India wins Women’s World Cup: বিশ্বকাপ জিততেই পুরস্কারের বন্যা, রাতারাতি কোটিপতি হরমনপ্রীত, রিচা, শেফালিরা!

India wins Women’s World Cup: ভারতীয় মহিলা দল ৫২ বছর অপেক্ষা শেষে প্রথমবার জিতল ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। খুশিতে খেলোয়াড়দের টাকার বন্যায় ভাসিয়ে দিল বিসিসিআই।

India wins Women’s World Cup: ভারতীয় মহিলা দল ৫২ বছর অপেক্ষা শেষে প্রথমবার জিতল ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। খুশিতে খেলোয়াড়দের টাকার বন্যায় ভাসিয়ে দিল বিসিসিআই।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Prize Money of India: পুরস্কারের বন্যায় ভাসছে ভারতীয় দল।

Prize Money of India: পুরস্কারের বন্যায় ভাসছে ভারতীয় দল।

India wins Women’s World Cup: দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)-এর নেতৃত্বে ভারতীয় মহিলা দল প্রথমবারের মত জিতে নিল আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি (ICC Women's World Cup 2025)। নবি মুম্বইয়ে আয়োজিত ফাইনালে ভারত ৫২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে।

Advertisment

অর্থের স্রোতে ভাসছেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা

এই জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে। এই অর্থ খেলোয়াড়, কোচিং স্টাফ, সিলেক্টর ও সাপোর্ট টিমের মধ্যে বণ্টন করা হবে। 

আরও পড়ুন- হরমনপ্রীতের 'এক' সিদ্ধান্তেই বাজিমাত! বিশ্বকাপে শাপমোচন টিম ইন্ডিয়ার

Advertisment

বিসিসিআই (BCCI) সচিব দেবজিত শইকিয়া সংবাদসংস্থা এএনআই (ANI)-কে বলেছেন, 'এই জয় শুধু একটা কাপ নয়, এটা ভারতের মেয়েদের অধ্যবসায়ের জয়। আইসিসি (ICC) মহিলা ক্রিকেটে প্রাইজমানি ৩০০% বাড়িয়েছে। সেই সঙ্গে বিসিসিআই (BCCI)-ও ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করছে। তিনি আরও বলেন, 'আমরা আইসিসি (ICC)-র প্রাইজমানি ছোঁব না। বিসিসিআই (BCCI) সম্পূর্ণ আলাদা পুরস্কার দিচ্ছে। এটা হল খেলোয়াড় আর সাপোর্ট স্টাফদের চেষ্টার স্বীকৃতি।'

আরও পড়ুন- ফাইনালে শেফালিকে বল দিলেন কেন? ক্যাপ্টেন হরমনপ্রীত যা বললেন, শুনলে ভক্তি জাগবে!

কত টাকা পেল ভারতীয় দল?

আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহ সম্প্রতি ঘোষণা করেছিলেন যে, মহিলা বিশ্বকাপের পুরস্কারমূল্য ১৪ মিলিয়ন ডলার (প্রায় ১১৭ কোটি টাকা)। এর মধ্যে শুধুমাত্র জয়ী দলই পাচ্ছে ৪.৪৮ মিলিয়ন ডলার (প্রায় ৪২ কোটি টাকা)। এর সঙ্গে বিসিসিআইয়ের ৫১ কোটি টাকা যোগ হলে মোট পুরস্কারের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ৯৩ কোটি টাকা। যা ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে রেকর্ড।

আরও পড়ুন- জিতেছেন বিশ্বকাপ, দেশকে করেছেন গর্বিত! কী বললেন বাংলার মেয়ে রিচা?

ফাইনালে শেফালি ভার্মা ছিলেন ভারতের ট্রাম্প কার্ড। তিনি মাত্র ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২৯৯ রানে পৌঁছে দেন। এরপর বোলিংয়েও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন— সুনে লুস ও মারিজান কাপের। দীপ্তি শর্মাও ব্যাট হাতে ৫৮ রান করেছেন। পরে বল হাতে ৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার হয়েছেন। ফাইনালের পর হরমনপ্রীত কৌর বলেন, 'এই দলটা বিশ্বাস করত, আমরা পারব। তিনটা হারের পরও কেউ হাল ছাড়েনি। মেয়েরা দিনরাত পরিশ্রম করেছে। এই জয় ভারতের মেয়েদের প্রাপ্য।' 

আরও পড়ুন- এই ৫ ক্রিকেটারের জন্যই বিশ্বকাপ জিতল ভারত, কাটল ৫২ বছরের খরা!

ভারত মহিলা দল এর আগে ২০০৫ ও ২০১৭ সালের ফাইনালে পৌঁছেছিল, কিন্তু শিরোপা জিততে পারেনি। এবার সেই অভাব পূরণ হল দেশের মাটিতে। এই জয়ের সঙ্গে ভারত মহিলা ক্রিকেট এক নতুন যুগে প্রবেশ করল। কোটি কোটি ভারতীয় দর্শক ও ভক্তদের চোখে জল এনে দিয়েছে এই জয়। বিসিসিআইয়ের ৫১ কোটি টাকার পুরস্কার প্রমাণ করল— মেয়েদের ক্রিকেটও আজ আর পিছিয়ে নেই। মহিলা ক্রিকেট এখন বরং ভারতের গর্ব।

World Cup India