/indian-express-bangla/media/media_files/2025/09/27/indian-u-17-football-team-2025-09-27-23-37-57.jpg)
জয়ের পর উল্লাস ভারতীয় ফুটবলারদের
India vs Bangladesh: অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship) ২০২৫ টুর্নামেন্টের ফাইনালে ভারত এবং বাংলাদেশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। ইতিপূর্বে নেপালকে হারিয়ে টিম ইন্ডিয়া (Indian Football Team) ফাইনালে জায়গা করে নিয়েছিল।
Indian Football: কল্যাণই সভাপতি, 'সুপ্রিম' রায় আদালতে! কতটা অন্ধকারে আইএসএল ভবিষ্য়ৎ?
সেই পারফরম্য়ান্সই কার্যত খেতাবি লড়াইয়ে ধরে রাখল ভারতীয় ফুটবল দল। আর সেকারণে পেনাল্টি শ্যুটআউটে ডেনি সিং ওয়াংখেমের নেতৃত্বে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ৪-১ গোলে জয়লাভ করল। ভারতীয় গোলকিপার মানসজ্যোতি বড়ুয়া এই ম্য়াচে নজরকাড়া পারফরম্য়ান্স করলেন। বলা ভাল, তিনি একাই প্রচারের যাবতীয় আলো কেড়ে নিয়েছেন।
Indian Football Team: ওমান জয় অতীত, কী হতে পারে টিম ইন্ডিয়ার পরবর্তী পরিকল্পনা? বিশ্লেষণে শিশির ঘোষ
ভারত এবং বাংলাদেশের মধ্যে রোমাঞ্চকর ম্য়াচ
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য দুটো দলই যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল। সেকারণে আশা করাই হয়েছিল যে ফাইনাল ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। সমর্থকদের প্রত্যাশা অনুসারে এই ম্য়াচে পারফরম্য়ান্স দেখা গেল।
Indian Football Team: প্রথম ম্য়াচেই খালিদ ম্য়াজিক, অবশেষে জয়ের সরণীতে ভারতীয় ফুটবল দল
ম্য়াচের তৃতীয় মিনিটে টিম ইন্ডিয়াকে লিড এনে দিয়েছিলেন ডল্লামুয়োন গাংতে। সেকারণে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু, ২৪ মিনিটে বাংলাদেশের হয়ে সমতা ফেরালেন এমডি মানিক। এরপর ৩৪ মিনিটে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করলেন আজলান শাহ। তিনি ফের টিম ইন্ডিয়াকে ২-১ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধে লিড নিয়েই মাঠ ছাড়ে ভারত।
Indian Football Team: সত্য়িই নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল? জানুন আসল সত্যিটা
দ্বিতীয়ার্ধেও নির্ধারিত ৪৫ মিনিটের মধ্যে কোনও গোল হয়নি। একটা সময় মনে হচ্ছিল টিম ইন্ডিয়া সহজেই এই ম্য়াচে জয়লাভ করবে। কিন্তু, সংযুক্তি সময়ের সপ্তম মিনিটে ঈশান হাবিব রিদুয়ান স্কোরলাইন ২-২ করে দেন। ব্যাস, তারপর আর কী? খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। এই পর্বে ভিভিয়ানো ফার্নান্ডেজের দল প্রথমেই ৪ গোল দাগে। অন্যদিকে, বাংলাদেশ মাত্র একবারই ভারতের জালে বল জড়াতে পেরেছে। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া ৪-১ গোলে এই ম্য়াচে জয়লাভ করে। প্রসঙ্গত, ভিভিয়ানো ফার্নান্ডেজের কোচিং মেয়াদে ভারতের অনূর্ধ্ব ১৭ ফুটবল দল পঞ্চমবার সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করল। এই তরুণ ফুটবলাররা যদি আগামীদিনেও ভাল পারফরম্য়ান্স করতে পারে, তাহলে টিম ইন্ডিয়ার ভবিষ্যত চোখ বন্ধ করে উজ্জ্বল হতে চলেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us