IND vs ENG 2nd Test Weather: ভেসে যাবে টিম ইন্ডিয়ার যাবতীয় আশা, বার্মিংহামে চতুর্থদিন কেমন থাকবে ওয়েদার?

India vs England Day 4 weather: বার্মিংহাম টেস্টের চতুর্থ দিন বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, সকালের দিকে নাকি ৬০ শতাংশ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার পক্ষে ব্যাট করতে কিছুটা হলেও সমস্যা হবে।

India vs England Day 4 weather: বার্মিংহাম টেস্টের চতুর্থ দিন বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, সকালের দিকে নাকি ৬০ শতাংশ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার পক্ষে ব্যাট করতে কিছুটা হলেও সমস্যা হবে।

author-image
Koushik Biswas
New Update
Rain in Edgbaston

বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে বার্মিংহাম টেস্টে চতুর্থ দিনের খেলা

IND vs ENG 2nd Test Match: বার্মিংহাম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ২৪৪ রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া (Team India) ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান করে ফেলেছে। আপাতত কেএল রাহুল (KL Rahul) ২৮ এবং করুণ নায়ার (Karun Nair) ৭ রানে ব্যাট করছেন। ভারতের আপাতত লক্ষ্য একটাই। যত দ্রুত সম্ভব দ্বিতীয় ইনিংসে রান তুলে ইংল্যান্ডের সামনে একটা পাহাড়প্রমাণ টার্গেট খাড়া করা। 

Advertisment

কিন্তু, এই আশা কার্যত বৃষ্টির জলে কার্যত ধুয়ে যেতে পারে। বার্মিংহামে চতুর্থ দিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাব ভারতীয় ব্যাটারদের উপর পড়তে পারে। কারণ বৃষ্টি হলেই আউটফিল্ড স্লো হয়ে যায়। পাশাপাশি আকাশে মেঘ থাকলে ইংল্যান্ডের পেস বোলাররাও সুবিধা পেতে পারেন। 

IND vs ENG 2nd Test: শুভমানের ডবল সেঞ্চুরি, তারপরও 'অজানা আশঙ্কা'য় টিম ইন্ডিয়া! কারণটা জানেন?

সারাদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা

Advertisment

অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, ৫ জুলাই সারাদিনই আকাশে কালো মেঘের আনাগোনা দেখতে পাওয়া যাবে। সকালের দিকে ৬০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকেও যে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে, এমন গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলেই জানা গিয়েছে। সন্ধ্যার দিকে এই বৃষ্টির সম্ভাবনা সামান্য কমে ৫৫ শতাংশ হতে পারে বলে জানা গিয়েছে।

IND vs ENG 2nd Test: ১৪৮ বছরে এই প্রথমবার, টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা একেবারেই বিরল!

বড় ধাক্কা খেতে পারে টিম ইন্ডিয়ার পরিকল্পনা

যদি চতুর্থদিন বৃষ্টি হয়, তাহলে ভারতীয় ক্রিকেট দলকে নিজেদের রণনীতি নিয়ে আরও একবার আলোচনা করতে হবে। টিম ইন্ডিয়া অবশ্যই চাইবে যে চতুর্থ দিন যতটা দ্রুত সম্ভব রান তুলে ইংরেজদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলা। কিন্তু, আকাশের দিকে তাকিয়ে সেই পরিকল্পনা বদল হতে পারে। যদি ঝকঝকে আকাশ পাওয়া যায়, তাহলে টিম ইন্ডিয়ার সামনে বড় রান করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। কিন্তু যদি বৃষ্টি হয়, তাহলে সেটা ম্য়াচের ফলাফলে প্রভাব বিস্তার করবে।

IND vs ENG Match Report: সামান্য ভুলে হাতছাড়া ঐতিহাসিক রেকর্ড! হাত কামড়াচ্ছেন মহম্মদ সিরাজ

ভারতীয় ক্রিকেট দলের সামনে জয়ের সুযোগ

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট ম্য়াচ জিতে শুভমান গিলের দল সিরিজে সমতা ফেরাতে চাইবে। কিন্তু, ইংরেজরা যে সহজে জমে ছেড়ে দেবে না, তা বলাই বাহুল্য। এবার এটাই দেখার যে চতুর্থ দিন কারা রাজত্ব করে।

KL Rahul Indian Cricket Team Team India Karun Nair IND vs ENG 2nd Test Match