/indian-express-bangla/media/media_files/2025/10/13/indian-cricket-team-2025-10-13-16-11-46.jpg)
অলআউট করার পর উল্লাস টিম ইন্ডিয়ার
India vs West Indies: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্য়াচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৪৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ক্যারিবিয়ান ব্রিগেডকে ফলো-অন করায়। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে রস্টন চেজের দল ৩৯০ রানে অলআউট হয়ে গেল। টিম ইন্ডিয়াকে এই ম্য়াচটা জিততে হলে আর ১২০ রান করতে হবে। চতুর্থ দিনেই ভারত ম্য়াচটা শেষ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার?
IND vs WI Live Updates: আম্পায়ারের সিদ্ধান্তে চরম ক্ষোভ, স্টাম্প মাইকে এ কী বললেন বুমরাহ?
১৯৯৭ সালের পুনরাবৃত্তির আশঙ্কা
এই পরিস্থিতি ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ অবশ্য সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। তাঁদের মাথায় ঘুরপাক খাচ্ছে ১৯৯৭ সালে আয়োজিত বার্বাডোজ টেস্টের কথা। ভারতীয় ক্রিকেট দল ১২১ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল। কিন্তু, টিম ইন্ডিয়া ৮১ রানেই অলআউট হয়ে যায়। দিল্লি টেস্টেও কি তেমনই কোনও বিপদ অপেক্ষা করছে? সেটা অবশ্য সময়ই বলতে পারবে।
John Campbell Century: ধামাকাদার শতরান জন ক্যাম্পবেলের, ২৩ বছর পর গড়লেন 'অনন্য নজির'
দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভাল ব্যাটিং ক্যারিবিয়ানদের
প্রথম ইনিংসের তুলনায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে যে অনেকটাই ভাল ব্যাটিং করেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। একটা দল ফলো অন খাওয়ার পরও যদি ৩৯০ রান করতে পারে, সেই ব্যাটিং পারফরম্য়ান্সকে অবশ্যই প্রশংসনীয় বলতেই হবে। কিন্তু, সমস্যা একটাই। লড়াই করার জন্য রানের রসদ একেবারেই কম। মাত্র ১২০! টিম ইন্ডিয়ার হাতে এখনও একদিনের বেশি সময় রয়েছে। ভারতীয় ক্রিকেটারদের বর্তমান ব্যাটিং পারফরম্য়ান্সের কথা মাথায় রেখে বলা যে সহজেই এই টার্গেট তারা হাসিল করতে পারবে।
Indian Cricket Team: মহম্মদ সামিকে নিয়ে বড় খবর, আদৌ করতে পারবেন টিম ইন্ডিয়ায় কামব্যাক?
ক্যাম্পবেল-হোপের জোড়া শতরান
ভারতীয় ব্যাটাররা আপাতত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতেই মাঠে নামছে। এই সিরিজটা তারা ২-০ ব্যবধানে জয়লাভ করতে চায়। টেস্ট কেরিয়ারের প্রথম শতরান হাঁকালেন। আট বছর পর শতরান হাঁকালেন শাই হোপও। এই জোড়া শতরান ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা হলেও অক্সিজেন দিয়েছিল। কিন্তু, মিডল ওভারে ব্যাটিং ধ্বস ক্যারিবিয়ানদের যাবতীয় স্বপ্ন ধ্বংস করে দেয়। শেষ বেলায় সিলস এবং গ্রিভসের মধ্যে ৭৯ রানের পার্টনারশিপ দলের স্কোর সম্মানজনক জায়গায় নিয়ে যায়।
Indian Cricket Team: টিম ইন্ডিয়ায় চরম দুঃসংবাদ, ফিকে হল এশিয়া কাপ জয়ের আনন্দ
বাকি ১৮ ওভারের খেলা
চতুর্থ দিন এখনও পর্যন্ত ১৮ ওভারের খেলা বাকি রয়েছে। যদি আম্পায়াররা মনে করেন যে এই ম্য়াচের ফলাফল আজই নির্ধারিত হয়ে যাবে, তাহলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খেলা সম্প্রসারিত করতে পারেন। ভারত কি আজই যাবতীয় ফয়সালা করে দেবে? নাকি এখনও কোনও মিরাকলের অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ?