IND vs ENG 5th Test Records: খাদের কিনারায় গাভাসকারের রেকর্ড! ৪৫ রান দুরে এই ভারতীয় ক্রিকেটার

KL Rahul vs England Record: চলতি টেস্ট সিরিজে কেএল রাহুল ৮ ইনিংসে ৬৩.৮৮ ব্যাটিং গড়ে মোট ৫১১ রান করেছেন। এরমধ্যে জোড়া শতরান এবং ২ হাফসেঞ্চুরি রয়েছে।

KL Rahul vs England Record: চলতি টেস্ট সিরিজে কেএল রাহুল ৮ ইনিংসে ৬৩.৮৮ ব্যাটিং গড়ে মোট ৫১১ রান করেছেন। এরমধ্যে জোড়া শতরান এবং ২ হাফসেঞ্চুরি রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Gavaskar

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার

India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্ট ম্য়াচের মধ্যে ইতিমধ্যে চারটে খেলা হয়ে গিয়েছে। এই সিরিজে পাঁচজন সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারের তালিকায় প্রথম ৪ ভারতীয়। এই তালিকায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ঠিক পরেই নাম রয়েছে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার কেএল রাহুলের (KL Rahul)। গত ৪ ম্যাচে গিল ৭২২ রান করে ফেলেছেন। অন্যদিকে, রাহুল এখনও পর্যন্ত ৫০০-র বেশি রান করেছেন। এবার রাহুলের সামনে রয়েছে সুনীল গাভাসকারের (Sunil Gavaskar) একটি বড়সড় রেকর্ড। আর সেটা ভাঙার জন্য রাহুলকে একটা সামান্য হাফসেঞ্চুরি করতে হবে।

Advertisment

Ashwin on IND vs ENG 5th Test: 'একই ভুল আর করো না...', শুভমানকে 'স্পেশাল টিপস' দিয়ে সতর্ক করলেন অশ্বিন

ভাঙার মুখে গাভাসকারের রেকর্ড

Advertisment

ভারত এবং ইংল্যান্ড ৩১ জুলাই অর্থাৎ আজ থেকে কেনিংটন ওভালে পঞ্চম টেস্ট ম্য়াচটি খেলতে নামছেন। এই ম্য়াচে কেএল রাহুল আর ৪৫ রান করতে পারলেই সুনীল গাভাসকারের রেকর্ড ভেঙে ফেলতে পারবেন। আর সেইসঙ্গে ভারতীয় ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড কায়েম করতে পারবেন। সুনীল গাভাসকার ইংল্য়ান্ডে ১৫ টেস্ট ম্য়াচে মোট ১,১৫২ রান করেছেন। অন্যদিকে, রাহুল করেছেন ১২ টেস্ট ম্য়াচে ১,১০৮ রান। বর্তমানে রাহুল যে ফর্মে রয়েছেন, তা দেখে আশা করা যেতেই পারে যে ওভাল টেস্টে তিনি এই রেকর্ডটা কায়েম করতে পারবেন।

IND vs ENG 5th Test: ৪ বছর আগের জয়ের নায়কই বাদ! ওভাল টেস্টে কেমন দল নামাচ্ছে টিম ইন্ডিয়া?

ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের এই ভারতীয় ওপেনাররা:

  • সুনীল গাভাসকার - ১,১৫২
  • কেএল রাহুল - ১,১০৮
  • বিজয় মার্চেন্ট - ৫২৭
  • মুরলি বিজয় - ৪২৮
  • রবি শাস্ত্রী - ৪০২

IND vs ENG 5th Test: চরম দুঃসংবাদে ছারখার ইংল্যান্ড শিবির, চোটের কারণে ছিটকে গেলেন সেরার সেরা তারকা

ইতিহাসের দোরগোড়ায় কেএল রাহুল

চলতি টেস্ট সিরিজে কেএল রাহুল ৮ ইনিংসে ৬৩.৮৮ ব্যাটিং গড়ে মোট ৫১১ রান করেছেন। এরমধ্যে জোড়া শতরান এবং ২ হাফসেঞ্চুরি রয়েছে। এবার কেএল রাহুলের সামনে ইংল্য়ান্ডের মাটিতে চতুর্থ সর্বাধিক সফল বিদেশি ওপেনার হিসেবে আরও একটি রেকর্ড কায়েম করার সুযোগ রয়েছে। আর ৪৫ রান করতে পারলেই তিনি দক্ষিণ আফ্রিকার ব্রুস মিচেল এবং সুনীল গাভাসকারকে টেক্কা দিতে পারবেন। আর সেইসঙ্গে বিশ্বের চতুর্থ ওপেনার হিসেবে গড়বেন ইংল্য়ান্ডের মাটিতে চতুর্থ সর্বাধিক সফল বিদেশি ওপেনার হিসেবে আরও একটি রেকর্ড। এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক টেলর, দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রীনিচ। আর তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।

IND vs ENG 5th Test Weather Report: বৃষ্টিতে ভেস্তে যাবে পঞ্চম টেস্ট? কপালে 'শনির দশা' টিম ইন্ডিয়ার

ইংল্য়ান্ডের মাটিতে চতুর্থ সর্বাধিক সফল বিদেশি ওপেনার:

  • মার্ক টেলর (অস্ট্রেলিয়া) - ১,৫৮৪
  • গর্ডন গ্রীনিচ (ওয়েস্ট ইন্ডিজ) - ১,৫৭০
  • গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) - ১,৩৫৫
  • সুনীল গাভাসকার (ভারত) - ১,১৫২
  • ব্রুস মিচেল (দক্ষিণ আফ্রিকা) - ১,১৪১
  • কেএল রাহুল (ভারত) - ১,১০৮
KL Rahul Sunil Gavaskar Shubman Gill India vs England