/indian-express-bangla/media/media_files/2025/11/02/ind-w-vs-sa-w-2-2025-11-02-01-58-15.jpg)
ফাইনাল ম্যাচের আগে ফটোশ্যুট
IND W vs SA W: আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত (Indian Women Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকা। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত এই ম্য়াচের জন্য অপেক্ষা করছে। রবিবার (২ নভেম্বর) নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ঐতিহাসিক ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।
IND W vs SA W Records: এই 'ছোট্ট' টোটকাতেই কেল্লাফতে! ভারতের বিশ্বকাপ জয় আটকাতে পারবেনা কেউ
ঐতিহাসিক কারণ, এই দুটো দলই এখনও পর্যন্ত বিশ্বকাপ খেতাব জয় করতে পারেনি। ২৫ বছর পর মহিলা ক্রিকেট বিশ্ব এক নতুন চ্যাম্পিয়ন পাবে। তবে ফাইনাল ম্য়াচ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে থেকেই একটি ভয়ঙ্কর দাবি করা হচ্ছে। আর সেটা দেখে সকলেই চমকে উঠেছেন। এই খেতাবি লড়াইয়ের একদিন আগেই মহিলা বিশ্বকাপের উইকিপিডিয়া (Wikipedia) পেজে ভারতীয় দলকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে।
১০০ রানে জেতানো হয়েছে ভারতকে
আজ্ঞে হ্যাঁ। এই চাঞ্চল্যকর দাবিটা মহিলা ক্রিকেট বিশ্বকাপের অফিশিয়াল উইকিপিডিয়া পেজে করা হয়েছে। আসলে, এই পেজে গত প্রত্যেক এডিশনে কোন-কোন দল বিশ্বকাপ খেতাব জয় করেছে, সেটা উল্লেখ করা হয়েছে। সেখানেই ২০২৫ বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
IND W vs SA W Final, Ticket Price: এক প্লেট বিরিয়ানির থেকেও কম! বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম জানেন?
এখানেই শেষ নয়। এই দাবি অনুসারে, ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া ১০০ রানের ব্যবধানে প্রোটিয়া ব্রিগেডকে পরাস্ত করবে। আর সেইসঙ্গে জিতবে বিশ্বকাপ খেতাব। এই একটা আপডেট সবাইকে কার্যত চমকে দিয়েছে। এমনকী, স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/02/wiki-list-2025-11-02-02-01-36.jpg)
এমন ঘোষণার সত্যতা কী?
কিন্তু, কেন এমন ঘটনা ঘটল? সত্যিই কি এমন কোনও ফলাফল হতে চলেছে? নাকি কেউ ভবিষ্যদ্বাণী করে এমন দাবি করেছেন? সত্যিটা হল, কেউ দুষ্টুমি করে উইকিপিডিয়ার পেজে এমন কাণ্ড ঘটিয়েছেন। উইকিপিডিয়া আসলে একটি ওপেন এডিটিং প্ল্য়াটফর্ম। সেটা যে কোনও ব্যক্তি বদলাতে পারেন। উইকিপিডিয়া পেজে তথ্য বদলের জন্য কোনও নজরদারির প্রয়োজন হয় না। সেকারণে মাঝেমধ্যেই এমন ঘটনা দেখতে পাওয়া যায়। আশা করা হচ্ছে, এটাও তেমনই কেউ মজা করে এডিট করেছেন।
IND W vs SA W Final: ফাইনালে বদলে যাবে সবকিছু? বাদের খাতায় ভারতের তারকা ক্রিকেটার!
খুব স্বাভাবিকভাবে এই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, তা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এটা সরিয়ে দেওয়া হয়। ফাইনাল ম্য়াচের ফলাফল একেবারে সরিয়ে দেওয়া হয়েছে। এবার এই টুর্নামেন্ট কারা জিতবেন, সেটা আজ ১০০ ওভার খেলা শেষ হওয়ার পরই বোঝা যাবে। তবে আশা করা হচ্ছে, দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এরপর উইকিপিডিয়া পেজেও আনুষ্ঠানিকভাবে বদল করা হবে। আর সেটা একদম সঠিক হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us