/indian-express-bangla/media/media_files/2025/09/07/india-vs-korea-1-2025-09-07-11-28-27.jpg)
এশিয়া কাপ ফাইনালে কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় হকি দল
Hockey Asia Cup 2025: ২০২৫ হকি এশিয়া কাপে ভারতীয় দল (Indian Hockey Team) জ্বলে ওঠার আগে হয়ত কিছুটা সময় নিয়েছিল। তাতে অবশ্য অসুবিধে কিছু নেই! আপাতত তারা রবিবার (৭ সেপ্টেম্বর) ফাইনাল খেলতে নামবে। ২০২৬ বিশ্বকাপ এবং ভারতীয় হকি দলের মধ্যে আপাতত দাঁড়িয়ে রয়েছে কোরিয়া। রবিবাসরীয় ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করলে চতুর্থবার এশিয়া কাপের খেতাব হাতে তুলবে। যদিও এই টুর্নামেন্টে ভারতের শুরুটা একেবারেই আশানুরূপ হয়নি।
শুরুতেই জ্বলে উঠতে পারছেন না ভারতীয় স্ট্রাইকাররা
টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ভারত ৪-৩ ব্যবধানে চিনের বিরুদ্ধে জয়লাভ করলেও, হকি প্রো লিগ অভিযানের ব্যর্থতা স্পষ্টই চোখে পড়ছিল। শুরু থেকে দলের ফরোয়ার্ডরা জ্বলে উঠতে পারছিলেন না। দলের অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের উপর নির্ভরতা নিয়ে কোনও লুকোছাপা ছিল না। তাঁর হ্যাটট্রিকের দৌলতেই চিনের প্রাচীর ভাঙতে সক্ষম হয়েছিল ভারত। এরপর জাপানের বিরুদ্ধেও জয়লাভ করে টিম ইন্ডিয়া। কিন্তু, পুরনো রোগমুক্তি হয়নি। শুরুটা বেশ ধীরগতিতেই করেছিল গোটা দল। এরপর কাজাখস্তানকে ১৫-০ গোলে হারানের পর দলের আত্মবিশ্বাস একেবারে সপ্তমে চড়ে। আর সেইসঙ্গে এন্ট্রি নেয় সুপার ফোর পর্বে।
সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু, ক্রেগ ফুলটনের দল একেবারেই নজর কাড়তে পারেনি। প্রথম কোয়ার্টারেই তো ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল। এরপর রাজগিরে টিম ইন্ডিয়া ফের কামব্যাক করে। তবে গোল করার একাধিক সুযোগ হাতছাড়া করেছিল টিম ইন্ডিয়া। দলের ডিফেন্স নিয়েও উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। যদিও শেষপর্যন্ত এই ম্য়াচটা ২-২ গোলে ড্র করে ময়দান ছাড়ে টিম ইন্ডিয়া।
ধারাবাহিকতার অভাব রয়েছে কোরিয়ারও!
ফাইনালে আবারও সেই কোরিয়ার বিরুদ্ধেই খেলতে হবে টিম ইন্ডিয়াকে। একথা ভুলে গেলে চলবে না যে হকি এশিয়া কাপে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল কোরিয়াই। তবে এই টুর্নামেন্টে তাঁদের পারফরম্য়ান্সেও যথেষ্ট চড়াই উতরাই দেখতে পাওয়া গিয়েছে। পুল পর্বে মালয়েশিয়ার বিরুদ্ধে তারা একেবারে হতশ্রী পারফরম্য়ান্স করেছিল। যদিও চাইনিজ তাইপেই এবং বাংলাদেশকে হারিয়ে তারা লড়াইয়ে ফেরে। সুপার ফোর পর্বে ভারতের বিরুদ্ধে ড্র করলেও চিনের বিরুদ্ধে ৩-০ গোলে পরাজয় ফের তাদের খাদের ধারে ঠেলে দিয়েছিল।
India vs China Hockey Highlights: দুরমুশ হয়ে গেল চিনের শক্তি, মুখে চুনকালি মাখিয়ে ফেরত পাঠাল ভারত
এমনকী, শনিবার (৬ সেপ্টেম্বর) মালয়েশিয়া যখন ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল, তখনও কোরিয়ান সমর্থকদের মুখ একেবারে পানসে হয়ে গিয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত এই দলটা দুর্দান্ত কামব্যাক করে এবং ফাইনালের টিকিট কনফার্ম করে। এই জয়ের পর কোরিয়া হকি দলের তারকা খেলোয়াড় জেহিওন কিম বললেন, 'ফাইনালে আমরা যদি বিপক্ষ হিসেবে ভারতকে পাই, তাহলে এটুকু বলতে পারি যে ম্য়াচটা টাই হবে না।' ফলে ফাইনাল ম্য়াচে কোরিয়া যে জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করবে তারা বলা যেতেই পারে।
ভারত বনাম কোরিয়া: হেড-টু-হেড
এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রেকর্ড যথেষ্টই ভাল। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ২২ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ১০ ম্য়াচে। আর হেরেছে মাত্র দুটোয়। বাকি ১০ ম্য়াচ ড্র হয়েছে। শেষবার যখন এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল, সেই ম্য়াচটাও ২-২ গোলে ড্র হয়ে যায়।
২০২১ সালে সুলতান আজলান শাহ কাপ ফাইনালে কোরিয়া শেষবার ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছিল। তাও পেনাল্টি শুটআউটে।
চিনকে হারানোর পর ভারতীয় হকি দলের কোচ ফুলটন বললেন, 'পরপর ম্যাচ খেলা যে কোনও দলের কাছেই যথেষ্ট কঠিন একটা কাজ। তবে আমরা আমাদের এই পারফরম্যান্স পুনরায় করতে চেষ্টা করব। তবে কোরিয়াও যথেষ্ট ভাল জায়গায় রয়েছে। ওরাও যথেষ্ট ভাল খেলছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওরা নিজেদের মধ্যে হকিটা খেলছে।'
এই নিয়ে চতুর্থবার এশিয়া কাপের খেতাব জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় হকি দল। গত ২ ম্য়াচে টিম ইন্ডিয়া যে পারফরম্য়ান্স করেছে, তা সকলেরই নজর কেড়েছে। বিশেষ করে গত ম্য়াচে চিনের বিরুদ্ধে যে খেলাটা উপহার দিয়েছে, তা এককথায় অসাধারণ। শুরু থেকেই তারা বিপক্ষের উপর চাপ তৈরি করার চেষ্টা করেছে।
India vs Kazakhstan Highlights: গোলের বন্যা ভারতের, জিতে নিল একতরফা ম্য়াচ
তবে কোরিয়াও যে ভারতকে বেগ দিতে পারে, সেটা সুপার ফোরের ম্য়াচে ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে। যদিও ম্য়াচটা ড্র হয়েছিল। কোরিয়ার ডিফেন্সই আজ ভারতের কাছে মাথাব্যথার কারণ হতে পারে। এটা ভাঙতেই হবে টিম ইন্ডিয়াকে। পাশাপাশি গোল করার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।