India vs Afghanistan Highlights: আফগানদের বিরুদ্ধে গোলশূন্য ড্র, নেশনস কাপ থেকে ছিটকে গেল ভারতীয় ফুটবল দল?

Indian Football Team: বর্তমানে খালিদ জামিলের হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারতীয় ফুটবল দল। কিন্তু, ব্যর্থতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না।

Indian Football Team: বর্তমানে খালিদ জামিলের হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারতীয় ফুটবল দল। কিন্তু, ব্যর্থতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না।

author-image
IE Bangla Sports Desk
New Update
India va Afghanistan

আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারতীয় ফুটবল দল

Indian Football Team: ২০২৫ কাফা নেশনস কাপে গ্রুপ বি'র শেষ ম্যাচে আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই খেলায় গোলশূন্য ড্র করেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাজাখস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়।

আনোয়ার আলিকে (Anwar Ali) ম্য়াচের সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুঝে নিন জটিল অঙ্ক

Advertisment

এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতীয় ফুটবল দল চার ম্য়াাচে মাত্র ৩ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। আপাতত আইআর ইরান বনাম তাজাখস্তান ম্য়াচের দিকে তাকিয়ে থাকতে হবে। এই ম্য়াচের উপরই নির্ভর করছে টিম ইন্ডিয়ার ভাগ্য। গ্রুপ পর্বে শীর্ষে ওঠার স্বপ্ন ভারতের ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন তারা দ্বিতীয় স্থানে হয়ত শেষ করতে পারে। অর্থাৎ, টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জনের জন্য লড়াই করবে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি আগামী ৮ সেপ্টেম্বর আয়োজন করা হবে। তবে এই অঙ্কটা একমাত্র সম্ভব, যদি তাজাখস্তানের বিরুদ্ধে ইরান জয়লাভ করে।

Indian Football Team: প্রথম ম্য়াচেই খালিদ ম্য়াজিক, অবশেষে জয়ের সরণীতে ভারতীয় ফুটবল দল

প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট ভারতের

Advertisment

ম্যাচের ২৪ মিনিটে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। আলি রেজা পানাহির একটি দুরপাল্লার শট তিনি দুরন্ত সেভ করেন। কয়েক মিনিটের মধ্যেই ইরফান ইয়ারওয়ার আফগানিস্তান বক্সের মধ্যে একটা থ্রু পাস বাড়িয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত বলটা গোলপোস্টের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায়।

Indian Football Team: সত্য়িই নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল? জানুন আসল সত্যিটা

৩৪ মিনিটের মাথার ফের গোল করার সুযোগ এসেছিল ভারতের কাছে। আফগানিস্তানের সেন্টার ব্যাক মেহবুব হানিফির থেকে বলটা বক্সের মধ্যেই কেড়ে নিয়েছিলেন আশিক কুরুনিয়ান। শুধুমাত্র গোলকিপার ফয়জল আহমেদ হামিদিকে পরাস্ত করতে পারলেই তিনি টিম ইন্ডিয়াকে লিড এনে দিতে পারতেন। কিন্তু, ভারতের এই উইঙ্গারের সঙ্গে হামিদির জোরাল ধাক্কা হয়। আর সেইসঙ্গে বলটাও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের

এই ম্য়াচে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হল জিতিন এমএসের। প্রথমার্ধের একেবারে শেষবেলায় আশিককে আরও একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি। কিন্তু, আফগান ডিফেন্সে আশিকের শট প্রতিহত হয়। প্রথমার্ধের সংযুক্তি সময়ে জিতিনের কাছে আরও একটি সুযোগ এসেছিল। বলটা বিপদমুক্ত করার চেষ্টা করছিলেন আফগান ডিফেন্ডাররা। কিন্তু, বক্সের ঠিক বাইরেই দাঁড়িয়ে ছিলেন জিতিন। তাঁর কাছে বলটা চলে আসে। একটা হাফ টার্ন নিয়ে তিনি জোরাল শট মারেন। কিন্তু, বারপোস্টের উপর দিয়ে বলটা কার্যত উড়ে গেল।

দ্বিতীয়ার্ধেও একই গল্পের পুনরাবৃত্তি

তবে দ্বিতীয়ার্ধে এই ম্য়াচে ভারতের নিয়ন্ত্রণ অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। দলের হেড কোচ খালিদ জামিল মাঠে নামলেন মনবীর সিং (জুনিয়র) এবং বিক্রম প্রতাপ সিংকে।

৬০ মিনিটের মাথায় ভারতের কাছে গোল করার একটা সুবর্ণ সুযোগ এসেছিল। নিখিল প্রভু তাঁর বুটের আলতো ছোঁয়ায় একটা থ্রু বল জিতিনের দিকে বাড়িয়েছিলেন। কিন্তু, জিতিন শেষপর্যন্ত বলের নাগালে পৌঁছতে পারলেন না।

ফের সুযোগ আসে জিতিনের কাছে। এবার উবেইসের লম্বা থ্রো থেকে বলটা পেয়েছিলেন তিনি। কিন্তু, ৬৬ মিনিটে তাঁর শট গোলপোস্টের অনেকটা উপর দিয়ে বেরিয়ে যায়।

Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে

ম্যাচের ৭১ মিনিটে আফগানিস্তান গোল করার জন্য নিঃসন্দেহে সেরা সুযোগটা পেয়েছিল। ডান প্রান্ত থেকে হোসেন জামানি কাট করে বলটা ইয়ামা শেরজাদকে পাঠিয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত গুরপ্রীতের ক্ষিপ্রতায় বলটা ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। 

মোটের উপর এই ম্য়াচে দুটো দলই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু, একটাও তারা কাজে লাগাতে পারেনি। আর সেকারণেই শেষপর্যন্ত এই ম্য়াচের ফলাফল গোলশূন্য ড্র হয়।

India vs Afghanistan Anwar Ali indian football team