/indian-express-bangla/media/media_files/2025/10/14/indian-football-4-2025-10-14-22-31-15.jpg)
ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালিদ জামিল
Khalid Jamil: ২০২৭ এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হয়েছিল। টিম ইন্ডিয়া লিড নিয়েও শেষপর্যন্ত তা ধরে রাখতে পারেনি। ফিফা ক্রমতালিকায় নিচে থাকা সিঙ্গাপুরের (India vs Singapore) কাছে ১-২ ব্যবধানে হেরে যায় ভারত।
Indian Football Team Goal: এগিয়ে গিয়েও হল না লাভ! দূর্ভাগ্যের শিকার ভারতীয় ফুটবল দল
লিড নিয়েও ধরে রাখতে পারল না ভারত
ভারতীয় ফুটবল দল এই ম্যাচে হারতে না হারতেই যাবতীয় দায় দলের খেলোয়াড়দের উপরেই তুলে দিলেন হেড কোচ খালিদ জামিল। তার কথায়, ফুটবলারদের মনসংযোগের অভাবেই এই ম্যাচটা হাতছাড়া হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নীল বাঘেদের দল ম্যাচের ১৪ মিনিটে লালিয়ানজুয়ালা ছাঙতের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্ত, সেই লিড তালা ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই ৪৪ মিনিটে সমতা ফিরিয়েছিলেন সিঙ্গাপুরের ফুটবলার সং উই-ইয়ং। আর ম্যাচের ৫৮ মিনিটে তিনি টিম ইন্ডিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে ২৪ ধাপ নিচে রয়েছে সিঙ্গাপুর। কিন্তু, তারাও হেলায় ভারতকে হারিয়ে দিয়ে চলে গেল।
India vs Singapore Football Highlights: অধরা রইল AFC-র স্বপ্ন, লজ্জার হারে মুখ ডুবল ভারতের
খালিদ জামিলের বিবৃতি
ম্যাচের পর খালিদ জামিল বললেন, 'দ্বিতীয়ার্ধের শুরুটা আমরা বেশ ভালই করেছিলাম। কিন্তু, ডিফেন্ডারদের মনোসংযোগের অভাবে একটা বাজে গোল আমাদের হজম করতে হল। আমরা গোটা ম্যাচে যথেষ্টই ভাল ফুটবল খেলেছি। তবে নষ্ট করেছি একাধিক সুযোগ। গুরুত্বপূর্ণ সময় যদি ফুটবলাররা মনসংযোগ না হারাতেন, তাহলে এই ম্যাচটা আমরা জিততে পারতাম।'
উল্লেখ্য, সিঙ্গাপুরের বিরুদ্ধে এই পরাজয়ের পাশাপাশি গ্রুপ সি তে টীম ইন্ডিয়া সবার নিচে নেমে গিয়েছে। গত চার ম্যাচের মধ্যে ভারত দুটো ম্যাচ হেরে গেল। পয়েন্ট এবং গোল পার্থক্যে ভারত এবং বাংলাদেশ আপাতত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, গোল সংখ্যায় বাংলাদেশের থেকেও পিছিয়ে রয়েছে ভারত।
সিঙ্গাপুরের বিরুদ্ধে এই পরাজয়ের অর্থ হল, ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের কোনও রাস্তাই আর খোলা রইল না। আগামী দু'বছর পর সৌদি আরবে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। ২০১৯ সালের পর থেকে ভারত এই প্রথমবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে পারল না।
Indian Football Team: মান বাঁচালেন রহিম আলি, ১০ জনে লড়াকু ড্র টিম ইন্ডিয়ার
সম্মান পুনরুদ্ধারের লড়াই
মঙ্গলবার রাতে এই পরাজয়ের আগে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল টিম ইন্ডিয়া। এরপর হংকং এর বিরুদ্ধে তারা ০-১ গোলে হেরে যায়। আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এরপর আগামী ৩১ মার্চ যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে হংকংয়ের বিরুদ্ধে। এই দুটো ম্যাচ জিতে টিম ইন্ডিয়া যে তাদের সম্মান পুনরুদ্ধার করতে চাইবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।