IND vs AUS 4th T20I, Playing XI: বাদের খাতায় এই তারকা ক্রিকেটার! ধ্বংসের পথে রঙিন কেরিয়ার

Predicted India Playing XI: ভারত-অস্ট্রেলিয়া ৪র্থ টি২০-তে ভারতীয় দলে কি কোনও পরিবর্তন হতে চলেছে? সঞ্জু স্যামসন কি আবারও বেঞ্চে বসে থাকবেন? দেখে নিন সম্ভাব্য একাদশ।

Predicted India Playing XI: ভারত-অস্ট্রেলিয়া ৪র্থ টি২০-তে ভারতীয় দলে কি কোনও পরিবর্তন হতে চলেছে? সঞ্জু স্যামসন কি আবারও বেঞ্চে বসে থাকবেন? দেখে নিন সম্ভাব্য একাদশ।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Indian cricket team news: অনুশীলনে ভারতীয় দলের ক্রিকেটাররা।

Indian cricket team news: অনুশীলনে ভারতীয় দলের ক্রিকেটাররা।

India vs Australia Playing XI: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে (IND vs AUS 4th T20I) আবারও উত্তেজনা চরমে। বৃহস্পতিবার গোল্ড কোস্টে মুখোমুখি হচ্ছে দুই দল, আর এই ম্যাচ জিতলেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে ভারত। মেলবোর্নে হার ও ক্যানবেরায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর হোবার্টে ৫ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছিল সূর্যকুমার যাদবের দল। 
তৃতীয় ম্যাচে ভারত তিনটি পরিবর্তন করেছিল, তবে এবার চতুর্থ ম্যাচে তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। 

Advertisment

সম্ভাব্য ভারতীয় একাদশ (Predicted India Playing XI)

১) শুভমান গিল (সহ-অধিনায়ক), ২) অভিষেক শর্মা, ৩) সূর্যকুমার যাদব (অধিনায়ক), ৪) তিলক ভার্মা, ৫) জিতেশ শর্মা (উইকেটকিপার), ৬) ওয়াশিংটন সুন্দর, ৭) অক্ষর প্যাটেল, ৮) হর্ষিত রানা, ৯) বরুণ চক্রবর্তী, ১০) অর্শদীপ সিং, ১১) জসপ্রিত বুমরাহ। বেঞ্চে থাকতে পারেন: সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কওয়াড়, শিবম দুবে।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার জন্য বিশাল খবর, এন্ট্রি নিলেন এই তারকা ক্রিকেটার

Advertisment

রানা ফিরতে পারেন দলে

গত ম্যাচে বেঞ্চে থাকা হর্ষিত রানা গোল্ড কোস্টে প্রথম একাদশে ফিরতে পারেন। কারণ, শিবম দুবে বল করতে এসে ভালো রান (মাত্র এক উইকেটের জন্য ৪৩ রান) দিয়েছেন। শিবম ব্যাট হাতে সুযোগ পাননি। তাই দুবের জায়গায় হর্ষিত রানার দলে ফেরার জোরদার সম্ভাবনা রয়েছে। সঞ্জু স্যামসনকে সম্ভবত এবারও বেঞ্চে দেখা যাবে। কারণ, জিতেশ শর্মা গত ম্যাচে দুর্দান্ত ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ভারতকে জয় এনে দিয়েছেন। টিম ম্যানেজমেন্ট তাই তাঁকে আরও একবার সুযোগ দিতে চায়। 

আরও পড়ুন- বিরাট নাকি 'বেওয়াফা'? জ্বলে উঠলেন অনুষ্কা! দিলেন যোগ্য জবাব

অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর— এই তিনজনই স্পিন আক্রমণের মূল স্তম্ভ হিসেবে থাকছেন। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, সূর্যকুমার যাদব কি এবার সুন্দরকে বল হাতে ব্যবহার করবেন? আগের ম্যাচে অবশ্য তাঁকে এক ওভারও করাননি। অর্শদীপ সিং, বুমরাহ এবং রানা — এই তিনজনই ভারতের গতি আক্রমণের নেতৃত্বে থাকবেন। বুমরাহর অভিজ্ঞতা এবং অর্শদীপের নির্ভরযোগ্য ডেথ ওভার বোলিং- এই টিমের বড় শক্তি।

আরও পড়ুন- যে মেয়েরা একসময় মাঠে জায়গাই পেত না, আজ তারাই বিশ্বচ্যাম্পিয়ন! হরমনপ্রীত-রিচাদের অবিশ্বাস্য জয়যাত্রা

গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট সাধারণত অলরাউন্ডারদের ওপর নির্ভর করে, তাই বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুবের জায়গায় রানা এলে সেটাই একমাত্র পরিবর্তন হতে পারে। সূর্যকুমার যাদবও ব্যাটিং অর্ডারে কোনও রদবদল করতে চাইবেন না, কারণ হোবার্টে টপ অর্ডার ভালো খেলেছে।

আরও পড়ুন- এশিয়া কাপে চূড়ান্ত নোংরামি, পাকিস্তানকে 'অওকাত' চেনাল আইসিসি

এই ম্যাচে জয় মানে সিরিজে ২-১ লিড এবং ফাইনাল ম্যাচের আগে বাড়তি মানসিক জোর। তাই ভারতীয় দল এবারও ব্যাটিং-বোলিং ব্যালান্স রাখতেই আগ্রহী।

Australia India