শুভমানকে ফের লাল বলের ক্রিকেটে ফিরতে হবে। ফলে এই ম্য়াচে তিনি যদি রান করতে পারেন, তাহলে আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পাবেন।

IND vs AUS 4th T20I, Weather Update: টিম ইন্ডিয়ার 'মাথায় বাজ'! বৃষ্টিতে ভেস্তে যাবে চতুর্থ টি-২০?

অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম এবং তৃতীয় ম্য়াচে শুরুটা বেশ ভাল করেছিলেন। তাঁকে পুরনো মেজাজেই দেখা গিয়েছিল। এবার তিনি বড় রান করতে চাইবেন। কারণ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী সিরিজের আগে এক মাস বিশ্রাম পাবেন তিনি। ইতিমধ্যে আশা করা হচ্ছে, মুম্বইয়ের হয়ে তিনি পুদুচেরির বিরুদ্ধে রনজি ম্য়াচ খেলবেন।

Ind vs Aus Live Cricket Score, 3rd T20I: অবশেষে জয়ে ফিরল ভারত, অজিদের হারাল ৫ উইকেটে

প্রথম একাদশে জায়গা নিশ্চিত আর্শদীপ সিংয়ের

ভারতীয় ক্রিকেট স্কোয়াডে আর্শদীপ আসার পর বোলিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ প্রস্তুতির জন্য কুলদীপ যাদবকে দেশে ফেরত পাঠানো হয়েছে। টিম ম্য়ানেজমেন্টের বক্তব্য স্পষ্ট। কুলদীপ এবং আর্শদীপকে একসঙ্গে খেলানো যাবে না। আপাতত তেমন কোনও সমস্যা হবে না। ওয়াশিংটন সুন্দরের উপস্থিতিতে টিম ইন্ডিয়ার শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে। গত ম্য়াচে ওয়াশিংটন ২৩ বলে অপরাজিত ৪৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। সেইসঙ্গে প্রশস্থ করেন টিম ইন্ডিয়ার জয়ের রাস্তা। 

Ind vs Aus HIghlights Cricket Score, 2nd T20I: লজ্জার হার ভারতের, কী বললেন ক্যাপ্টেন সূর্যকুমার?

অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের আক্রমণাত্মক ব্য়াটিংয়ের জন্য মিচেল মার্শ এবং টিম ডেভিডের উপর সিংহভাগ নির্ভর করবে। হেডের অনুপস্থিতিতে ম্যাথিউ শর্ট আজ ওপেন করতে পারেন। অস্ট্রেলিয়া তাদের বোলিং ডিপার্টমেন্টেও পরিবর্তন করতে পারে। কারণ, প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারছেন না সীন অ্যাবট। ফলে দলের প্রথম একাদশে তিনি সুযোগ পান কি না, সেটাই আপাতত দেখার।

বেলা ১টা বেজে ৪৫ মিনিটে এই ম্য়াচ শুরু হবে।

India vs Australia Suryakumar Yadav Indian Cricket Team