Indian Football Team Goal: এগিয়ে গিয়েও হল না লাভ! দূর্ভাগ্যের শিকার ভারতীয় ফুটবল দল

Indian Football Team: সিঙ্গাপুরের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে ভারতীয় ফুটবল দল। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে।

Indian Football Team: সিঙ্গাপুরের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে ভারতীয় ফুটবল দল। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Lallianzuala Chhangte Goal

ভারতের হয়ে প্রথম গোলটি করলেন লালিয়ানজুয়ালা ছাংতে

Indian Football Team: মঙ্গলবার (১৪ অক্টোবর) ২০২৭ এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে নেমেছে ভারতীয় ফুটবল দল। প্রতিপক্ষ সিঙ্গাপুর। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। প্রথমার্ধের স্কোরলাইন ১-১। লালিয়ানজুয়ালা ছাংতের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু, প্রথমার্ধের একেবারে শেষবেলায় সমতা ফেরালেন সিঙ্গাপুরের ফুটবলার সং।

Advertisment

Indian Football Team: সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র, এবার কীভাবে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে ভারত?

টিম ইন্ডিয়াকে লিড এনে দেন ছাংতে

এবার ম্যাচের কথায় আসা যাক। শুরু থেকেই ভারত এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। কিন্তু, কোনও দলই শেষপর্যন্ত গোলের দরজা খুলতে পারছিলেন না। অবশেষে ম্য়াচের ১৪ মিনিটে ভারতের সামনে আসে সুবর্ণ সুযোগ। বক্সের বাইরে থেকে দুরপাল্লার একটি শট বাড়ালেন লালিয়ানজুয়ালা ছাংতে। বলটা টপ লেফট কর্নার দিয়ে বিপক্ষের জালে জড়িয়ে যায়। ২০২৪ জুন মাসের পর এই প্রথমবার তিনি জাতীয় ফুটবল দলের জার্সিতে গোল করলেন। সেইবার কাতারের বিরুদ্ধে গোল করেছিলেন ছাংতে।

Advertisment

Indian Football Team: মান বাঁচালেন রহিম আলি, ১০ জনে লড়াকু ড্র টিম ইন্ডিয়ার

যাইহোক ম্যাচের ২৯ মিনিটে আবারও ছাংতের কাছে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। মাঠের বাঁ-প্রান্তে তিনি একটি থ্রু বল পেয়েছিলেন। কিন্তু বক্সে ঢোকার সময় বাধাপ্রাপ্ত হন তিনি। এরপর সুনীল ছেত্রীকে লক্ষ্য করে বলটা বাড়িয়েছিলেন ছাংতে। কিন্তু, এই অভিজ্ঞ ভারতীয় ফরোয়ার্ড বলটা সংগ্রহ করতে পারেননি। বল পান কোলাসো। লিস্টন শেষপর্যন্ত গোলমুখী শট নেন। কিন্তু, গোল-লাইনে হারুস হারুন সেই শটটা বাঁচিয়ে দেন।

Indian Football: কল্যাণই সভাপতি, 'সুপ্রিম' রায় আদালতে! কতটা অন্ধকারে আইএসএল ভবিষ্য়ৎ?

৩৬ মিনিটে আরও একটা গোলের সুযোগ এসেছিল ভারতের কাছে। ফাইনাল থার্ডে বল পেয়েছিলেন লিস্টন কোলাসো। তিনি সুনীল ছেত্রীকে পাস বাড়ান। সুনীল বলটা নিয়ে মহেশের দিকে বাড়িয়ে দেন। শেষপর্যন্ত মহেশের শট আটকে দেন মাহবুদ।

Indian Football Team: ওমান জয় অতীত, কী হতে পারে টিম ইন্ডিয়ার পরবর্তী পরিকল্পনা? বিশ্লেষণে শিশির ঘোষ

সমতা ফেরাল সিঙ্গাপুর

একটা সময় মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া হাফটাইমে বোধহয় ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়বে। কিন্তু, দূর্ভাগ্য তাদের পিছু ছাড়ল না। ৪৪ মিনিটে সিঙ্গাপুরের হয়ে সমতা ফেরালেন সং উই-ইয়াং। রাহুল ভেকের হেডারটা সামান্য ভুল হয়ে গিয়েছিল। সেকারণে বলটা চলে যায় কোয়েহর দখলে। কোয়েহ বলটা নিয়ে সংয়ের দিকে পাস বাড়ান। অবশেষে সিঙ্গাপুরের ৭ নম্বর জার্সিধারী এই ফুটবল বাঁ-পায়ে একটি জোরাল শট মারেন। বলটা বটম লেফট কর্নার দিয়ে টিম ইন্ডিয়ার জালে জড়িয়ে যায়। সেইসঙ্গে ম্য়াচেও সমতা ফিরে আসে।

AFC Asian Cup indian football team