/indian-express-bangla/media/media_files/2025/10/31/india-vs-australia-1-2025-10-31-10-01-08.jpg)
অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে এন্ট্রি ভারতের
IND W vs AUS W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। তবে আপনারা কি জানেন, স্টেডিয়ামে বসে কতজন এই ইতিহাসের সাক্ষী হলেন? আসুন, সেই সংখ্যাটাই জেনে নেওয়া যাক।
দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team)। আর সেইসঙ্গে লিখে ফেলেছে ইতিহাসের এক নয়া অধ্যায়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ৪৯.৯ ওভারে তারা ১০ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে।
IND W vs AUS W News Update: বাঁধ মানল না চোখের জল, ভারত জিততেই কেঁদে ভাসালেন হরমনপ্রীত!
শতরান জেমিমার, সঙ্গত হরমনপ্রীতের
টিম ইন্ডিয়ার হয়ে জবাব দিলেন জেমিমা রডরিগস (Jemimah Rodrigues) এবং হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। এই ম্য়াচে জেমিমা ১৩৪ বলে করলেন অপরাজিত ১২৭ রান। তাঁর ব্যাট থেকে ১৪ চার বেরিয়ে আসে। অন্যদিকে, অধিনায়ক হরমনপ্রীত কৌর ৮৮ বলে ৮৯ রান করলেন। তাঁর ব্যাট থেকে ১০ চারের পাশাপাশি ২ ছক্কা বেরিয়ে এসেছে। অবশেষে ৪৮.৩ ওভারে টিম ইন্ডিয়া ৫ উইকেটে ৩৪১ রান করে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়।
IND W vs AUS W Semifinal: ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া, 'দেশের গর্ব' বলে কুর্নিশ শচীন-সৌরভদের
কতজন এসেছিলেন মাঠে?
এবার প্রশ্ন হল, বৃহস্পতিবার এই সেমিফাইনাল ম্য়াচ দেখতে কত দর্শক উপস্থিত হয়েছিলেন। ইএসপিএন ক্রিকইনফোর একটি পরিসংখ্যান অনুসারে, ঐতিহাসিক এই সেমিফাইনাল ম্য়াচের সাক্ষী হতে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ৩৪,৬৫১ দর্শক উপস্থিত ছিলেন। যদিও সারা রাতই গোটা দেশজুড়ে উৎসব পালন করা হয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়া এই নিয়ে তৃতীয়বার মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠল। ২০০৫ সালে ঝুলন গোস্বামীর নেতৃত্বে এই কৃতিত্ব তারা প্রথমবার অর্জন করেছিল। এরপর ২০১৭ সাল। সেইসময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন মিতালি রাজ। আর ২০২৫ সালে আরও একবার ফাইনালের টিকিট কনফার্ম করল ভারত। এবার কী বিশ্বকাপ তারা জিততে পারবে? সেটা অবশ্যই সময় বলবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us