India vs England: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচের (IND vs ENG 2nd Test Match) ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে এই ম্য়াচটি আয়োজন করা হচ্ছে। দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যে উঠতে শুরু করেছে সমালোচনার ঝড়। তবে এরইমধ্যে একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে কার্যত তোপের মুখে পড়তে হয়েছে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং শুভমান গিলকে (Shubman Gill)।
ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে কারা ঠাঁই পেলেন, সেই তালিকা ইতিমধ্যে সামনে এসে গিয়েছে। অনেকেই যেমনটা মনে করছিলেন, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডিকে দ্বিতীয় টেস্ট ম্য়াচে সুযোগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিয়েছেন আকাশ দীপ। অর্থাৎ, গত ম্য়াচে যে ক্রিকেটার টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট অভিষেক করলেন, সেই সাই সুদর্শনকেই দলের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হল। আর ৩ নম্বরে উঠে এলেন করুণ নায়ার। তিন নম্বরে ব্যাট করতে নেমে করুণ তাঁর ভাগ্য বদলাতে পারবেন কি না, সেটাই আপাতত দেখার।
IND vs ENG 2nd Test Record: ১৯৬৭ সাল থেকে কাটেনি খরা, বার্মিংহামে একটাও ম্য়াচ জিততে পারেনি ভারত! এবার কি ঘুরবে ভাগ্যের চাকা?
বাদ পড়লেন সাই সুদর্শন, বিশ্রাম দেওয়া হল জসপ্রীত বুমরাহকে
এর পাশাপাশি জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে কেন বাদ দেওয়া হল, সেই ব্যাপারেও শুভমানের কাছে যথাযোগ্য জবাব ছিল না। কারণ তিনি একেবারে ফিট রয়েছেন। প্রথম টেস্ট ম্যাচের পর প্রায় ৮ দিন বিশ্রামের সুযোগ পেয়েছিলেন তিনি। অন্যদিকে, লাল বলের ক্রিকেটে আরও একবার ব্রাত্য করে রাখা হল কুলদীপ যাদবকে। ফলে টিম ইন্ডিয়ার এই প্রথম একাদশ দেখে একটা কথা বলা যেতেই পারে। এই দলের কাছে কোনও ফ্রন্টলাইন বোলার থাকল না, যিনি ২০ উইকেট শিকার করতে পারেন। ভারতীয় ক্রিকেট দলের আক্রমণ আপাতত মহম্মদ সিরাজের কাঁধে তুলে দেওয়া হল। লিডস টেস্টে সিরাজ এমনিতেই নির্বিষ বোলিং করেছিলেন। যদিও ৩৭ টেস্ট ম্য়াচে তিনি মোট ১০২ উইকেট শিকার করেছেন।
IND vs ENG 2nd Test: দ্বিতীয় টেস্টে ভয়ঙ্কর স্ট্র্যাটেজি গিল-গম্ভীরের, ২ ম্যাচ উইনার বোলারকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া?
৩ নম্বরে জ্বলে উঠতে পারবেন করুণ নায়ার?
আপাতত ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং গভীরতা যে আট নম্বর পর্যন্ত রয়েছে, তা বলা যেতেই পারে। কারণ, টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু, বোলিং ডিপার্টমেন্ট যে একেবারে নখদন্তহীন, সেকথা বলা যেতেই পারে। নীতিশ কুমার রেড্ডি ৫ উইকেট শিকার করেছেন, সুন্দর ৩৫, রবীন্দ্র জাদেজা ৩০০-র বেশি উইকেট শিকার করলেও ইংল্য়ান্ডের উইকেটে বল হাতে কোনও কামাল দেখাতে পারেননি। এই দলে কেন যে আর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হল না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
IND vs ENG 2nd Test Bomb Threat: ভয়ঙ্কর নাশকতার ছক! টিম ইন্ডিয়ার হোটেলের বাইরে 'বোমাতঙ্ক'?
এবার টসের কথায় আসা যাক। ইংল্যান্ড টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেট দল এজবাস্টনের উইকেটে ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে। টিম ইন্ডিয়া ১৫ রানে প্রথম উইকেট হারিয়েছে। ২ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন কেএল রাহুল। উইকেট শিকার করলেন কেএল রাহুল। এই পিচে টিম ইন্ডিয়ার পক্ষে ২০ উইকেট শিকার করা যে বেশ কঠিন হবে, তা বলা যেতেই পারে।
IND vs England 2nd Test Playing 11: আশঙ্কাই হল সত্যি! এই ৩ ক্রিকেটারকে শেষমেশ বাদ দিল টিম ইন্ডিয়া
একনজরে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।