India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচটি লন্ডনের কেনিংটন ওভালে আয়োজন করা হয়েছে। দুটো দলের মধ্যে আপাতত কঠিন লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। এই ম্য়াচ আপাতত রোমাঞ্চকর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ম্যাচের দ্বিতীয় দিন দুর্দান্ত কামব্যাক করেছে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র ২৪৭ রানে অলআউট হয়ে গিয়েছে।
এরপর টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৭৫ রান করেছে। ৫২ রানে আপাতত এগিয়ে রয়েছে। যদিও প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। বেশ কয়েকবার খেলা কার্যত বাধ্য হয়েই থামিয়ে দিতে হয়েছে। আর সেকারণেই তৃতীয় দিন ম্য়াচের টাইমিং এবং ওভারে বদল করা হয়েছে।
পরিবর্তন করা হয়েছে তৃতীয় দিনের সেশন টাইমিং
ওভাল টেস্টের প্রথম ২ দিন বৃষ্টির কারণে খেলা অনেকটাই প্রভাবিত হয়েছে। আর সেকথা মাথায় রেখেই তৃতীয় দিন এই ম্য়াচের সেশন টাইমিং পরিবর্তন করা হয়েছে। ক্রিকবাজের একটি রিপোর্ট অনুসারে, তৃতীয় দিন মোট ৯৮ ওভার খেলা হবে। যদি শেষ না হয়, তাহলে তৃতীয় দিনের খেলা ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ১১টা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে। সাধারণত প্রতিদিনের খেলা রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। কিন্তু, এবার অতিরিক্ত সময় দেওয়া হবে।
IND vs ENG 5th Test: ওভাল টেস্টের মধ্যেই ইংল্যান্ড শিবিরে বজ্রপাত, ছিটকে গেলেন সেরার সেরা তারকা
তৃতীয় দিন ভারতীয় সময় অনুসারে বেলা সাড়ে তিনটে থেকেই এই ম্য়াচ শুরু হবে। প্রথম সেশন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। এরপর ৪০ মিনিটের লাঞ্চ ব্রেক পাওয়া যাবে। দ্বিতীয় এবং তৃতীয় সেশনের টাইমিং বদল করা হয়েছে। এই দুটো সেশনে ১৫ মিনিট করে অতিরিক্ত সময় জুড়ে দেওয়া হয়েছে।
IND vs ENG 5th Test Weather Update: বৃষ্টিতে ভেস্তে যাবে দ্বিতীয় দিনও? ওভাল টেস্টে সিঁদুরে মেঘ দেখছে ভারত
ওভাল টেস্টে তৃতীয় দিনের সেশন টাইমিং (ভারতীয় সময় অনুসারে)
- প্রথম সেশন: ৩:৩০ - ৫:৩০
- লাঞ্চ ব্রেক: ৫:৩০ - ৬:১০
- দ্বিতীয় সেশন: ৬:১০ - ৮:২৫
- টি ব্রেক: ৮:২৫ - ৮:৪৫
- তৃতীয় সেশন: ৮:৪৫ - ১১:০০
সেইসঙ্গে ৯৮ ওভার ওভার খেলার জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
IND vs ENG 5th Test Match: ওভালের সবুজ পিচে ব্যাটিং ধস, দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট ভারত
দ্বিতীয় দিন ভারতের দুর্দান্ত কামব্যাক
ম্য়াচের ব্যাপারে এবার আলোচনা করা যাক। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৭৫ রান করে ফেলেছে। যশস্বী জয়সওয়াল ৪৯ বলে ৭ চার এবং ২ ছক্কার দৌলতে ৫১ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ব্যাট করছেন আকাশ দীপ (৪)। দ্বিতীয় দিন ভারতের ২ উইকেটের পতন হয়েছে। ফিরে গিয়েছেন কেএল রাহুল এবং সাই সুদর্শন। আপাতত টিম ইন্ডিয়া ৫২ রানের লিড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ইংল্যান্ড রয়েছে যথেষ্ট ব্যাকফুটে।
IND vs ENG 5th Test: ব্যাপক তর্কাতর্কি, চরম ঝামেলা! ইংরেজদের যোগ্য 'সবক' ভারতীয় পেসারের, দেখুন ভিডিও
ইতিপূর্বে, ভারতের বোলিং ডিপার্টমেন্ট ইংল্যান্ডকে ২৪৭ রানে অলআউট করে দেয়। সেকারণে ইংল্যান্ড মাত্র ২৩ রানেরই লিড নিতে পেরেছিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৬৪ রান করেন জ্যাক ক্রলি। অন্যদিকে, হ্যারি ব্রুক ৫৩ রান করেছেন। ভারতের হয়ে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা চারটে করে উইকেট শিকার করেন।