/indian-express-bangla/media/media_files/2025/10/30/ind-w-vs-aus-w-3-2025-10-30-01-42-57.jpg)
হরমনপ্রীত কৌর এবং অ্যালিসা হিলি
IND W vs AUS W: বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia) একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।
নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আপাতত দুটো দল চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সারছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার (Indian Women Cricket Team) জন্য একটি 'দুঃসংবাদ' সামনে এসেছে। অন্যদিকে, অজ়ি শিবিরে উচ্ছ্বাসের ঢেউ কার্যত সুনামির মতো আছড়ে পড়েছে। ক্যাঙারু ব্রিগেড আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে উঠল।
অস্ট্রেলিয়া ক্রিকেট শিবিরে দারুণ সুখবর
লিগ পর্বে শেষ ম্য়াচের আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক তথা উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলি অনুশীলন করার সময় চোট পেয়েছিলেন। সেকারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলতে পারেননি। তাঁর জায়গায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন তাহলিয়া ম্যাকগ্রা।
IND W vs AUS W Semifinal, Weather Update: যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেমির লড়াই, কারা উঠবে ফাইনালে?
অস্ট্রেলিয়া ক্রিকেট দল লিগ পর্বে প্রত্যেকটা ম্য়াচেই জয়লাভ করেছিল। এবার সেমিফাইনাল পর্বে কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার। তবে এই ম্য়াচের আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল একটা দুর্দান্ত খবর পেল। অধিনায়ক অ্যালিসা হিলি একেবারে ফিট হয়ে গিয়েছেন। সোমবার তিনি চুটিয়ে অনুশীলন করলেন। সেকারণে আপাতত আশা করা হচ্ছে, সেমিফাইনাল ম্য়াচে খেলতে পারেন তিনি।
IND W vs BAN W Highlights Cricket Score: বৃষ্টিই 'ভিলেন', ভেস্তে গেল ভারত বাংলাদেশ ম্যাচ
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বরাবরই গর্জন করে অ্যালিসা হিলির ব্যাট
চলতি বিশ্বকাপের লিগ পর্বে ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচে অজ়ি অধিনায়ক অ্যালিসা হিলি ১০৭ বলে ১৪২ রান করেছিলেন। তাঁর ব্যাট থেকে ২১ চার এবং ৩ আকাশছোঁয়া ছক্কা বেরিয়ে এসেছে। ভারতের বিরুদ্ধে সবসময়ই তাঁর ব্যাট গর্জন করে ওঠে। এই পরিস্থিতিতে সেমিফাইনাল ম্য়াচে অ্যালিসার প্রত্যাবর্তন কিন্তু হরমনপ্রীত অ্যান্ড কোম্পানির দুশ্চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
হিলির কথা যদি বলতে হয়, তাহলে এই টুর্নামেন্টে তিনি মোট ২ শতরান হাঁকিয়েছেন। তিনি ফিরে এলে অস্ট্রেলিয়ার ব্যাটিং যে আরও শক্তিশালী হবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। টিম ইন্ডিয়াকে এই ম্য়াচে জিততে হলে নিজেদের ২০০ শতাংশ উজাড় করে দিতে হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us