Indian Football Team: সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র, এবার কীভাবে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে ভারত?

Indian Football Team: গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্য়াচটি শেষপর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে।

Indian Football Team: গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্য়াচটি শেষপর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Football Team

ভারতীয় ফুটবল দল

Indian Football: গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্য়াচটি শেষপর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। আর এই ড্রয়ের পরই ভারতের সামনে এএফসি কাপে যোগ্যতা অর্জনের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে। 

Advertisment

নীল ব্যাঘ্রবাহিনীর সামনে আর তিনটে ম্য়াচ বাকি রয়েছে -- সিঙ্গাপুর (হোম ম্য়াচ), বাংলাদেশ (অ্যাওয়ে ম্য়াচ) এবং হংকং (হোম ম্য়াচ)। টিম ইন্ডিয়াকে এএফসি কাপে যোগ্যতা অর্জন করতে হলে এই তিনটে ম্য়াচই জিততে হবে।

Indian Football Team: মান বাঁচালেন রহিম আলি, ১০ জনে লড়াকু ড্র টিম ইন্ডিয়ার

Advertisment

খালিদ জামিলের দল আপাতত তিনটে ম্য়াচ খেলে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। এখনও পর্যন্ত তারা তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। পরবর্তী রাউন্ডে যেতে হলে টিম ইন্ডিয়াকে গ্রুপ শীর্ষে উঠতেই হবে।

কোন অঙ্কে কোয়ালিফাই করতে পারবে ভারত?

টিম ইন্ডিয়াকে আপাতত পরবর্তী তিনটে ম্য়াচেই জয়লাভ করতে হবে। তাহলে ভারত সর্বাধিক ১১ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। সেক্ষেত্রে যোগ্যতা অর্জনের একটা সুযোগ অবশ্যই আসবে।

Indian Football: কল্যাণই সভাপতি, 'সুপ্রিম' রায় আদালতে! কতটা অন্ধকারে আইএসএল ভবিষ্য়ৎ?

কিন্তু, সেক্ষেত্রেও যে টিম ইন্ডিয়া যোগ্যতা অর্জন করতে পারবে, এমন কথা নিশ্চিতভাবে কখনই বলা যাবে না। আপাতত অন্য দলগুলোর ফলাফলের উপর টিম ইন্ডিয়াকে নির্ভর করতে হবে। 

পাশাপাশি বাকি ম্য়াচগুলোয় হংকং এবং সিঙ্গাপুরকেও তাদের পয়েন্ট হারাতে হবে। 

Indian Footballer Death News: আচমকা হার্ট অ্যাটাকেই সব শেষ, চিরনিদ্রার দেশে ভারতীয় ফুটবলার

যদি হংকং তাদের পরবর্তী দুটো হোম ম্য়াচে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে তারা ১৩ পয়েন্ট সংগ্রহ করে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করে ফেলতে পারবে।

Indian Football Team: প্রথম ম্য়াচেই খালিদ ম্য়াজিক, অবশেষে জয়ের সরণীতে ভারতীয় ফুটবল দল

যদি ভারত এবং হংকং একই পয়েন্টে এসে দাঁড়ায়, তাহলে দুটো দলের হেড-টু-হেড ফলাফল বিচার করে টাই-ব্রেকার আয়োজন করা হবে। ঘরের মাঠে হংকং ইতিমধ্যে একটি ম্য়াচে ১-০ গোলে জয়লাভ করেছে। সেক্ষেত্রে ভারতকে আপাতত হংকংয়ের বিরুদ্ধে ২ কিংবা তার বেশি গোলে জয়লাভ করতে হবে। 

যদি ভারত এবং সিঙ্গাপুর দুটো দলই ১১ পয়েন্টে শেষ করে, তাহলে হেড-টু-হেড পরিসংখ্যান বিচার করে ভারত পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করতে পারে।

Indian Football