Women's ODI World Cup 2025: সেমিফাইনালে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত? জেনে নিন গোটা সমীকরণ

Women World Cup 2025: ২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপে আপাতত গোধূলিলগ্নে পা বাড়াতে শুরু করেছে। চারটে দল ইতিমধ্যে সেমিফাইনালের জন্য জায়গা পাকা করে ফেলেছে। শেষ চারের লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ভারত।

Women World Cup 2025: ২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপে আপাতত গোধূলিলগ্নে পা বাড়াতে শুরু করেছে। চারটে দল ইতিমধ্যে সেমিফাইনালের জন্য জায়গা পাকা করে ফেলেছে। শেষ চারের লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ভারত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Women Cricket Team

ভারতীয় মহিলা ক্রিকেট দল

Women's ODI World Cup 2025: ২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভারত বনাম নিউজিল্যান্ড (IND W vs NZ W) ম্যাচের আয়োজন করা হয়েছিল। এটা দুটো দলের কাছেই ছিল 'ডু অর ডাই' ম্য়াচ। অবশেষে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) এই ম্য়াচে জয়লাভ করে সেমিফাইনালের আসন পাকা করে ফেলেছে। টিম ইন্ডিয়ার আগে সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডকে হারিয়ে টিম ইন্ডিয়া চতুর্থ সেমিফাইনালিস্ট হিসেবে ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, সেমিফাইনাল পর্বে কোন দলের বিরুদ্ধে তাহলে খেলতে নামবেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা?

Advertisment

IND W vs NZ W Highlights: বিশ্বকাপে কিউয়ি বধ, কোন অঙ্কে সেমিফাইনাল কনফার্ম হবে ভারতের?

সেমিফাইনালে কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট ইতিমধ্যে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হেরে নিউজিল্যান্ড ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। এবার সেমিফাইনাল পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং টিম ইন্ডিয়ার মধ্যে লড়াই হবে। যদিও এই চারটে দলের কাছেই একটি করে গ্রুপ পর্বের ম্য়াচ বাকি রয়েছে। যেখানে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ইংল্যান্ডকে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে, টিম ইন্ডিয়া গ্রুপ পর্বের শেষ ম্য়াচটা বাংলাদেশের বিরুদ্ধে খেলবে।

Advertisment

IND W vs NZ W Live Updates: স্মৃতি-প্রতীকার জোড়া শতরানে নয়া ইতিহাস, ৩৭ বছর পর বিশ্বরেকর্ডের পুনরাবৃত্তি!

যদি আগামী ম্য়াচে টিম ইন্ডিয়া হারিয়েও দেয় বাংলাদেশকে, তাহলেও পয়েন্টস টেবিলে তাদের অবস্থান পরিবর্তন হবে না। চতুর্থ স্থানেই তাদের থাকতে হবে। এই পরিস্থিতিতে পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে থাকা দলের বিরুদ্ধে সেমিফাইনালে তাদের খেলতে হবে।

IND W vs ENG W Highlights News: হারের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার, কোন অঙ্কে উঠবে সেমিফাইনালে?

টপ-৩ পজ়িশনে হবে পরিবর্তন!

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর পয়েন্টস টেবিলে শীর্ষ তিন দলের অবস্থান পরিবর্তন হতে পারে। আপাতত শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু, যদি দক্ষিণ আফ্রিকা ক্যাঙারু ব্রিগেডকে হারিয়ে দেয়, তাহলে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে নেমে আসবে। আর শীর্ষস্থানে উঠে আসবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, যদি অস্ট্রেলিয়া হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে, সেক্ষেত্রে তারা শীর্ষস্থান ধরে রাখতে পারে।

IND W vs PAK W: মহিলাদের বিশ্বকাপে কোথায় দাঁড়িয়ে পাকিস্তান? কাছাকাছি নেই ভারত

ইংল্যান্ড আপাতত তৃতীয় স্থানে রয়েছে। যদি তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে তারা মোট ১১ পয়েন্ট সংগ্রহ করবে। সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে আসার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে। কিন্তু, যদি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলেই ইংল্যান্ড দ্বিতীয় স্থানে উঠতে পারবে।

IND W vs NZ W Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025