/indian-express-bangla/media/media_files/2025/10/27/indian-women-cricket-team-9-2025-10-27-11-13-22.jpg)
বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া
IND W vs AUS W: বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে ভারত বনাম বাংলাদেশ (IND W vs BAN W) ক্রিকেট ম্যাচ। চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women’s ODI World Cup 2025) এটাই ছিল গ্রুপ পর্বের শেষ ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল। কিন্তু, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইতিমধ্যে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের আসন পাকা করে ফেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্য়াচটি ছিল নেহাতই সম্মানরক্ষার। তবে সেমিফাইনালে খেলতে নামার আগে টিম ইন্ডিয়া যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে চেয়েছিল। সেকারণে ভারতের কাছে এই ম্য়াচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আগামী ৩০ অক্টোবর নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছে, সেমিফাইনাল ম্য়াচে ৮০ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারত-অস্ট্রেলিয়া ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ফলাফল কী হবে?
IND W vs AUS W Semifinal, Weather Update: যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেমির লড়াই, কারা উঠবে ফাইনালে?
আদৌ রয়েছে রিজ়ার্ভ ডে-র ব্যবস্থা?
মহিলা ক্রিকেট বিশ্বকাপ আইসিসি-র বড় ইভেন্ট। এমন টুর্নামেন্টের নকআউট পর্বে সাধারণত রিজ়ার্ভ ডে'র ব্যবস্থা করা হয়। এই বিশ্বকাপ টুর্নামেন্টেও আইসিসি রিজ়ার্ভ ডে'র ব্যবস্থা করেছে। এই পরিস্থিতিতে দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্য়াচে রিজ়ার্ভ ডে'র সুবিধা পাওয়া যাবে। যদি ৩০ অক্টোবর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচটি বৃষ্টির কারণে আয়োজন করা সম্ভব না হয়, তাহলে বাকি ম্য়াচটা পরের দিন আয়োজন করা হবে। সেক্ষেত্রে হয়ত এই ম্য়াচের ফলাফল নির্ধারিত হবে। ছবিটা স্পষ্ট হবে, কোন দল শেষপর্যন্ত ফাইনালের যোগ্যতা অর্জন করবে।
IND W vs BAN W Highlights Cricket Score: বৃষ্টিই 'ভিলেন', ভেস্তে গেল ভারত বাংলাদেশ ম্যাচ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া
এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন এটাই যে রিজ়ার্ভ ডে'তেও যদি বৃষ্টি হয়, তাহলে কী হবে? দুটো দিনই যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে কোন দল শেষপর্যন্ত ফাইনালের দরজা খুলতে পারবে? এখানেও আইসিসি নিজেদের নিয়ম স্পষ্ট করে দিয়েছে। সেমিফাইনাল পর্বে ২ দিনই যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, সেক্ষেত্রে গ্রুপ পর্বে যে দল ভাল পারফরম্য়ান্স করেছিল, তারাই শেষপর্যন্ত অন্তিম লড়াইয়ে নিজেদের নাম লেখাতে পারবে। সোজা কথায়, সেমিফাইনাল না খেলেই সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে।
IND W vs AUS W: বিশ্বকাপ সেমির আগেই 'গুড নিউজ' টিম ইন্ডিয়ায়! ফাঁস চাঞ্চল্যকর খবর
চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত অপরাজেয় রয়েছে। টানা ৬ ম্য়াচে তারা জয়লাভ করেছে। বাকি একটা ম্য়াচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল। অন্যদিকে, ভারত এই টুর্নামেন্টে মাত্র ৩ ম্য়াচেই জয়লাভ করেছে। আর বাংলাদেশ ম্য়াচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভাল পারফরম্য়ান্সের নিরিখে অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us