/indian-express-bangla/media/media_files/2025/10/31/indian-cricket-team-29-2025-10-31-02-17-33.jpg)
টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা শচীন-সৌরভের
IND W vs AUS W: নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ২০২৫ মহিলা বিশ্বকাপের (Women's ODI World Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia) ক্রিকেট দল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৫ উইকেটে দুর্দান্ত জয়লাভ করেছে। আর সেইসঙ্গে মহিলা ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) এই নিয়ে তৃতীয়বার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে।
শতরান হাঁকালেন জেমিমা
মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল এই নিয়ে পঞ্চমবার সেমিফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল। এই ম্য়াচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৩৩৮ রানের বিশাল স্কোর খাড়া করে। ভারতের সামনে জয়ের জন্য ৩৩৯ রানের টার্গেট ছিল। জেমিমা রডরিগসের (Jemimah Rodrigues) দুর্দান্ত শতরানের দৌলতে টিম ইন্ডিয়া হাসতে হাসতে তাড়া করে এই টার্গেট। ৪৮.৩ ওভারেই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়। এবার আগামী ২ নভেম্বর আয়োজিত ফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে।
রেকর্ড টিম ইন্ডিয়ার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মহিলা ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রান তাড়া করার রেকর্ড এটাই ছিল। আর ভারত সেই রেকর্ড কায়েম করল। ইতিপূর্বে, মহিলাদের ওয়ানডে ক্রিকেট সর্বাধিক ৩৩০ রান তাড়া করা সম্ভব হয়েছিল। চলতি বছরই ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল সেই রেকর্ড কায়েম করেছিল। তবে টিম ইন্ডিয়া কোনও ধার-বাকি রাখল না। জেমিমা রডরিগসের ব্যাট থেকে ১২৭ রানের ঐতিহাসিক ম্য়াচজয়ী ইনিংস বেরিয়ে আসে। এই আনন্দের মুহূর্তে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন শচীন-সৌরভরাও।
IND W vs AUS W Catch Controversy: আউট না নট-আউট? সেমিফাইনালে চরম বিতর্ক! কাঠগড়ায় আম্পায়ার
কুর্নিশ সৌরভের
একটি ফেসবুক পোস্টে সৌরভ লিখেছেন, 'প্রত্যেক ভারতীয়র কাছে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা শুধুমাত্র একটা জয় না। এটা সাহস, বিশ্বাস এবং অদম্য ইচ্ছের রূপকথা। তোমরা প্রত্যেকেই বিধ্বংসী পারফরম্য়ান্স করেছ। আরও একবার প্রমাণ করে দিয়েছ, স্বপ্নের কোনও সীমা হয় না। আবেগ থাকলে সবকিছু সম্ভব। গোটা দেশকে আজ তোমরা গর্বিত করেছ। আগামীদিনে তোমাদের দেখেই দেশের ছোট ছোট মেয়েরা স্বপ্ন দেখার সাহস পাবে।'
গর্বিত শচীনও
অন্যদিকে ভারতীয় ক্রিকেটের 'ঈশ্বর' শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'অসাধারণ একটা জয়। খুব ভাল খেলেছ জেমিমা রডরিগস। একেবারে সামনে থেকে দলকে নেতৃত্ব দিলে হরমনপ্রীত কৌর। বল হাতে এই খেলাটাকে বাঁচিয়ে রেখেছিল শ্রী চরণী এবং দীপ্তি শর্মা। আরও উঁচুতে দেশের তেরঙা ওড়াতে থাকো।'
Fabulous victory! 🇮🇳
— Sachin Tendulkar (@sachin_rt) October 30, 2025
Well done @JemiRodrigues and @ImHarmanpreet for leading from the front. Shree Charani and @Deepti_Sharma06, you kept the game alive with the ball.
Keep the tricolour flying high. 💙 🇮🇳 pic.twitter.com/cUfEPwcQXn
ফাইনালে টিম ইন্ডিয়া
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টার্গেট তাড়া করতে নেমে শুরুটা একেবারে ভাল করতে পারেনি টিম ইন্ডিয়া। প্রায় ১ বছর পর টিম ইন্ডিয়ায় ফিরে এসেছেন শেফালি বর্মা। তিনি মাত্র ৫ বলে ১০ রান করে আউট হয়ে যান। এরপর স্মৃতি মান্ধানা আউট হতেই দ্বিতীয় ধাক্কা লাগে ভারতীয় ব্যাটিং ব্রিগেডে। অবশেষে টিম ইন্ডিয়ার হাল ধরলেন হরমনপ্রীত কৌর এবং জেমিমা রডরিগস।
IND W vs AUS W News Update: 'আমাকে ঈশ্বর পাঠিয়েছেন...', দাবি এই ভারতীয় তারকা ক্রিকেটারের
দুজনের মধ্যে ১৬৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। হরমনপ্রীত এই ম্য়াচে ৮৯ রান করে আউট হয়ে যান। এরপর দীপ্তি শর্মা ১৭ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। বেশি রান করতে পারেননি রিচা ঘোষও। তবে বাকি কাজটা জেমিমা রডরিগস এবং আমনজ্যোৎ কৌর মিলে করে দেন। টিম ইন্ডিয়ার জার্সিতে জেমিমা রডরিগস ম্য়াচজয়ী ইনিংস খেললেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us