Indian Football Team: মান বাঁচালেন রহিম আলি, ১০ জনে লড়াকু ড্র টিম ইন্ডিয়ার

India vs Singapore: সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত ১-১ গোলে ড্র করেছে। এই ড্রয়ের পাশাপাশি ভারতের ঝুলিতে মোট ২ পয়েন্ট এসেছে। তালিকায় তারা তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে।

India vs Singapore: সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত ১-১ গোলে ড্র করেছে। এই ড্রয়ের পাশাপাশি ভারতের ঝুলিতে মোট ২ পয়েন্ট এসেছে। তালিকায় তারা তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rahim Ali

ভারতের হয়ে একমাত্র গোল করেছেন রহিম আলি

Indian Football Team: শেষবেলায় রহিম আলি গোলটা না করলে ভারতীয় ফুটবল দলের মান-ইজ্জত যে একেবারে খোয়া যেত, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ২০২৭ এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্য়তা অর্জনকারী পর্ব খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কালাংয়ের জাতীয় স্টেডিয়ামে এই খেলা আয়োজন করা হয়। শেষপর্যন্ত সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত ১-১ গোলে ড্র করেছে। 

Advertisment

এই ড্রয়ের পাশাপাশি ভারতের ঝুলিতে মোট ২ পয়েন্ট এসেছে। তালিকায় তারা তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, তিন ম্য়াচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে সিঙ্গাপুর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রাজত্ব করছে।

ম্য়াচের পর টিম ইন্ডিয়ার রেকর্ড গোলদাতা তথা তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রী (Sunil Chhetri) বললেন, 'খাতায়-কলমে এখনও আমাদের সামনে ২০২৭ এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। এখনও আমাদের হাতে তিনটে ম্য়াচ রয়েছে। আপাতত আমরা একটা করে ম্য়াচ ধরে এগোতে চাই।'

Advertisment

Indian Football Team: ওমান জয় অতীত, কী হতে পারে টিম ইন্ডিয়ার পরবর্তী পরিকল্পনা? বিশ্লেষণে শিশির ঘোষ

এই ম্যাচে দুটো দলই একেবারে শেষবেলায় গোল করেছে। যদিও প্রথমার্ধে বাঁশি বাজার ঠিক আগেই গোল করেছিলেন সিঙ্গাপুরের ইকসান ফান্ডি। একেবারে স্টপেজ টাইমে তাঁর পা থেকে দুর্ধর্ষ একটি গোল বেরিয়ে আসে। ২০২২ সালে যখন ভারত এবং সিঙ্গাপুর একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন, তখনও গোল করেছিলেন এই ফান্ডি। আর বৃহস্পতিবারের ম্য়াচে শুরু থেকেই তিনি ভারতীয় ফুটবল দলের জন্য সমস্যা তৈরি করেই যাচ্ছিলেন। অবশেষে সাওয়াল আনুয়ারের অ্যাসিস্ট থেকে তিনি সিঙ্গাপুরকে লিড এনে দেন। 

Indian Football Team: প্রথম ম্য়াচেই খালিদ ম্য়াজিক, অবশেষে জয়ের সরণীতে ভারতীয় ফুটবল দল

জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন সন্দেশ

তবে ম্য়াচের দ্বিতীয়ার্ধে টিম ইন্ডিয়ার কপালে আরও দুর্ভোগ নাচছিল। খেলা শুরু হওয়ার ঠিক ২ মিনিট পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন টিম ইন্ডিয়ার সেন্টার ব্যাক সন্দেশ ঝিংগান। সেইসঙ্গে তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়।

Indian Football Team: সত্য়িই নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল? জানুন আসল সত্যিটা

তবে রেফারির এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি সুনীল ছেত্রী। তাঁর কথায়, 'এই সিদ্ধান্তটা একেবারে ৫০-৫০ ছিল। কিন্তু, রেফারির ওই সিদ্ধান্তের পর আমাদের ১০ জন মিলে খেলা ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না।'

Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে

টিম ইন্ডিয়ার সৌভাগ্য যে শেষবেলায় রহিম আলির গোল এই ম্য়াচে ভারতীয় ফুটবল দলের মান-সম্মান বাঁচিয়েছে। রেগুলেশন টাইমের একেবারে অন্তিম লগ্নে রহিমের পা থেকে গোলটা বেরিয়ে আসে। প্রসঙ্গত, আন্তর্জাতিক ফুটবলে সিনিয়র দলের হয়ে এটাই রহিম আলির প্রথম গোল।

শেষবেলায় রহিমের গোল

পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামার পর থেকেই বিপক্ষ শিবিরের উপর চাপ তৈরি করতে শুরু করেন রহিম আলি। ইতিমধ্যে সিঙ্গাপুরের গোলকিপার ইজ়ওয়ান মাহবুদ একটি ছোট ভুল করে ফেলেন। সেটা চোখ এড়ায়নি রহিমের। টিম ইন্ডিয়ার ফরোয়ার্ড বলটাকে কার্যত কেড়ে নেন এবং ফাঁকা নেটে সেটাকে জড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে ভারতও এই ম্য়াচে সমতায় ফেরে।

অন্য়দিকে, ম্য়াচের পর সিঙ্গাপুর ফুটবল দলের অধিনায়ক হ্যারিস হারুন বললেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক যে ম্য়াচের একেবারে শেষবেলায় আমরা গোল খেলাম। গোটা খেলাতেই আমরা কর্তৃত্ব বজায় রেখেছিলাম। এই ম্য়াচটা আমরা অনায়াসেই জিততে পারতাম। ভারত যখন ১০ জন মিলে খেলতে শুরু করল, তখন ওদের উপর আরও চাপ বাড়াতে পারতাম।'

এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার পর্বে এই দুটো দল আগামী ১৪ অক্টোবর আবারও একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজন করা হবে।

Sunil Chhetri AFC Asian Cup indian football team