Sanju Samson Controversy: টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার স্যামসন? গম্ভীরের সিদ্ধান্তের একাধিক প্রশ্ন

India vs Bangladesh: চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশকে ৪১ রানে হারাল ভারতীয় ক্রিকেট দল। যদিও এই ম্য়াচে ৭ নম্বর পর্যন্ত ব্যাট করার সুযোগ পেলেন না সঞ্জু স্যামসন। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

India vs Bangladesh: চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশকে ৪১ রানে হারাল ভারতীয় ক্রিকেট দল। যদিও এই ম্য়াচে ৭ নম্বর পর্যন্ত ব্যাট করার সুযোগ পেলেন না সঞ্জু স্যামসন। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir and Sanju Samson

গৌতম গম্ভীর এবং সঞ্জু স্যামসন

Sanju Samson: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) বিজয় রথ কার্যত অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে ৪১ রানে জয়লাভ করার পাশাপাশি সূর্যকুমার যাদবের দল ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলেছে। আগামী রবিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে দল জয়লাভ করবে, তারাই ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে। 

Advertisment

Asia Cup 2025, India vs Bangladesh: ব্যাটিং, বোলিংয়ে ইন্ডিয়ার দাপট, দুবাইয়ে ৪১ রানে টাইগার বধ!

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল হেসেখেলে জয়লাভ করলেও, সমর্থকরা অবশ্য টিম ম্য়ানেজমেন্টের একটি সিদ্ধান্ত কিছুতেই হজম করতে পারছেন না। আর সেটা হল সঞ্জু স্যামসনের ব্য়াটিং অর্ডার। যত দিন যাচ্ছে, স্যামসনের ব্যাটিং অর্ডার ততই নীচের দিকে নামতে শুরু করেছে। আর বুধবার তো তিনি টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করার সুযোগই পেলেন না। যদিও তাঁর আগে শিবম দুবে এবং তিলক বর্মাকে ব্য়াট করতে পাঠানো হল! এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, স্যামসন কি আরও খানিকটা উপরের দিকে ব্যাট করার সুযোগ পেতেন না? 

Advertisment

India vs Bangladesh Playing XI: বাংলাদেশের এই বোলারকে খেলতে হবে সাবধানে, আউট করেছেন বিরাট-অভিষেককে!

ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করছেন, গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নোংরা রাজনীতির ফাঁদে কার্যত বাধ্য হয়েই পা দিচ্ছেন সঞ্জু স্যামসন। অনেকেই আশা করেছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে তিন নম্বরে হয়ত সঞ্জুকেই পাঠানো হবে। কিন্তু, সেখানে এলেন শিবম দুবে। মাত্র ২ রান করে তিনি আউট হয়ে যান। চার নম্বরে সূর্যকুমার যাদবের জায়গাটা মোটামুটি ফিক্সড। পাঁচ নম্বরেও দেখা গেল না সঞ্জুকে। বদলে নামলেন হার্দিক পান্ডিয়া। যদিও হার্দিক এই ম্য়াচে ২৯ বলে ৩৮ রান করেন। এরপর ৬ নম্বরে নামেন তিলক বর্মা (৭ বলে ৫ রান)। আর সাত নম্বরে ব্য়াট করতে এলেন অক্ষর প্যাটেল। টি-২০ ফরম্য়াটে তিনি ১৫ বলে করলেন মাত্র ১০ রান। যদিও শেষপর্যন্ত অপরাজিত থাকেন। মোদ্দা কথা, সাত নম্বর পর্যন্ত স্যামসনকে ব্যাট করতে পাঠানো হল না।

India vs Bangladesh Asia Cup 2025: ভারত বনাম বাংলাদেশ, এই ৫ বিতর্ক কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্ব!

ইতিপূর্বে, চলতি এশিয়া কাপে দুটো ম্য়াচে ব্যাট করার সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। ওমানের বিরুদ্ধে তিনি ৩ নম্বরে ব্যাট করতে নামেন। সেখানে ৪০ বল খেলে ৫০ রান করেছিলেন। সুপার ফোর রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে যাবতীয় ধ্বংসলীলা সেরেই ফেলেছিলেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। সেখানে স্যামসন ১৭ বল খেলে ১৩ রান করেন। 

India vs Bangladesh: আগুন ফর্মে ভারত, ভয়ে কাঁপছে বাংলাদেশ! টাইগার বধ করেই ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া?

টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার-ব্যাটার যে আপাতত খুব একটা ভাল ছন্দে নেই, তা একেবারে স্পষ্ট। সেকারণে অনেকেই আশা করেছিলেন যে ভারত বনাম বাংলাদেশ ম্য়াচে হয়ত তাঁকে খানিকটা উপরের দিকে ব্যাট করার জন্য পাঠানো হবে। ১১.১ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর যখন তিন উইকেটে ১১২ রান ছিল, সেইসময় সঞ্জু ব্যাট করতে নামলে বেশ কয়েকটা বল খেলার সুযোগ অন্তত পেতেন।

টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার স্যামসন?

কিন্তু, তাঁর আগে হার্দিক পান্ডিয়াকে ব্যাট করতে পাঠানো হল। এরপর তিলক বর্মা, আর তারপর অক্ষর প্যাটেল। কেন এই সিদ্ধান্ত গ্রহণ করা হল, সেটা কারোর মাথাতেই ঢোকেনি। শিবম দুবেকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানোর পিছনে হয়ত কোনও কারণ থাকতে পারে। কিন্তু, ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট যেখানে কয়েকদিন আগেই স্বীকার করেছিল যে জীতেশ শর্মার পরিবর্তে তারা সবসময় সঞ্জু স্যামসনের পাশেই রয়েছে, সেখানে কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করা হল? জীতেশ শর্মা তাও যথেষ্ট ভাল একজন ফিনিশার!

যাইহোক, বাংলাদেশের বিরুদ্ধে সঞ্জু স্যামসনকে ব্য়াট করতে পাঠালেন না গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব। যদি টিম ইন্ডিয়ার পরিকল্পনাই থাকে যে একটি ফিনিশার তথা উইকেট-কিপারকে খেলানো হবে, তাহলে জীতেশের পরিবর্তে কেনই বা স্য়ামসনকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে। তার থেকেও বড় প্রশ্ন হল, সঞ্জু স্যামসনের থেকে আসলে কী চাইছে টিম ইন্ডিয়া? একজন ওপেনারকে তাঁর পছন্দের স্লট থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল। আর এবার তো সাত নম্বরেও ব্যাট করতে দেওয়া হল না! এটাকে রাজনীতি ছাড়া আর কীই বা বলা যেতে পারে?

Gautam Gambhir India vs Bangladesh Indian Cricket Team Asia Cup 2025 Sanju Samson