IND vs WI 1st Test Match Timing: ভারতের এবার 'টেস্ট' পরীক্ষা, কখন থেকে শুরু হবে খেলা?

India vs West Indies 1st Test Match: ২০২৫ এশিয়া কাপে জয় আপাতত অতীত। এবার ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে। হোম সিরিজ হওয়ার কারণে টিম ইন্ডিয়া যে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশনে থাকবে, তা বলা যেতেই পারে।

India vs West Indies 1st Test Match: ২০২৫ এশিয়া কাপে জয় আপাতত অতীত। এবার ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে। হোম সিরিজ হওয়ার কারণে টিম ইন্ডিয়া যে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশনে থাকবে, তা বলা যেতেই পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill and Roston Chase

শুভমান গিল এবং রস্টন চেজ

India vs West Indies: ২০২৫ এশিয়া কাপে জয় আপাতত অতীত। এবার ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে। হোম সিরিজ হওয়ার কারণে টিম ইন্ডিয়া যে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশনে থাকবে, তা বলা যেতেই পারে। আরও একবার ভারতীয় ক্রিকেট দলের ব্যাটন ধরবেন শুভমান গিল (Shubman Gill)। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা এই সিরিজে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রথম ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজন করা হবে। আপাতত মাঠে নামার জন্য় ভারত একেবারে প্রস্তুত। কেএল রাহুল থেকে মহম্মদ সিরাজ, অনেকেই এই সিরিজে কামব্যাক করবেন। এই ক্রিকেটাররা অবশ্য এশিয়া কাপে খেলেননি।  

Advertisment

IND vs WI Records: গত ২৩ বছর ধরে অটুট ভারতের এই রেকর্ড, না জানলে চরম মিস করবেন!

কখন থেকে শুরু হবে ম্য়াচ?

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আয়োজিত টেস্ট সিরিজের প্রথম ম্য়াচটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ভারতীয় সময় অনুসারে, খেলা শুরু হবে ঠিক বেলা সাড়ে ৯টা থেকে। আর সকাল ৯টায় টসের আয়োজন করা হবে।

Advertisment

IND vs WI: ভারতের বিরুদ্ধে খেলব না টেস্ট সিরিজ! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তারকা পেসারের?

টেস্ট ক্রিকেটে দুই দলের হেড টু হেড

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এখনও পর্যন্ত ১০০ টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৩০ ম্য়াচে জয়লাভ করেছে। অন্যদিকে টিম ইন্ডিয়া ২৩ ম্য়াচে জয়লাভ করেছে। বাকি ৪৭ ম্য়াচ ড্র হয়েছে। এছাড়া টিম ইন্ডিয়া এই ২৩ ম্য়াচের মধ্যে ১৩টি ঘরের মাঠে জিতেছে। আর ১০ ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে।

Shubman Gill: শুভমানের আগে কে ছিলেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন? খেলেছেন ১৫৩ ম্য়াচ

শেষবার ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কবে আয়োজন করা হয়েছিল টেস্ট সিরিজ?

২০২৩ সালে শেষবার ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। এই সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে জয়লাভ করে। বর্তমানে রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। এরপরই শুভমান গিলকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

IND vs ENG: শুভমান বা সিরাজ নয়, এই তারকা-ই টিম ইন্ডিয়ার লাকি চার্ম, হারেননি একটিও টেস্ট ম্যাচ

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

Narendra Modi Stadium Shubman Gill Indian Cricket Team India vs West Indies