/indian-express-bangla/media/media_files/2025/07/09/cricketer-death-1-2025-07-09-14-47-57.jpg)
ছবিটি প্রতীকী
Cricketer Death: পথ দুর্ঘটনায় মারা গেলেন জম্মু-কাশ্মীরের এক স্থানীয় ক্রিকেটার। জানা গিয়েছে, মৃত ক্রিকেটারের নাম ফরিদ হুসেন। পুঞ্চ জেলার বাসিন্দা তিনি। গত ২০ অগাস্ট এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্য়ে দুর্ঘটনার একটি মর্মান্তিক CCTV ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
ভিডিওয় দেখা যাচ্ছে, একটি মোটরবাইকে চেপে যাচ্ছিলেন ফরিদ হুসেন। সেইসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দরজা আচমকা খুলে বেরিয়ে আসেন এক ব্যক্তি। সেই দরজাতেই ধাক্কা খায় মোটরবাইকটি। সঙ্গে সঙ্গে ওই ক্রিকেটার ছিটকে মাটিতে পড়ে যান। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারের জন্য দৌড়ে আসেন।
Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার
স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা শেষপর্যন্ত তাঁর প্রাণ বাঁচাতে পারেননি। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরিদ হুসেন।
Cricketer Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু বাঙালি ক্রিকেটারের
ক্রিকেটের প্রতি ভালবাসার জন্য স্থানীয় এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন ফরিদ। একাধিক স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তিনি। এমনকী, জম্মু-কাশ্মীর ক্রিকেট পরিসরে যথেষ্ট নামডাক ছিল ফরিদের। কিন্তু, আচমকা তাঁর মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সমর্থক এবং শুভাকাঙ্খীরা এই খবর শোনার পর মুষড়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যে শোকবার্তার সুনামি আছড়ে পড়েছে। সকলেই একবাক্যে স্বীকার করছেন, ফরিদ যথেষ্ট প্রতিভাবান একজন ক্রিকেটার ছিলেন। তাঁর কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে গেল।
Cricketer Death News: মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার, শোকের ছায়া বিশ্বজুড়ে
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অন্যদিকে, এই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। ঘটনার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ফুটেজে দুর্ঘটনার মুহূর্তই স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে। এই মর্মান্তিক পরিণতির আসল কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। কেন আচমকা গাড়ির দরজাটি খোলা হল, সেই ব্যাপারেও তদন্ত শুরু হয়েছে।
সম্প্রতি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার দিয়েগো জোতা। এছাড়া ২০২২ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস এই গাড়ি দুর্ঘটনার কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওই একই বছর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। যদিও তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন।