Ravindra Jadeja Century: ক্রিকেটার তো নয় যেন যোদ্ধা! জাডেজার অনন্য কীর্তি নিয়ে লাজবাব পোস্ট সহধর্মিনীর

IND vs ENG 4th Test Day 5: ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের ড্রেসিংরুম থেকে পুরো টিম তাঁর সেঞ্চুরি উদযাপন করছিল। অধিনায়ক শুভমান গিল তো হাসতে হাসতে জাডেজার সেই তলোয়ার চালানোর ভঙ্গিও নকল করে ফেলেন।

IND vs ENG 4th Test Day 5: ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের ড্রেসিংরুম থেকে পুরো টিম তাঁর সেঞ্চুরি উদযাপন করছিল। অধিনায়ক শুভমান গিল তো হাসতে হাসতে জাডেজার সেই তলোয়ার চালানোর ভঙ্গিও নকল করে ফেলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rivaba Jadeja: জাডেজার স্ত্রী এবং গুজরাটের বিজেপি বিধায়িকা রিভাবা জাডেজা এক আবেগঘন বার্তা দিলেন

Rivaba Jadeja: জাডেজার স্ত্রী এবং গুজরাটের বিজেপি বিধায়িকা রিভাবা জাডেজা এক আবেগঘন বার্তা দিলেন

IND vs ENG 4th Test: মাঠে প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব ভঙ্গি, নিজস্ব উদযাপন থাকে। একটা “সিগনেচার স্টাইল” যা ধীরে ধীরে তাদের পরিচয়ে পরিণত হয়। যেমন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সেই বিখ্যাত সোর্ড সেলিব্রেশন। তিনি যখনই শতরান বা অর্ধশতরান করেন, ব্যাট ঘুরিয়ে রাজপুত স্টাইলে তলোয়ার চালানোর মতো করে উদযাপন করেন।

Advertisment

কিন্তু ম্যানচেস্টারে ইংল্যান্ডের (IND vs ENG 4th Test Match) বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে করা সেই দুর্দান্ত সেঞ্চুরির পরেও জাডেজা তাঁর সিগনেচার উদযাপন করলেন না। ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, বিশেষ করে বেন স্টোকসের (Ben Stokes) সঙ্গে হওয়া বাদানুবাদের পর জাডেজা নিশ্চয়ই জোরে ব্যাট ঘুরিয়ে জবাব দেবেন। কিন্তু সেই মুহূর্তে ভারতীয় অলরাউন্ডারের মাথায় কিছু একদম ভিন্ন চিন্তা ছিল।

Advertisment

ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের ড্রেসিংরুম থেকে পুরো টিম তাঁর সেঞ্চুরি উদযাপন করছিল। অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) তো হাসতে হাসতে জাডেজার সেই তলোয়ার চালানোর ভঙ্গিও নকল করে ফেলেন। মনে হচ্ছিল, এবার বুঝি জাডেজাও পিচের মাঝে দাঁড়িয়ে রাজপুত স্টাইলে ব্যাট ঘোরাবেন। কিন্তু তা হল না, জাডেজা এবার কোনও তলোয়ার চালালেন না।

আরও পড়ুন টাইম ট্রাভেলে ৮৯ বছর আগে পৌঁছে গেল টিম ইন্ডিয়া, ম্যানচেস্টারে সেদিন কী হয়েছিল জানেন?

এই প্রসঙ্গে জাডেজার স্ত্রী এবং গুজরাটের বিজেপি বিধায়িকা রিভাবা জাডেজা এক আবেগঘন বার্তা দিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "তলোয়ার নয়, এক নিখাদ যোদ্ধার জেদ! আমার স্বামী রবীন্দ্রসিংহ জাডেজার এই সেঞ্চুরি ছিল ধৈর্য, সাহস এবং সংকল্পের প্রতীক, যখন টিম ইন্ডিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এই ইনিংস শুধু স্মরণীয় নয়, হৃদয়ে ধরে রাখার মতো। গোটা দল যে সংহতির সঙ্গে খেলেছে, তা এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে।"

আরও পড়ুন '১০ রান না করলে কিছু যায় আসত না', হ্যান্ডশেক বিতর্কে দোষ মানতে নারাজ স্টোকস

উল্লেখ্য, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিয়ে অবিশ্বাস্য ইনিংসে খেলে ম্যানচেস্টার টেস্টে নিশ্চিত হার বাঁচান। এই দুই স্পিনার-অলরাউন্ডার ৩০৩ বল খেলে ২০৪ রানের ঐতিহাসিক জুটি গড়েন এবং ভারতকে হার থেকে বাঁচান।

আরও পড়ুন সেঞ্চুরি করে বিরল নজির জাডেজার, কিংবদন্তিদের এলিট ক্লাবে তারকা অলরাউন্ডার

তবুও পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখনও ১-২ ব্যবধানে পিছিয়ে। সিরিজের শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই, কেনিংটন ওভালে, যেখানে ভারতের সামনে থাকবে সমতা ফেরানোর শেষ সুযোগ।

Ravindra Jadeja IND vs ENG 4th Test Match