Shubman Gill vs Virat Kohli comparison after 139 Test Innings: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে (India vs England) বোলারদের জন্য একেবারে দুঃস্বপ্ন হয়ে উঠেছেন। সিরিজের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরির বন্যা বইয়েছেন এই ডানহাতি ব্যাটার। শুভমান গিলকে শুরু থেকেই অনেকে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তুলনা করে আসছেন। প্রথমবার ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ খেলতে নেমেই গিল ঠিক কোহলির মতোই ব্যাট হাতে ঝড় তুলেছেন। তাই ভারতীয় ক্রিকেটের ‘কিং’ থেকে ‘প্রিন্স’-এ রূপান্তরের এই তুলনা একেবারেই যথাযথ।
নিঃসন্দেহে, গিলের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কোহলির মতো বড় নয়, কিন্তু ১৩৯টি আন্তর্জাতিক ইনিংস খেলার পর দু’জনের পরিসংখ্যান বেশ কাছাকাছি। অধিনায়ক হওয়ার পর গিল বড় ইনিংস খেলে যাচ্ছেন।
আরও পড়ুন এক সুযোগেই বাজিমাত, বল হাতে 'তাণ্ডব' আকাশ দীপের! এবার কার জায়গায় ফিরবেন বুমরাহ?
২৫ বছর বয়সী শুভমান গিল ১৩৯টি আন্তর্জাতিক ইনিংসে ৫৮৩১ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৪৭.০২। এই সময়ে তিনি ১৭টি সেঞ্চুরি করেছেন। অন্যদিকে, বিরাট কোহলি তাঁর প্রথম ১৩৯ আন্তর্জাতিক ইনিংসে ৪৫.৯৮ গড়ে ৫৬১০ রান করেছিলেন এবং তাঁরও ১৭টি সেঞ্চুরি ছিল। এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে দুই তারকার মধ্যে লড়াই কতটা হাড্ডাহাড্ডি। রানসংখ্যায় গিল সামান্য এগিয়ে আছেন, শতরান দুইজনেরই সমান। ব্যাটিং গড়েও খুব বেশি পার্থক্য নেই। গিল টেস্টে ৬৩টি ইনিংস, ওডিআইতে ৫৫টি আর টি২০ আন্তর্জাতিক ম্যাচে ২১টি ইনিংস খেলেছেন।
আরও পড়ুন দু'বেলা ভরত না পেট, বাবা চাইতেন 'সরকারি চাকরি'! এই ১ সিদ্ধান্তই বদলে দেয় আকাশদীপের জীবন
কোহলির উত্তরসূরি হয়ে উঠছেন গিল
সম্প্রতি T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বিরাট কোহলি নিজের দীর্ঘ কেরিয়ারে বহু চড়াই-উতরাই পেরিয়েছেন। ব্যাট হাতে তিনি অসংখ্যবার ভারতীয় দলকে স্মরণীয় জয় উপহার দিয়েছেন। কোহলিকে এক আক্রমণাত্মক অধিনায়ক হিসেবে সবাই মনে রাখবে। ফিটনেস আর ব্যাটিংয়ে কোহলি ওয়ার্ল্ড ক্রিকেটে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন। গিল সেই কোহলির উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে পারেন বলেই বিশ্বাস। গিলের ডাবল সেঞ্চুরির পর কোহলিও তাঁকে ভরপুর প্রশংসা করেছিলেন। যদিও ভারতকে জেতানো ম্যাচের সংখ্যায় গিল এখনও কোহলির থেকে অনেক পিছিয়ে। কোহলির প্রভাবই আলাদা, তবে সময়ের সঙ্গে গিলও সেই পর্যায়ে পৌঁছাতে পারেন।
আরও পড়ুন সামান্য ভুলেই সর্বনাশ! বাতিল হতে পারে ২৫০ কোটির চুক্তি, মাথায় হাত শুভমানের
ইংল্যান্ডে রানের পাহাড় গড়েছেন গিল
অধিনায়ক হিসেবে শুভমান গিল ইংল্যান্ডে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বিশ্ব রেকর্ডও গড়েছেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ২৬৯ রান করেন আর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন। একটি টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি আর সঙ্গে ১৫০ প্লাস রান করা প্রথম ব্যাটার হয়ে গিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে গিল মোট ৪৩০ রান করেছেন। এক টেস্টে নন-ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও এখন তাঁর। এর আগে ২০১৪ সালে বাংলাদেশে এক টেস্টে ৪২৪ রান করেছিলেন এক ব্যাটার।
আরও পড়ুন তৃতীয় টেস্টেই ফিরছেন রোহিত-বিরাট? আনন্দে আত্মহারা ভারতীয় ক্রিকেট সমর্থকরা