India vs West Indies 2nd Test Highlights: ভারতের মাটিতে 'চুনকাম' ওয়েস্ট ইন্ডিজ, সাফল্যের শীর্ষে অধিনায়ক শুভমান

India vs West Indies: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারতীয় ক্রিকেট দল। দুই ম্য়াচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে জয়লাভ করেছে। গোটা দেশে আপাতত উচ্ছ্বাসের জোয়ার বইছে।

India vs West Indies: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারতীয় ক্রিকেট দল। দুই ম্য়াচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে জয়লাভ করেছে। গোটা দেশে আপাতত উচ্ছ্বাসের জোয়ার বইছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team

ভারতীয় ক্রিকেট দল

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজকে ২ ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সিরিজের দ্বিতীয় তথা অন্তিম ম্য়াচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করেছে। পাশাপাশি অধিনায়ক হিসেবে শুভমান গিলের (Shubman Gill) মুকুটে আরও একটি সাফল্যের পালক যুক্ত হল।

Advertisment

IND vs WI Live Updates: আম্পায়ারের সিদ্ধান্তে চরম ক্ষোভ, স্টাম্প মাইকে এ কী বললেন বুমরাহ?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টস জিতে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে তারা ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান তুলেছিল। ভারতীয় ব্যাটারদের মধ্যে শতরান করেন যশস্বী জয়সওয়াল (১৭৫) এবং শুভমান গিল (১২৯*)। উইন্ডিজ বোলারদের মধ্যে জোমেল ওয়ারিকন তিনটে উইকেট শিকার করলেও, কাজের কাজ তিনি কিছু করতে পারেননি। প্রথম ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটিং ব্রিগেড কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ২৪৮ রানে তারা অলআউট হয়ে যায়।

Advertisment

IND vs WI 2nd Test Follow On: লজ্জার ব্যাটিং ক্যারিবিয়ানদের, ফলো অন করাল টিম ইন্ডিয়া

দুর্দান্ত কামব্যাক ওয়েস্ট ইন্ডিজের

এরপর টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয়। ভারত ভেবেছিল যে হাতে যা রান রয়েছে, তাতে হয়ত তাদের আর ব্যাট করতে হবে না। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই একেবারে ভোল বদলে যায় ক্যারিবিয়ান ব্রিগেডের। জন ক্যাম্পবেল এবং শাই হোপের শতরান, গোটা ম্য়াচের অঙ্ক একেবারে বদলে দেয়। ১৯৯ বলে ১১৫ রান করেন ক্যাম্পবেল। তিনি ১২ বাউন্ডারি এবং ৩ ছক্কা হাঁকান। অন্যদিকে, ২১৪ বলে ১০৩ রান করেন শাই হোপ। তিনিও ১২ বাউন্ডারি এবং ২ ছক্কা হাঁকান। এর পাশাপাশি জাস্টিন গ্রিভস অপরাজিত ৫০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। শেষপর্যন্ত ৩৯০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। টিম ইন্ডিয়াকে তারা জয়ের জন্য ১২১ রানের টার্গেট দেয়। সবথেকে বড় কথা, একটা মৃতপ্রায় ম্যাচকে যে তারা পঞ্চম দিন পর্যন্ত টেনে আনলেন, এর থেকে বড় সাফল্য আর কীই বা হতে পারে!

IND vs WI Test 2025: ব্যাটিংয়ে সাফল্যের পর, দুর্দান্ত ক্যাচ নিয়ে দ্বিতীয় দিনের হিরো সুদর্শন!

এই টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় টিম ইন্ডিয়া। মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান যশস্বী জয়সওয়াল। এরপর দলের হাল ধরেন কেএল রাহুল এবং সাই সুদর্শন। দ্বিতীয় উইকেটে তাঁদের মধ্যে ৭৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ম্যাচের পঞ্চম দিন সুদর্শন শেষপর্যন্ত ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। দ্বিতীয় ইনিংসে খুব বেশি রান করতে পারলেন না অধিনায়ক গিলও। মাত্র ১৩ রান করে তিনিও আউট হয়ে গেলেন। অবশেষে ব্যাট করতে নামেন ধ্রুব জুরেল। রাহুলের সঙ্গে জুটি বেঁধে তিনিই ম্য়াচটা শেষ করেন।

India vs West Indies Indian Cricket Team Shubman Gill