/indian-express-bangla/media/media_files/2025/10/11/sanju-samson-2-2025-10-11-22-11-37.jpg)
টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন
Sanju Samson: আসন্ন অস্ট্রেলিয়া (India vs Australia) সফরের জন্য টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াড ইতিমধ্য়ে ঘোষণা করা হয়ে গিয়েছে। এই সফরে টি-২০ স্কোয়াডে সঞ্জু স্যামসনের নাম থাকলেও, ওয়ানডে ক্রিকেটে তাঁকে কার্যত ব্রাত্য করে রাখা হয়েছে। ওয়ানডে ক্রিকেটে শেষ ইনিংসে স্যামসন শতরান হাঁকিয়েছিলেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি এই ইনিংসটা খেলেছিলেন। টি-২০ ক্রিকেটে সঞ্জু ইতিমধ্যে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। সবথেকে বড় কথা, তিনি ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছেন। কেরালার এই ক্রিকেটার ইতিমধ্যে আন্তর্জাতিক কেরিয়ারে যথেষ্ট চড়াই-উতরাই দেখেছেন। অবশেষে এই ব্যাপারেই মুখ খুললেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার।
বারংবার ব্রাত্য হওয়ার ব্যাপারে মুখ খুললেন সঞ্জু স্যামসন
ওয়ানডে ক্রিকেট স্কোয়াডে এখনও পর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি সঞ্জু স্যামসন। সম্প্রতি স্পোর্টস কাস্ট পডকাস্টে এই ব্যাপারে কথা বলেছেন তিনি। আর কথা বলতে গিয়ে স্যামসনের গলায় কার্যত অভিমান ঝরে পড়ল। তিনি বললেন, 'যতদুর মনে পড়ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমি প্রথম শতরান করেছিলাম। এরপর থেকে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে কখনও আমাকে রাখা হয়। কখনও বা আবার বাদ পড়ি। হাতে গোনাই কয়েকটা ম্য়াচ খেলেছি। আমি খুব ভাল করেই জানতাম যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য একেবারে প্রস্তুত। কিন্তু, যতক্ষণ না পর্যন্ত আপনাদের সামনে নিজেকে প্রমাণ করতে পারব, ততদিন তো কেউ স্বীকার করবেন না।'
Sanju Samson: হার মানবেন না সঞ্জু স্যামসন, এবার এই প্ল্যানেই ঢুকবেন টিম ইন্ডিয়ার প্রথম একাদশে?
দেখুন ভিডিও:
Sanju Samson Controversy: টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার স্যামসন? গম্ভীরের সিদ্ধান্তের একাধিক প্রশ্ন
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ওই শতরানের পর আমি জানতাম না যে ক্রিকেটাররা আমাকে নিয়ে ঠিক কী চিন্তাভাবনা করছে। তবে আমি মনেপ্রাণে বিশ্বাস করতাম যে এই স্তরে ক্রিকেট খেলার জন্য নিজেকে প্রস্তুত করেছি। ওই সময় বেশ কয়েকটি অভ্যন্তরীণ বিষয় বদলাতে শুরু করে। ওটা সিরিজের নির্ণায়ক ম্য়াচ ছিল। সেকারণে খুব ভাল করেই জানতাম যে এই ম্য়াচে যদি পারফর্ম করতে না পারি, তাহলে আমাকে ছেঁটে ফেলা হবে। সেকারণে যখনই আমি কোনও কঠিন সময়ে সেঞ্চুরি হাঁকিয়েছি, তখন নিজেই নিজেকে বলেছি যে আমি এটা করতে পারি। এটার জন্য়ই আমি নিজেকে এত বছর ধরে প্রস্তুত করেছি।'
ওয়ানডে ক্রিকেটে সঞ্জু স্যামসনের পারফরম্য়ান্স
ওয়ানডে ক্রিকেটে সঞ্জু স্যামসনের রেকর্ড একেবারে নজরকাড়া। ২০২১ সালে একদিনের ক্রিকেটে তাঁর ডেবিউ হয়। এরপর থেকে তিনি আজ পর্যন্ত ১৬ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ১৪ বার তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন। তিনি মোট ৫১০ রান করেছেন। ব্যাটিং গড় ৫৬.৬৬। ইতিমধ্যে তাঁর সর্বাধিক স্কোর ১০৮। ওয়ানডে ক্রিকেটে স্যামসন একটি শতরান এবং একটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁর রেকর্ড দেখে অন্তত একথা বলা যেতেই পারে যে টিম ইন্ডিয়ায় অবশ্যই জায়গা পাওয়া উচিত।