India vs UAE Asia Cup 2025 Highlights: আগুন জয়ে এশিয়া কাপ শুরু ভারতের, নয়া রেকর্ড টিম ইন্ডিয়ার ঝুলিতে!

India vs UAE Asia Cup 2025: জয় দিয়ে ২০২৫ এশিয়া কাপ অভিযান শুরু করল ভারতীয় ক্রিকেট দল। বুধবার (১০ সেপ্টেম্বর) তারা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ৯ উইকেটে জয়লাভ করল টিম ইন্ডিয়া।

India vs UAE Asia Cup 2025: জয় দিয়ে ২০২৫ এশিয়া কাপ অভিযান শুরু করল ভারতীয় ক্রিকেট দল। বুধবার (১০ সেপ্টেম্বর) তারা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ৯ উইকেটে জয়লাভ করল টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team (14)

আরব আমিরশাহীর বিরুদ্ধে হেসেখেলে জয়লাভ করল টিম ইন্ডিয়া

Indian Cricket Team: আরব আমিরশাহীর (India vs UAE) বিরুদ্ধে ভারত যে সহজ জয়লাভ করবে, সেই প্রত্যাশা আগেই করা হয়েছিল। কিন্তু, এতটাও সহজে যে তারা জয়লাভ করতে পারবে, সেকথা বোধহয় স্বয়ং ঈশ্বরও আঁচ করতে পারেননি। মাত্র ৪.৩ ওভারেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া। জিতল ৯ উইকেটে আর সেইসঙ্গে গড়ল এক নয়া রেকর্ড। ইতিপূর্বে, সবথেকে স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারত দ্রুততম রান তাড়া করেছিল। সেটা ছিল ৬.৩ ওভারে। তবে বুধবার আরব আমিরশাহীর যাবতীয় মান-ইজ্জত যে টিম ইন্ডিয়া কেড়ে নিল, তা বলা যেতেই পারে।

Advertisment

Asia Cup 2025: প্রথমবার এশিয়া কাপ খেলতে নামছেন ভারতের ৭ ক্রিকেটার! পাঁচ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা

অভিষেকের বিধ্বংসী ব্যাটিং

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। দুজনেই মারকাটারি ব্যাটিং করলেন। অভিষেক মাত্র ১৬ বলে করলেন ৩০ রান। এরমধ্যে ২ চার এবং ৩ ছক্কা রয়েছে। অন্যদিকে গিল ৯ বলে ২০ রান করেছেন। এরমধ্যে ২ চার এবং ১ ছক্কা রয়েছে। শেষবেলায় ৭ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় ক্রিকেট দল মাত্র ৪.৩ ওভারের মধ্যেই কাঙ্খিত টার্গেট হাসিল করে নেয়। এই জয়ের পাশাপাশি ২ পয়েন্টও অর্জন করল টিম ইন্ডিয়া।

Advertisment

India vs Pakistan: বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ

চূড়ান্ত ফ্লপ হলেন আরব আমিরশাহীর ব্যাটাররা

সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে আলিশান শরাফু এবং মহম্মদ ওয়াসিম বেশ খানিকক্ষণ লড়াই চালানোর চেষ্টা করেছিলেন। তাঁদের মধ্যে ২৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু, আলিশান আউট হতেই আরব আমিরশাহীর ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আলিশান ২২ রান করে আউট হন। UAE অধিনায়ক মহম্মদ ওয়াসিম করেন ১৯ রান। ওয়াসিম এবং আলিশান ছাড়া দলের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। আর সেকারণে তারা ২০ ওভারও সম্পূর্ণ খেলতে পারেনি। মাত্র ৫৭ রানে গুটিয়ে যায়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটাই আরব আমিরশাহীর সবথেকে কম স্কোর। 

India Playing XI Asia Cup 2025: কার ভাগ্যে ছিঁড়ল শিকে, কে'ই বা পড়লেন বাদ? দেখে নিন, টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

বিধ্বংসী পারফরম্য়ান্স করলেন কুলদীপ যাদব

সংযুক্ত আরব আমিরশাহীর কাছে দুঃস্বপ্ন হয়ে ওঠেন কুলদীপ যাদব। তিনি ২.১ ওভার বল করে মোট চারটি উইকেট শিকার করলেন। আর খরচ করলেন মাত্র ৭ রান। তাঁর সামনে UAE ব্য়াটাররা কার্যত দাঁড়াতেই পারলেন না। এমনকী, অনেকদিন পর বল হাতে নজর কাড়লেন শিবম দুবেও। তিনিও তিনটে উইকেট শিকার করেছেন। ভারতের এই দুই বোলারই আরব আমিরশাহীকে কার্যত আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিলেন। 

Indian Cricket Team India vs UAE