India vs South Aftica Tickets: ইডেনে ফিরছে 'টেস্ট' গরিমা, টিকিটের দাম কত জানেন?

India vs South Africa Test: কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরছে টেস্ট ক্রিকেটের হারানো গরিমা। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে শেষবার ভারত এবং বাংলাদেশের মধ্যে পিঙ্ক বল টেস্ট আয়োজন করা হয়েছিল।

India vs South Africa Test: কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরছে টেস্ট ক্রিকেটের হারানো গরিমা। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে শেষবার ভারত এবং বাংলাদেশের মধ্যে পিঙ্ক বল টেস্ট আয়োজন করা হয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Eden Gardens, Sourav Ganguly

সিএবি সভাপতি সৌরভের মহার্ঘ্য উপহার

India vs South Africa: হাতে আর বেশি সময় বাকি নেই। শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিক টেস্ট সিরিজ। এই সিরিজের একটি ম্য়াচ কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হবে। সোমবার অর্থাৎ ২০ অক্টোবর থেকে এই ম্য়াচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। গত রবিবারই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই ব্যাপারে ঘোষণা করা হয়েছিল। জোম্যাটোর ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে আপনি এই ম্য়াচের টিকিট সংগ্রহ করতে পারবেন।

Advertisment

Eden Gardens IPL Final: মোদী-মমতা দ্বৈরথেই ইডেন থেকে সরছে ফাইনাল! রাজনীতির রং এবার আইপিএলেও?

এবার টিকিটের মূল্য প্রসঙ্গে আসা যাক। এই ম্য়াচের প্রতিদিনের জন্য় টিকিটের মূল্য ৬০ টাকা করে ধার্য্য করা হয়েছে। অর্থাৎ, মোট পাঁচ দিনের জন্য আপনাকে ৩০০ টাকা খরচ করতে হবে। পাশাপাশি এই টিকিটের মূল্য দিন প্রতি সর্বাধিক ২৫০ টাকা করে হবে। অর্থাৎ, গোটা ম্য়াচের জন্য আপনাকে খরচ করতে হবে মোট ১,২৫০ টাকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব বর্তমানে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে। আগামী ১৪ থেকে ১৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে এই ম্য়াচ আয়োজন করা হবে। 

Advertisment

Eden Gardens Bomb Threat: 'বোমা মেরে উড়িয়ে দেব...', ভরা ইডেনে এল চাঞ্চল্যকর হুমকি

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে শেষবার ভারত এবং বাংলাদেশের মধ্যে পিঙ্ক বল টেস্ট আয়োজন করা হয়েছিল। পাশাপাশি গত ১৩ বছরের মধ্যে এই প্রথমবার বিরাট কোহলিকে ছাড়া কলকাতার নন্দন-কাননে এই টেস্ট ম্য়াচের (india-vs-south-africa) আয়োজন করা হবে। সম্প্রতি ইংল্যান্ড সিরিজের ঠিক আগে তিনি ক্রিকেটের দীর্ঘতম ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করেছিলেন।

তবে এই প্রোটিয়া সিরিজ আয়োজনের আগে ইডেন গার্ডেন্সে বাংলার রনজি ট্রফি হোম ম্য়াচ আয়োজন করা হচ্ছে।

Sourav Ganguly on Eden Gardens Pitch Controversy: 'রাহানেকে জিজ্ঞাসা করুন...', ইডেনের উইকেট বিতর্কে মুখ খুললেন সৌরভ

আপাতত ইডেনে বসেছে রঞ্জির আসর

চলতি মরশুমের রনজি ট্রফিতে বাংলা ক্রিকেট দল তাদের প্রথম ম্য়াচটা উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে অভিমন্যু ঈশ্বরণ ৬৯ রানের একটি ম্য়াচজয়ী ইনিংস উপহার দেন। এর পাশাপাশি বাংলা তথা ভারতীয় ক্রিকেট দলের পেস ব্যাটারি মহম্মদ সামি সাতটি উইকেট শিকার করেন।

Ajinkya Rahane on Eden Gardens Wicket: 'আমি কিছু বললে বিপদ বাড়বে...', ইডেন কিউরেটরকে হুঁশিয়ারি রাহানের?

আগামী শনিবার বাংলা তাদের দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে গুজরাটের বিরুদ্ধে। এই ম্য়াচের পরই প্রোটিয়া টেস্টের জন্য উইকেট প্রস্তুত করা হবে।

Eden Gardens india-vs-south-africa