/indian-express-bangla/media/media_files/2025/11/05/indian-crioket-team-2025-11-05-18-31-57.jpg)
ভারতীয় ক্রিকেট দল
India vs South Africa Test Match: আবার টেস্ট ময়দানে দেখতে পাওয়া যাবে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হবে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পক্ষ থেকে টিম ইন্ডিয়ার ঘোষণা করে দেওয়া হয়েছে। এই স্কোয়াডে আরও একবার কামব্যাক করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে এই স্কোয়াডে খুব একটা বেশি পরিবর্তন করা হয়নি। দলের ক্যাপ্টেন্সি শুভমান গিলের (Shubman Gill) হাতেই থাকবে। এই পন্থ এই দলে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
IND vs WI Live Updates: আম্পায়ারের সিদ্ধান্তে চরম ক্ষোভ, স্টাম্প মাইকে এ কী বললেন বুমরাহ?
এন জগদীশনের জায়গায় কামব্যাক করলেন ঋষভ পন্থ
ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই সিরিজটা ঘরের মাঠেই ছিল। ওই সিরিজে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। ওই সিরিজ থেকে আগামী সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে মাত্র ২ পরিবর্তন করা হয়েছে। ইংল্যান্ড সফর চলাকালীন চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। সেকারণে তিনি দলের বাইরে ছিলেন। ইতিমধ্যে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছিলেন ধ্রুব জুরেল। সেইসঙ্গে ব্য়াক-আপ উইকেটকিপার হিসেবে এন জগদীশনকেও রাখা হয়েছিল। কিন্তু, জগদীশনকে আপাতত স্কোয়াড থেকে বের করে দেওয়া হল। সেই জায়গায় ঢুকলেন ঋষভ পন্থ। এবার উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ ঋষভই হবেন। ব্যাটার হিসেবে ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হতে পারে।
IND vs WI 2nd Test Follow On: লজ্জার ব্যাটিং ক্যারিবিয়ানদের, ফলো অন করাল টিম ইন্ডিয়া
বাদ পড়লেন প্রসিদ্ধ কৃষ্ণা, দলে এলেন আকাশদীপ
এর পাশাপাশি টিম ইন্ডিয়ার স্কোয়াডে আরও একটি পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা এই স্কোয়াড থেকে বাদ পড়লেন। তাঁর জায়গায় এন্ট্রি নিয়েছেন আকাশদীপ। এই সিরিজের হাত ধরে আকাশদীপেরও কামব্যাক হতে চলেছে। ইতিমধ্যে ভারতীয় এ দলের হয়ে খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণা। সেকারণে তাঁকে নির্বাচন করা হয়নি। বাকি দল একই রয়েছে। ঠিক যেমনটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিল। এই সিরিজেও ওপেনিং জুটি হিসেবে দেখা যাবে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলকে। পেস বোলিংয়ের দায়িত্ব থাকবে মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহের উপরে। সঙ্গত দেবেন আকাশদীপ।
IND vs WI Test 2025: ব্যাটিংয়ে সাফল্যের পর, দুর্দান্ত ক্যাচ নিয়ে দ্বিতীয় দিনের হিরো সুদর্শন!
একনজরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সূচি
ভারত বনাম দক্ষিণ আফ্রিতা সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। এরপর দ্বিতীয় ম্য়াচটি আগামী ২২ তারিখ থেকে গুয়াহাটিতে খেলা হবে। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। সেকারণে আরও বেশি গুরুত্ব বেড়ে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতীয় ক্রিকেট দল আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এই সিরিজটা জিতে নিজেদের পিসিটি বাড়াতে চাইবে টিম ইন্ডিয়া।
IND vs WI 2nd Test Match: দ্বিতীয় টেস্টের আগে বড় খবর, শুনলে মন ভাল হবে আপনারও!
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য টিম ইন্ডিয়া: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশদীপ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us